জেনারেল রাইটিং:- "জীবন যতক্ষণ আছে, বিপদ ততক্ষণ থাকবেই"
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
বিপদ এমন একটা জিনিস যেটা আমাদের আশপাশে অবশ্যই থাকবে। আমাদের জীবনটা যতক্ষণ রয়েছে বিপদ ততক্ষণ অবশ্যই থাকবে। কারণ জীবন মানেই তো বিপদ। জীবনে এগিয়ে চলার জন্য নানারকম বিপদের সম্মুখীন আমাদেরকে হওয়া লাগবে। আর সেই বিপদকে পেরিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার জন্য বিপদের সম্মুখীন হওয়া দরকার। বিপদের সম্মুখীন হলে আমরা সেই বিপদটা কেটে উঠতে পারবো। তারপর আমরা নিজের জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর ভবিষ্যতে ভালো কিছু অবশ্যই অর্জন করতে পারব এটার মাধ্যমে। তাই জন্য বিপদ আসলে ভেঙে পড়া চলবে না।
কিছু কিছু মানুষ রয়েছে বিপদের সম্মুখীন হয় না। আর তারা বিপদ আসলে অনেক বেশি ভেঙে পড়ে। যেটা করা তাদের একেবারেই উচিত হয় না। জীবনে এগিয়ে চলার জন্য সাহসী হওয়া সবথেকে গুরুত্বপূর্ণ। যে মানুষ সাহসী সে পারে বিপদের সম্মুখীন হতে। আমাদের জীবনে যেমন সমস্যা রয়েছে, ঠিক তেমনি ভাবে সমস্যার সমাধানও রয়েছে। আর ঠিক তেমনিভাবে বিপদ যেমন রয়েছে, বিপদটা কাটানোর কৌশল অবশ্যই রয়েছে। শুধুমাত্র আমাদেরকে কৌশলটা জেনে ভালোভাবে কৌশলটি ব্যবহার করতে হবে। তারপরেই আমরা পারবো সেই বিপদ টাকে দূর করতে। বিপদ এমন একটা জিনিস যেটা সবার জীবনে অবশ্যই আসে।
আমাদের জীবনে বিপদ আসবে। তাই বলে যে আমাদেরকে মাঝ পথে থেমে যেতে হবে এটার কোনো প্রশ্নই আসে না। ভয় পেয়ে থেমে গেলে চলবে না, সাহসী হয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। জীবন একটা যুদ্ধক্ষেত্র। যে যুদ্ধে জয়ী হতে পারে খুবই অল্প কয়েকজন মানুষ। যাদের মধ্যে রয়েছে সাহসিকতা, সততা, ধৈর্য আর পরিশ্রম। এই চারটা গুণ একটা মানুষের মধ্যে থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবেই তো সে মানুষ পারবে নিজের জীবনে আশা বিপদ গুলো পেরিয়ে সফলতার দুয়ারে পৌঁছাতে। আর নিজের জীবনটাকে সুন্দর করতে। আর এই মানুষগুলোর থেকে অন্যরাও কিছু শিখতে পারবে।
বিপদ আসলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। অবশ্যই সেই বিপদের মোকাবেলা করার চেষ্টা করতে হবে। বিপদের সম্মুখীন হয়ে কোনো না কোনো কিছু করে সেই বিপদকে দূরে সরিয়ে দিতে হবে। জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য বিপদের সম্মুখীন হওয়া দরকার। যে মানুষ বিপদে হাত গুটিয়ে বসে থাকে, সে মানুষ জীবন যুদ্ধে জয়ী হতে পারবেনা। তার মাথায় এটা অবশ্যই রাখতে হবে, আমাদের জীবন যেহেতু রয়েছে বিপদ থাকবেই। জীবন যেমন সহজ নয় ঠিক তেমনি ততটা কঠিনও নয়। এগুলো আপনার নিজের কাছেই রয়েছে। আপনি যে রকম টা বানাবেন আপনার জীবন ঐ রকমই হবে। তবে ওই চারটা বিষয় রাখতে হবে নিজের মধ্যে।
সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অবশ্যই মাথা উঁচু করে বেঁচে থাকতে হবে আমাদেরকে। তবে ভয় পেলে চলবে না। ভয়কে জয় করলেই জীবন সুন্দর। তার জন্য বিপদের সম্মুখীন হয়ে বিপদ টাকে সবার আগে কাটাতে হবে। একটা বিপদ চলে গেলে দেখা যায় কয়েকদিন পর আরেকটা বিপদের সম্মুখীন আমরা হয়ে থাকি। তাই বলে যে জীবনটাকে এইখানেই থামিয়ে দিতে হবে এইটার বিষয় নয়। একটার পর একটা বিপদ তো আসবেই। তাই বলে আমরা কিভাবে পারি নিজের জীবনকে থামিয়ে দিতে। আর এইজন্য সাহসিকতার সাথে বাঁচতে হবে। আর বিপদের মোকাবেলা করা শিখতে হবে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1869000783297233056?t=bA_mjk_c_KP5o8Cbl19iVw&s=19
ঠিক বলেছেন আপু বিপদ আসবে যাবে তবে বিপদে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কিভাবে বিপদ মোকাবেলা করতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে। জীবন যতক্ষণ আছে ততক্ষণ আমাদের পেছনে পেছনে বিপদ আছে। যখনই মৃত্যু আসবে তখনই সমস্যা আমাদের পেছন থেকে যাবে।
আর এই জন্য আমাদেরকে ভেঙে না পড়ে সমস্যার মোকাবেলা করতে হবে।
আসলে আমাদের জীবনটাই তো এরকম। সমস্যা ছাড়া জীবন হয় না, জীবন ছাড়া সমস্যা হয় না। জীবন আছে যেহেতু সমস্যা তো থাকবেই। আর সেই সমস্যার মোকাবেলা করতে হবে আমাদের। মানুষের জীবনে একটা সমস্যা দেওয়ার পর পর আরেকটা সমস্যা এসে হাজির হয়। একা একা আমাদের প্রত্যেকটা সমস্যা মোকাবেলা করা লাগে। জীবনে সমস্যা আসলে থেমে গেলে হয় না, মোকাবেলা করে এগিয়ে যেতে হয়।
আমিও এটাই মনে করি সমস্যার মোকাবেলা করা লাগে। তোমার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
আমাদের চলার পথে হঠাৎ করেই আমরা বিপদের সম্মুখীন হই। আসলে বিপদ কখনো বলে কয়ে আসে না। হঠাৎ করেই বিপদ মোকাবেলা করতে হয়। জীবনের চলার পথে হয়তো এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে মন থেকে দোয়া করি কারো যেন এমন কোন বিপদ না হয় যাতে করে বড় ধরনের ক্ষতি হয়ে যায়।
হ্যাঁ আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে। বিপদ আসলে মোকাবেলা করতে হবে।
আসলে আমার কাছে মনে হয় যে এই জীবনে যার যত বেশি বিপদ থেকে বেরিয়ে আসার ক্ষমতা রয়েছে তারা তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারে। কেননা জীবনটা কিন্তু কখনো ফুলশয্যা নয়। আসলে এই পথে নানা বিপদ থাকবে এবং সেই বিপদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করতে হবে।
বিপদ আছে বলেই আমাদের জীবন রয়েছে।
এটা একদম ঠিক কথা বলেছেন আপু, জীবন যতক্ষণ আছে, বিপদ ততক্ষণ থাকবেই। জীবনে বিপদ আসবে এবং যাবে তাই বলে কখনো ভেঙে পড়লে চলবে না। বিপদ কখনো বলে কয়ে আসে না। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
বিপদ আমাদেরকে ধ্বংস করার জন্য নয় বরং আমাদেরকে অনেক কিছু শেখানোর জন্য আসে।
আজকে আপনি ভালো একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। আসলে জীবন যতক্ষণ বিপদ আসবে ততক্ষণ। আসলে এই পৃথিবীতে বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচতে হবে। আর বিপদ যতই আসুক ভেঙে পড়া যাবে না। নিজেকে শক্ত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে । শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আমাদেরকে অবশ্যই মাথা উঁচু করে বাঁচতে হবে। আর নিজেকে শক্ত রেখে এগিয়ে যেতে হবে। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
জীবন যতক্ষণ আছে, বিপদ ততক্ষণ থাকবেই এটা খুব সত্যি কথা।কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না।আমাদেরকে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে।বিপদের মোকাবিলা করতে হবে নিজেদেরকেই।আপনি খুব চমৎকার ভাবে বিষয়টিকে নিয়ে লিখেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।
ঠিক বলেছেন সাহসিকতার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে।।