ফটোগ্রাফি : রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
নাম না জানা ফুলের ফটোগ্রাফি।
আজ প্রথমেই আমি নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে আমাদের আশেপাশ থেকে অনেক সময় বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করলে তার নাম জানা থাকে না। আমার মনে হয় এই ফুলটি বন্যফুল। বন্যফুল হলেও ফুলটি দেখতে খুবই সুন্দর। আসলে যে ফুলগুলোর পাঁচটি পাপড়ি থাকে সে ফুলগুলো দেখতে সবসময় অনেক সুন্দর হয়ে থাকে। আজকের এই ফুলটির ও পাঁচটি পাপড়ি রয়েছে। আমি যখন এই ফুলটি দেখেছি তখন অনেক ভালো লেগেছে। আমি আশা করি আপনাদের সবার আজকের নাম না জানা ফুলটি অনেক বেশি ভালো লাগবে।
device : Redme note 9
জেসমিন ফুলের ফটোগ্রাফি।
জেসমিন ফুল দেখতে খুবই সুন্দর একটি ফুল। আমার খুবই পছন্দের একটি ফুল এটা। আসলে এর আগে আমি অন্য কালারের একটি জেসমিন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। কিন্তু দেখলাম সাদা কালারের জেসমিন ফুল টা দেখতে সবচেয়ে বেশি সুন্দর। আজকের এই জেসমিন ফুলের ছবি আমি ছোট একটি নার্সারি থেকে করেছি। আসলে যখন ছবি তুলেছিলাম তখন ভাবতে পারি নাই যে এটি জেসমিন ফুল। আমি যখন গুগলের সার্চ দিয়ে দেখলাম তখন দেখতে পেলাম এটি জেসমিন ফুল। আসলে এই ফুলের কয়েকটি জাত রয়েছে। প্রত্যেকটা জাতের কালার গুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।
device : Redme note 9
গোলাপের পাতার ফটোগ্রাফি।
আমাদের সবার খুবই পরিচিত একটি ফুলের নাম গোলাপ 🌹। এই ফুল যেমন আমাদের সবার পরিচিত তেমনি এই ফুল গাছও আমাদের সবার খুব পরিচিত। আসলে গোলাপ ফুলের পাতাগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। সব সময় গোলাপ ফুলের ফটোগ্রাফি করি কিন্তু কখনো পাতার ফটোগ্রাফি করা হয় না। এজন্য আমি পাতার ফটোগ্রাফি করেছি। আসলে পাতাগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। যখন পাতাগুলো সুন্দর ছবি উঠেছে তখন আমি অনেক বেশি খুশি হয়েছি। কারণ পাতার কালার টা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
device : Redme note 9
ফড়িং এর ফটোগ্রাফি
আমাদের সবারই পরিচিত একটি ছোট প্রাণীর নাম ফড়িং। ঘর থেকে বের হলে আমরা যেমন প্রজাপতি দেখি তেমনি এই ফড়িং ও দেখি। মাঝে মাঝে ঘরের ভিতরে চলে আসে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন এই ফড়িং দেখি। এই ফড়িংগুলোর ফটোগ্রাফি করতে অনেক বেশি কষ্ট হয়ে থাকে। কারণ তারা এক জায়গায় বসে থাকে না। সারাক্ষণ এদিক ওদিক উড়ে বেড়ায় এই ছোট প্রাণীগুলো। আসলে আমি প্রায় সময় ঘর থেকে বের হয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করি। ঘরের আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকি সবসময়। তেমনি আজকের ফড়িং এর ফটোগ্রাফিটি আমি ঘরের পাশ থেকে করেছি।
device : Redme note 9
নয়ন তারা ফুলের ফটোগ্রাফি
খুবই পছন্দের এবং খুব জনপ্রিয় একটি ফুলের নাম হল নয়ন তারা। নয়নতারার সৌন্দর্য আমাদের সবাইকে অনেক বেশি। আমি যখন নয়নতারা ফুল দেখি তখন ফটোগ্রাফি করার খুবই ইচ্ছে করে। এজন্য আমি সব সময় চেষ্টা করি এই ফুলটি দেখলে ফটোগ্রাফি করার জন্য। এছাড়া এই ফুলের আরো কয়েকটি জাত রয়েছে। একেক জাতের ফুলের কালার এক এক রকমের। এছাড়া সাদা কালারের নয়নতারা ফুলটি দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার। আজ আমি যে গোলাপি কালারের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি করেছি এটি দেখতেও খুব সুন্দর।
device : Redme note 9
পাতাবাহারের ফটোগ্রাফি।
আজ আমি আপনাদের মাঝে পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছি। পাতাবাহার গাছের পাতাগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। পাতাবাহার গাছের অসংখ্য জাত রয়েছে। এ যাবৎ আমি অসংখ্য পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছি। পাতাবাহার গাছের ফুল এবং ফল দেখা যায় না। মাঝে মাঝে ফুল দেখা গেলেও ফল একদমই দেখা যায় না। আসলে এই পাতাবাহার গাছের পাতাগুলো বিভিন্ন ঘরের মাঝে রাখলেও দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকে। এবং ঘরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায়। আমাদের ঘরের মধ্যেও আমি প্রায় সময় পাতাবাহারের পাতাগুলো রাখার চেষ্টা করি। আশা করি আপনাদের সবার আজকের এই পাতাবাহার গাছের পাতাগুলো অনেক বেশি ভালো লাগবে।
device : Redme note 9
device : Redme note 9
পোস্ট বিবরণ
ডিভাইস | Redmi note 9 |
---|---|
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে ফড়িং এর ফটোগ্রাফি এবং জেসমিন ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
জেসমিন ফুল আমার কাছে ও ভীষণ ভালো লাগে।
আগে তো শুধু বিভিন্ন জানা ফুল ই দেখা যেত। বর্তমান সময়ে নাম না জানা অনেক ফুলে আশেপাশে দেখা যায় এবং ফুলগুলো খুব চমৎকার হয়। আপনার নাম না জানা ফুলের ফটোগ্রাফিটি খুব চমৎকার হয়েছে। তাছাড়া ফড়িং এর ফটোগ্রাফি টা খুব সুন্দরভাবে করেছেন। এরকম জীবন্ত প্রাণীর ফটোগ্রাফি করা খুব কষ্টকর। তারপর আপনি অনেক সুন্দরভাবে করেছেন। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।
ঠিক বলেছেন আপু বর্তমানে নাম না জানা অনেক ধরনের ফুল আমরা দেখতে পাই।
আপু আপনার ফটোগ্রাফি পোস্ট আমার কাছে ভালো লাগে। বিশেষ করে রেনডম ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারন লাগে। এক পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরণের ফটোগ্রাফি দেখা যায়। ফড়িং ফুল এর ছবি গুলো দেখতে অসাধারন লাগতেছে। ধন্যবাদ আপনাকে আপু।
ফড়িং এর ফটোগ্রাফি টা আমার কাছেও ভালো লেগেছিল
অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পাতাবাহার গাছের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পাতাবাহার গুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। আমার কাছেও দেখতে ভীষণ ভালো লাগে।
আপনার তোলা প্রত্যেকটি রেনডম ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। একই সাথে প্রতিটি ফটোগ্রাফির বর্ণনা গুলো খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নয়নতারা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রেনডম ফটোগ্রাফি গুলো আপনার কাছে এতটা অসাধারণ লেগেছে দেখে খুবই ভালো লাগলো।
আপু আগেও দেখেছি বেশ সুন্দর ফটোগ্রাফি করেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে জীবন্ত মনে হয়। আপনার করা জানা অজানা ফুল, ফড়িং আর গাছের ফটোগ্রাফির মধ্যে কোনটা রেখে যে কোনটা কে আমি অসাধারন বলবো তা বুঝে উঠতেই আমার হিমশিম খেতে হচ্ছে। তবে ফড়িং তো আমার কাছে বেশ ভালো লাগে। তাই ফড়িং দেখে বুকটা কেমন যেন করে উঠলো।
ফড়িং আপনার কাছে ভালো লাগে শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার করা রেনডম ফটোগ্রাফি গুলো সত্যিই মুগ্ধ করেছে আমাকে। বিশেষ করে আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে থাকেন যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকে ফুল গাছের দারুন ফটোগ্রাফি করেছেন অনেক ভালো লাগলো।
আসলেই আমি প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর ফুলের ফটোগ্রাফি করার জন্য।
নয়ন তারা ফুল, ফড়িং এবং জেসমিন ফুল আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সব সময় তোমার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়ে থাকে। তোমার মত আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। শুরু থেকে তোমার পুরো পোস্ট আমার খুব দারুণ লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক যত্ন করে করেছ। বেশ ভালো লেগেছে
তোমার তো দেখছি আমার মতই সবগুলো ফটোগ্রাফি প্রিয়।
অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। তার মধ্যে ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে বিশেষ করে প্রথম ফুলের ফটোগ্রাফিটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার কাছে প্রথম ফুলটা সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো।
একদম মনের কথা গুলো বললেন আমার ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। আপনি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করলেন নাম না জানা ফুলটি আমার অনেক ভালো লেগেছে। এছাড়া ও আপনি গোলাপের গাছের খুব সুন্দর ফটোগ্রাফি নিলেন। নয়ন তারা ফুল দেখতে অসাধারণ ভালো লেগেছে।
নয়ন তারা ফুল আমার কাছে ও ভীষণ ভালো লাগে।