ফটোগ্রাফি : সাতটি ফুলের একটি অ্যালবাম।
device : Redme note 9
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু ফুল নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। প্রতি সপ্তাহে আমি একটি করে ফটোগ্রাফি অ্যালবাম তৈরি করব। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
ফটোগ্রাফি - ১ :
device : Redme note 9
এই ফুলটাকে আমি পেঁয়াজ ফুল নামে চিনি। জানিনা এটা আসলে সঠিক নাম কিনা। কিন্তু ফুলটা দেখতে সত্যিই অসাধারণ। বিশেষ করে এই ফুলের পাপড়ি গুলো গোলাপি রঙের হয়ে থাকে। আর গোলাপি পাপড়ি যুক্ত এই ফুলটি সবুজ ঘাসের উপরে ভীষণ আকর্ষণীয়। আমার কাছেও দেখতে ভীষণ ভালোই লাগে। একটা পার্কে গিয়ে এই ছবিটা তুলেছিলাম। সেখানে দেখতে পেলাম একদম ছোট ছোট সবুজ ঘাসের উপরে এই ফুলের গাছগুলো ভীষণ ছোট। কিন্তু আমি মনে করি ফুলগুলো বেশ আকর্ষণীয়। এইজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।
ফটোগ্রাফি - ২ :
device : Redme note 9
এই ফুলের নাম শুনেছি উইশবোন ফুল। খুবই কম দিন হয়েছে আমি এই ফুলটার সাথে পরিচিত হয়েছি। কিন্তু ফুলটা দেখতে এতটা সুন্দর কি বলবো। বিশেষ করে বেগুনি রঙের এই ফুলটা অনেক বেশি আকৃষ্ট করে। এই ফুলের গাছ মূলত একটু ছড়ানো ছিটানো। ফুলগুলো আকৃতিতে অনেক বেশি ছোট। এমনকি সবুজ পাতার মাঝে বেগুনি কালারের ফুলটা বেশ মানিয়েছে। এই ফুলটা ফোকাস করতে ভীষণ কষ্ট হয়েছিল। অনেকক্ষণ সময় নিয়ে ফটোগ্রাফি টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৩ :
device : Redme note 9
এই ফুলের নাম শুনেছি কাঠ গোলাপ ফুল। আমাদের দেশে গোলাপ ফুলের জাতের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু কাঠ গোলাপ এটা গোলাপ ফুল নয়। এই ফুলটা দেখতে একদমই ভিন্ন ধরনের। এই ফুলের পাপড়ি গুলো সাদা এবং ভিতরে হলুদ যুক্ত। আর এই ফুলের পাপড়ি গুলো দেখতে ভীষণ আকর্ষণীয়। ফুলের গাছটা অনেক বড় হয়ে থাকে। কিছুদিন আগে একটা পার্কে গিয়েছিলাম। সেখানে দেখতে পেলাম ফুলের অনেক বড় একটা গাছ ফুলের গাছটা বড় হলে ও এর ফটোগ্রাফি করলাম অনেক কষ্ট করে। আশা করি ফটোগ্রাফি টা আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৪ :
device : Redme note 9
এটা হচ্ছে রঙ্গন ফুলের কলি। রঙ্গন ফুল নিশ্চয়ই আমাদের সবার অতি পরিচিত একটি ফুল। রঙ্গন ফুলের মধ্যে অনেকটা জাত রয়েছে। বিশেষ করে আমি হলুদ, লাল, গোলাপি কালারের রঙ্গন ফুল দেখেছি। রঙ্গন ফুল দেখতে যেমন সুন্দর রঙ্গন ফুলের কলিটাও দেখতে অনেক সুন্দর। ফুলগুলো ফোটার আগে একরকম সৌন্দর্য থাকে ফুল ফুটলে অন্যরকমের সৌন্দর্য বৃদ্ধি পায়। এই ফুলটা আমি আমাদের বাড়ির পাশে থেকে ফটোগ্রাফি করেছি। আমার কাছে দেখতে ভালই লেগেছিল। আশা করি আপনাদের ভালো।
ফটোগ্রাফি - ৫ :
device : Redme note 9
এই ফুলের বৈজ্ঞানিক নাম : Impatiens balsamina
এই ফুলের বাংলা নাম আমার সঠিক জানা নেই। আপনারা জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু ফুলটা বেগুনি রংয়ের ফুল। বেগুনি রঙের এই ফুল টা দেখতে ভীষণ সুন্দর। এই ফুলের গাছ আকৃতিতে ভীষণ বড়। ফুলগুলো কিন্তু অনেক বড় আকৃতির। এখন প্রায় অনেক জায়গায় এই জাতের ফুল দেখা যায়। আমি নিজেও প্রায় কয়েকটা জায়গা দেখেছিলাম। কিন্তু এ ফটোগ্রাফিটা একটা নার্সারি থেকে তুলেছি। এইজন্য ফটো গ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করলাম।
ফটোগ্রাফি - ৬ :
device : Redme note 9
এটা হচ্ছে ফুলের একটা কলি। তা আপনারা নিশ্চয়ই ফুল টা দেখেই বুঝতে পারছেন। কিন্তু আমার ফুলের নামটা একদমই মনে পড়ছে না। দেখে খুবই পরিচিত ফুল মনে হয়। আপনারা কি কেউ ফুলের কলি দেখে বলতে পারবেন ফুলের নামটা কি? তাহলে আমারও সুবিধা হবে ফুলের নামটা জেনে। ফুলের কলিটা দেখেই বোঝা যাচ্ছে ফুল টাও বিছানা আকর্ষণীয় হবে। হলুদ কালারের এই ফুল কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। এই ফুলটাও আমি একটা নার্সারি থেকে তুলেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৭ :
device : Redme note 9
গোলাপি রঙের এই ফুলটার সঠিক নাম আমার জানা নেই। কিন্তু একজন বলেছিল এই ফুলটার নাম ভাটি ফুল। এই ফুলের মধ্যে কয়েকটা জাত রয়েছে। আমি বিশেষ করে সাদা এবং গোলাপী কালারের ফুল দেখেছি। ফুলটা দেখতে সামনাসামনি অসম্ভব সুন্দর এবং নরম প্রকৃতির। ফুলের পাপড়ি গুলো একদমই একটার সাথে একটা লাগানো স্মুথ। এই ফুলের গাছও আকৃতিতে অনেক বড় হয়। আমি তো ফটোগ্রাফি করার সময় অনেক কষ্ট করে ফটোগ্রাফি টা করলাম। কারণ ফুলটা ছিল আমার মাথার উপরে। আশা করি এই ফটোগ্রাফিটাও আপনাদের ভালো লাগবে।
পরবর্তীতে আবারো দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
ডিভাইস | Redmi note 9 |
---|---|
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
বর্ণনা গুলো একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার করা প্রতিটি ফটোগ্রাফি বেশ চমৎকার হয় আপু। এমনকি আজকের পোস্টটি ও এর ব্যতিক্রম নয়। বোঝাই যে খুব মন থেকে এবং ভালোবেসে আপনি ফটোগ্রাফি গুলো করেন। পেঁয়াজ ফুলের কালার টা বেশ সুন্দর। সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের কলির ফটোগ্রাফি।
পেঁয়াজ ফুলের কালারটা সত্যিই ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার তোলা ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ। আপু আপনি ২ নম্বার ফটোগ্রাফিতে যে উইশবোন ফুলটির কথা বলেছেন। আমি এই উইশবোন ফুল প্রথম দেখলাম আপনার পোস্টের মাধ্যমে। তবে যাইহোক ফুলটি কিন্তু সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
উইলবোন ফুলটি দেখতে সত্যি ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে ।
খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন প্রত্যেকটা আলোকচিত্র আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।। স্পেশালি রঙ্গন ফুল কাঠগোলাপ এবং পেঁয়াজ ফুল।। ফটোগ্রাফি গুলা সম্পর্কে খুব সুন্দর উপস্থাপনা করেছেন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
আপনার কাছে ফটোকপি গুলো খুব ভালো লেগেছে এটা বেশ খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার সাতটি কালারফুল ফুলের ফটোগ্রাফি নিয়ে অ্যালবামটি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো হয়েছে। তার মধ্যে কাঠগোলাপের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
কাঠ গোলাপ ফুলটি সাদা রঙের জন্য একটু বেশি অসাধারণ লাগছে।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফুল আমার অনেক পছন্দের এই জন্য ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে এবং করতে বেশ ভালো লাগে আমার কাছে। পেঁয়াজ ফুল টা দেখতে বেশ সুন্দর লাগছে।কাঠ গোলাপ এর ভিতরে পাপড়ি টা আমার কাছে বেশি ভালো লাগে। আমার বাসায় গতবছর লাগিয়েছে।এই বার দুই তিনটা ফুল ফুটেছিল। গোলাপি রঙের ফুল টা ভালো লাগছে। ফুলটি আমি কয়েকবার দেখেছি। কিন্তু নামটা মনে পড়ছে না। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার বাসায় কাঠগোলা ফুলের গাছ লাগিয়েছেন জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার বাসায় কাঠগোলা ফুলের গাছ লাগিয়েছেন জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
৭নাম্বার ফুলটি হয়ত ফুরুস অথবা জারুল।তবে জারুল সাধারণত বেগুনী হয় তাই আন্দাজ করছি এটা ফুরুস ই হবে।প্রত্যেকটা ফটোগ্রাফ অনেক সুন্দর হয়েছে।আর উইশবোন ফুলটি এই প্রথম দেখলাম।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।
এই ফুলের নামটা জানতে পেরে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপু চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ফুলের প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এভাবে সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ আপনাকে।
যদিও আপু আপনার তোলা সাতটি ফুলের অধিকাংশ ফুলের সাথে আমি প্চিরিত নাহ কিন্তু সত্যি আপু আপনার সাতটি ফুলের অ্যালবাম টি আমার কাছে খুবই ভাল লেগেছে , প্রকৃতির এই নিদর্শন টি আমার মন কেড়ে নিয়েছে আপু । খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফ গুলো , বিশেষ করে উইশবোন ফুল ও রঙ্গন ফুলটা আমার কাছে অনেক ভাল লেগেছে , শুভকামনা বোন আপনার জন্য
আপনি এখানকার অনেক ফুলের সাথে পরিচিত নয় কিন্তু এখানে দেখতে পেয়েছেন এটা যেনে ভালো লাগলো।
আপনার ফুলের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে আপু। আমরা ৫নাম্বার ফুল টাকে আমরা মেহেদী পাতা ফুল বলি।পাতা বেঁটে হাতে লাগানো যায়। ৬ নাম্বার ফুলটা এই প্রথম দেখলাম। নাম না জানা নতুন কয়েকটি ফুলের সম্পকে জানলাম ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করাব জন্য ধন্যবাদ আপু ।
পাঁচ নাম্বার ফুলের পাতা বেটে হাতে লাগানো যায় এটা তো জানা ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে।
মেহেদি পাতা বলি আমরা এইটাকে আপু দিয়ে দেখবেন একদিন ।