ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি

IMG-20240623-WA0094.jpg

device : Redme note 9

লোকেশন

আমার সব পছন্দের ফুলের মধ্যে নয়নতারা ফুল অন্যতম। নয়নতারা ফুলগুলো আমি এত বেশি পছন্দ করি যে, দেখলেই একেবারে মুগ্ধ হয়ে যাই। আর ফটোগ্রাফি করা ছাড়া থাকতেই পারি না। নয়নতারা ফুল গোলাপি কালারের ও হয়ে থাকে। তবে সাদা কালারের থেকে গোলাপি কালারের নয়ন তারা ফুল একটু বেশি দেখা গিয়ে থাকে। আমাদের ছাদের উপরেও দুটা নয়ন তারা ফুলগাছ রয়েছে। যেগুলোতে প্রতিদিন অনেক ফুল ফুটে। তবে ওই নয়ন তারা ফুল গুলো গোলাপি কালারের। সাদা কালারের নয়নতারা ফুল ও আনার ইচ্ছা আছে। বেশ কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। তখন এই বৃষ্টি ভেজা সাদা কালারের নয়ন তারা ফুল দেখেছিলাম। আর সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

পার্কের ফটোগ্রাফি

1000155088.jpg

device : Redme note 9

লোকেশন

পার্কে গিয়ে সময় কাটাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি তো মাঝে মাঝেই পার্কে যাওয়ার জন্য চেষ্টা করি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ও একটা পার্ক রয়েছে, যেটা নতুন হয়েছে। আরো অনেক দিন আগে আমি ফেনীতে একটা পার্কে গিয়েছিলাম। যেটার সৌন্দর্য একেবারে অসাধারণ ছিল। ওই পার্কের কিছু কিছু জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুল গাছও ছিল। আপনারা এখানে দেখতে পারছেন পার্কের অনেক সুন্দর একটা ফটোগ্রাফি। আমি পার্কের একপাশ থেকে এই ফটোগ্রাফিটা করেছিলাম। যেটা আমার অনেক পছন্দ হয়েছিল। আজ ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করা যাক। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে দেখতে।

হলুদ গাঁদা ফুলের ফটোগ্রাফি

IMG20231230123813.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গাঁদা। গাঁদা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে গাঁদা ফুলের ঘ্রাণটা আমার একটু বেশি পছন্দের। আমরা বেশিরভাগ সময় কমলা কালারের গাঁদা ফুল দেখে থাকি। কিন্তু হলুদ কালারের গাঁদা ফুলও রয়েছে, আর এগুলো ও অনেক সুন্দর। আমি এই সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি ফেনী ওই পার্ক থেকেই করেছি। আপনারা এর আগের ফটোগ্রাফিতে দেখেছেন অনেকগুলো গাঁদা ফুল দেখা যাচ্ছে পার্কের দৃশ্যে। আর আমি আলাদা করে একটু সুন্দরভাবে গাঁদা ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি তখন। গাঁদা ফুলের সৌন্দর্য তো আরো বেড়ে গিয়েছিল ফটোগ্রাফি করার পর।

সূর্যাস্তের ফটোগ্রাফি

IMG20240422173458.jpg

device : Redme note 9

লোকেশন

সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত আমি অনেক বেশি ভালোবাসি। আর সূর্যাস্তের ফটোগ্রাফি তো আমি বেশিরভাগ সময় করার জন্য চেষ্টা করি। বিশেষ করে এই সময়টাতে যদি বাহিরে থাকি, তাহলে ফটোগ্রাফি করা বাদ দেই না। সূর্যাস্তের দৃশ্যটা সরাসরি দেখতে যেমন ভালো লাগে, তেমনি ফটোগ্রাফি করলেও এটার সৌন্দর্য আরো বেড়ে যায়। আরো অনেক দিন আগে বিকেলের কিছুটা পরে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আর আমাদের বাড়ির সামনেই রয়েছে অনেক বড় একটা জমিন। জমিনের দিকে কিছুটা যেতেই আমি এই দৃশ্যটা খেয়াল করি। আর তখন ফটোগ্রাফিটা করা হয়েছিল। আশা করছি ফটোগ্রাফি টা আপনাদের সবার পছন্দ হবে।

লাল জবা ফুলের ফটোগ্রাফি

IMG-20240623-WA0092.jpg

device : Redme note 9

লোকেশন

জবা ফুলের সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত। কারণ জবা ফুল সব জায়গায় অনেক বেশি দেখা গিয়ে থাকে। বিশেষ করে লাল কালারের জবা ফুল একটু বেশি দেখা যায়। গ্রাম অঞ্চলে লাল কালারের জবা ফুলগুলো আমরা অনেক বেশি দেখি। কিন্তু আমার তোলা এই জবা ফুলের কালার একেবারে রক্তের মত লাল ছিল। আমি মাঝে মধ্যেই নার্সারিতে গিয়ে থাকি আমার হাজবেন্ডের সাথে। বেশ কয়েকদিন আগেও নার্সারিতে যাওয়া হয়েছিল। আমি নার্সারিতে যাওয়ার কিছুক্ষণ পরে এই রক্তের মত লাল কালারের জবা ফুল টা দেখেছিলাম। জবা ফুলটা দেখার সাথে সাথেই আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এজন্যই অপেক্ষা না করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

কালারফুল পাতার ফটোগ্রাফি

IMG-20240623-WA0096.jpg

device : Redme note 9

লোকেশন

আপনারা এই ফটোগ্রাফিতে দেখতে পারছেন অনেক সুন্দর এবং একেবারে ভিন্ন একটা পাতার ফটোগ্রাফি। এই পাতাটা যেমন অদ্ভুত তেমনি পাতাটার কালারটা বেশ দারুন। আমি কোনো কিছু দেখলেই ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি। বিশেষ করে আমার কাছে যেটা একটু বেশি সুন্দর লাগে, তার ফটোগ্রাফি একটু বেশি করা হয়ে থাকে। এই পাতাটার কালার খয়রি। কয়েকদিন আগেও অনেক বেশি বৃষ্টি হয়েছিল। আমাদের ছাদের উপর এই গাছটা রয়েছে। যদিও গাছের নামটা জানা নেই, তবে গাছের উপরের অংশের পাতাগুলো অনেক সুন্দর ছিল। আর বৃষ্টির পরে যখন ছাদে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফি টা করা হয়েছিল। আশা করছি ফটোগ্রাফি টা আপনাদের অনেক পছন্দ হবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 last month 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। পার্কের ভিতর এর অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের ফটোগ্রাফি, বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমার বেশি ভালো লেগেছে।

 last month 

পার্কের মধ্যে এরকম সৌন্দর্য আমি অনেক পছন্দ করি দেখতে। তাইতো ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

 last month 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন আপু। পার্কের ভেতরে ময়ূরের ফটোগ্রাফি টা ভীষণ ভালো লাগছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

পার্কের মধ্যে ময়ূরের ফটোগ্রাফি ভীষণ ভালো লাগছে শুনে খুশি হলাম।

 last month 

দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু বিশেষ করে প্রথমে শেয়ার করা নয়নতারা ফুলের সাদা পাপড়ির সৌন্দর্যটা বেশি ভালো লেগেছে। আপনার নিখুঁত ফটোগ্রাফির দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

আমার নিজের কাছেও এই ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।

 last month 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আমার কাছে প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর লেগেছে। তবে বৃষ্টির ফোটা পরা পাতার ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

বৃষ্টির ফোটা এরকম ভাবে পড়ে থাকলে অনেক ভালো লাগে।

 last month 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। বিশেষ করে শেষে কালারফুল পাতা এবং লাল জবা ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

কালারফুল পাতা এবং লাল জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last month 

আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।

 last month 

আমি সব সময় এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য চেষ্টা করবো। উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে।

 last month 

ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে। খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ফুটিয়ে তুলেছেন। নয়ন তারা ফুল, পার্কের ফটোগ্রাফি, গাঁদা ফুল, জবা ফুল সূর্যাস্তের ফটোগ্রাফি সব মিলিয়ে দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

অনেক ভালো লাগলো আমার ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে জেনে।

 last month 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আর সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি আমার কাছে দারুন লেগেছে।

 last month 

একটা ফটোগ্রাফি অসাধারণ ছিল শুনে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে।

 last month 

প্রথম ছবিটা এক কথায় আমার কাছে দশে দশ মনে হয়েছে। আসলে এই ছবিটা যে আপনি এত সুন্দর ভাবে তুলেছেন আমি তাদেরকে সত্যিই অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে যে আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফারের পোস্ট দেখছি। এছাড়াও অন্যান্য ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে প্রতিটা ছবির বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনাদের কাছে তো আমরা কিছুই না। তবুও চেষ্টা করি কিছু সুন্দর ফটোগ্রাফি করার জন্য। উৎসাহিত করার জন্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69218.33
ETH 2488.39
USDT 1.00
SBD 2.53