আমার করা পোস্টার কালার দিয়ে পাথরের উপরে ম্যান্ডেলা পেন্টিং🎨 ১০% @shy-fox
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক সুন্দর পাথরের উপরে ম্যান্ডেলা পেইন্টিং। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ :
• পাথর
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
আঁকার বিবরণ :
ধাপ ১ :
প্রথমে আমি একটি পাথর নিলাম। এরপর পাথরের উপরে পেইন্টিং করা শুরু করলাম। আমি পাথরটির মাঝখান বরাবর ছোট একটি হলুদ কালারের বৃত্ত এঁকে নিলাম। এরপর এপাশে লাল রং দিয়ে একটা বিট দিলাম। এরপর সাধারণ শেয়ার একটা বিট দিলাম।
ধাপ ২ :
এরপর সাদা বিটের উপরে সবুজ রং দিয়ে ছোট ছোট পাতা এঁকে একটা ফুল তৈরি করে নিলাম। ফুলটা গোল করে এঁকে নিলাম।
ধাপ ৩ :
এরপর ফুলের বাহিরে সাদা রং দিয়ে গোল করে একটা বৃত্ত এঁকে নিলাম। সাদা এবং সবুজ এর মাঝখানে যে অংশটুকু খালি ছিল সেখানে এ লাল রং দিয়ে একটু একটু করে রং করে নিলাম।
ধাপ ৪ :
এরপর লাল রং দিয়ে ভিতরে বাহিরে তিনটা পাতা দিয়ে ছোট ছোট ফুল এঁকে নিলাম। কিভাবে পুরোটাই ফুলগুলোকে নিলাম। ফুলগুলোর বাহিরে লাল রংয়ের অংশ ছাড়া বাকি অংশটুকু নীল রং দিয়ে রং করে নিলাম।
ধাপ ৫ :
নীল রংয়ের বাহিরের সাদা রঙ্গের একটা বিট এঁকে নিলাম। এভাবে সবগুলো পাতার বাহিরে সাদা রংয়ের বিট এঁকে নিলাম। এরপর হলুদ রং দিয়ে হাতার মাঝখানে যে অংশটি আছে সেখানে ফুল এঁকে নিলাম। কিভাবে পুরোটায় হলুদ রঙের ফুল এঁকে নিলাম।
ধাপ ৬ :
পাতার উপরে নিল রং দিয়ে লাভ চিহ্ন এঁকে নিলাম। এরপর এর চারপাশে সাদা রং দিয়ে বিট এঁকে নিলাম। একইভাবে সবগুলোর মধ্যে বিট এঁকে নিলাম। এরপর বাহিরের অংশটা লাল রং কি রং করে নিলাম।
ধাপ ৭ :
এরপর সবুজ রং দিয়ে বাহিরের তোর অংশটা গোল করে এঁকে নিলাম। এর বাহিরে সাদা রংয়ের বিট এঁকে নিলাম। এরপর লাল এবং নীল সমুদ্রের ঢেউ করে এঁকে নিলাম। বাকি অংশটা সাদা রং করে নিলাম।
শেষ ধাপ :
এরপর পেইন্টিং এর উপরে লাল রং এবং সাদা রং দিয়ে আমার নাম লিখে নিলাম। এভাবে পেইন্টিং করা শেষ করলাম।এরপর পেইন্টিং এর কিছু ফটোগ্রাফি করলাম। আশা করি আমার পাথরের উপরে করা পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
অনেক সময় একটি ম্যান্ডালা আর্ট দেখতে পেলাম। সবার থেকে ইউনিক একটি আর্ট করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাদের ভালো লাগলে আমার কাজ সার্থক অনেক ধন্যবাদ।
আপনার পেইন্টিং সবার থেকে ইউনিক হয়ছে। খুব সুন্দর লাগতেছে পাথরের উপর মান্ডালা অংকন করছেন।
ধন্যবাদ আপনাকে
আপনার পাথরের উপরে মান্ডালা পেইন্টিংটি খুবই অসাধারণ হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আর উপস্থাপনাটিও খুব সুন্দর করে করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য।
বাহ আপু অসাধারণ তো। আমি প্রথম ছবিটি দেখে বুঝতেই পারিনি এটা পাথর ছিল। আপনার হাতের কাছে অনেক নিখুঁত দেখতে বেশ ভালই লাগছিল। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ!!! খুবই সুন্দর হয়েছে আর্টটি।ধন্যবাদ এতো সুন্দর মনোমুগ্ধকর আর্টটি শেয়ার করার জন্য। শুভকামনা রইল
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
প্রথমে চিত্রটি দেখে আমি অবাক হলাম।এতো সুন্দর মেন্ডেলা চিত্র কিভাবে আকেন অনেক পরিশ্রম করতে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে।অনেক সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।
আপনি ঠিক বলেছেন সত্যিই অনেক পরিশ্রম করতে হয়েছে। বোঝার জন্য অনেক ধন্যবাদ।
আপু আপনার পাথরটি প্রথমে দেখে আমি সেলাই করা টুপি ভেবেছিলাম। আপনি এতো সুন্দর করে পাথরটিকে কালার করেছেন যে,বোঝাই যাচ্ছে না একটি পাথর। আপনার পাথরের মান্ডালার আর্টটি অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা।
অনেক ধন্যবাদ আপু।
আপনার প্রিন্টিং টি অসাধারণ হয়েছে। আপনি অত্যান্ত দক্ষতার সাথে পেইন্টিং করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
সত্যি আপু আমি দিনের-পর-দিন আপনাকে যত দেখছি। আমার কাছ থেকে আমি ততটাই মুগ্ধ হচ্ছি। এত দক্ষতা নিয়ে আপনি কাজ করেন এবং খুবই ভালো লাগছে পাথরের ওপর আপনি এমন পোস্টার কালার দিয়ে ম্যান্ডেলা তৈরি করেছেন অনেক ভাল ছিল। আর ম্যান্ডেলা করতে অনেক সময় লাগে। অনেক সময় নিয়ে আপনি কাজটা সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু। অনেক সুন্দর দেখাচ্ছে