DIY || এসো নিজে করি | একটি ছোট্ট মেয়ের পেন্সিল স্কেচ ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

1640172060988.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি আর্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মেয়ের পেন্সিল স্কেচ করলাম।

আমি মনে করি পেন্সিল স্কেচ করা ভীষণ কঠিন একটি কাজ। বিশেষ করে মুখের ক্ষেত্রে একটু বেশি কঠিন। আমি প্রায় অনেকদিন আগে পেন্সিল স্কেচ করেছিলাম। আজকের স্কেচটাকে একটু বেশি সময় দিয়ে মেলানোর চেষ্টা করেছি। বিশেষ করে মুখ আঁকার ক্ষেত্রে মাপটা সঠিক হতে হবে। এটা আঁকতে পেরে বেশ ভালোই লেগেছে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেন্সিল স্কেচ করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই স্কেচ কিভাবে করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের স্কেচ আপনাদের ভালো লাগবে।

1640172060988.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


🎇 আঁকার উপকরণ 🎇

• সাদা পেন্সিল
• কালো পেন্সিল
• কাটার
• রাবার
• ব্লাইন্ডিং
• স্কেল

IMG_20211222_110727.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

🎇 আঁকার বিবরণ : 🎇

✴️ ধাপ 0️⃣1️⃣ ✴️ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর একটু একটু করে একটা চোখের সেফ দিয়ে দুটো চোখ এঁকে নিলাম।

IMG_20211222_111243.jpg

IMG_20211222_112534.jpg


✴️ ধাপ 0️⃣2️⃣ ✴️ :

এরপর একটু একটু করে চোখের উপরে ভ্রু এঁকে নিলাম। চোখের নিচের অংশে একটু একটু করে নাক এঁকে নিলাম।

IMG_20211222_113417.jpg

IMG_20211222_113417.jpg


✴️ ধাপ 0️⃣3️⃣ ✴️ :

এরপরে একটু একটু করে নাকের চারপাশটা কে একটু ব্লেন্ড করে নিলাম। তার সাথে চোখগুলোকেও আরেকটু ব্লাইন্ডিং করে নিলাম।

IMG_20211222_113838.jpg

IMG_20211222_113838.jpg


✴️ ধাপ 0️⃣4️⃣ ✴️ :

এরপর একটু একটু করে দুটো ঠোঁট এঁকে নিলাম। তার সাথে নাক থেকে ঠোঁট পর্যন্ত অংশটাকে পেন্সিল দিয়ে একটু একটু করে ব্লেন্ড করে নিলাম।

IMG_20211222_115710.jpg

IMG_20211222_115710.jpg


✴️ ধাপ 0️⃣5️⃣ ✴️ :

এভাবে একটু একটু করে পুরো মুখের নিচের অংশটা এঁকে নিলাম। তার সাথে দুটো কারণ এঁকে নিলাম।

IMG_20211222_121839.jpg

IMG_20211222_121839.jpg


✴️ ধাপ 0️⃣6️⃣ ✴️ :

এরপরে একটু একটু করে মাথার চুলের একটা সেফ দিয়ে নিলাম। এরপর চিকন চিকন করে চুল আঁকা শুরু করি।

IMG_20211222_122938.jpg

IMG_20211222_122938.jpg


✴️ ধাপ 0️⃣7️⃣ ✴️ :

এরপরে একটু একটু করে মাথার চুল গুলো কিছুটা অংশ একটু এঁকে নিলাম। চুলগুলোকে আমি চিকন চিকন করে আসতেছি।

IMG_20211222_123312.jpg

IMG_20211222_123312.jpg


✴️ ধাপ 0️⃣8️⃣ ✴️ :

এভাবে আমি একটু একটু করে মাথার পুরো চুল গুলোকে চিকন চিকন করে এঁকে নিলাম।

IMG_20211222_124003.jpg

IMG_20211222_124003.jpg


✴️ ধাপ 0️⃣9️⃣ ✴️ :

এরপর একটু একটু করে গলার অংশের একটা সেফ দিয়ে গলা এঁকে নিলাম।

IMG_20211222_124533.jpg

IMG_20211222_124533.jpg


✴️ ধাপ 1️⃣0️⃣ ✴️ :

এরপরে একটু একটু করে শরীরের উপরের অংশের কিছুটা অংশ একটা জামা এঁকে নিলাম।

IMG_20211222_125420.jpg

IMG_20211222_125420.jpg


✴️ শেষ ধাপ ✴️ :

এভাবে আমিপুরো স্কেচ তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের পেন্সিল স্কেচ আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1640172060988.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

Sort:  
 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন, পেন্সিল স্কেচ অনেক কঠিন একটি কাজ। আপনার আর্ট টি দেখে বোঝা যাচ্ছে আর্ট টি করতে খুব সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে। আপনার আর্ট টি দেখে অনেক কঠিন মনে হচ্ছে। আপনার আর্ট টি আসলে অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি পেন্সিল স্কেচ আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে।

অসম্ভব ভালো লাগলো আপনার করা এই পেন্সিল স্কেচ টা আপু। স্কেচ করা আর যাই হোক সহজ কোনো কাজ নয়। বাচ্চাটার চোখ এবং মুখের এক্সপ্রেশন খুব সুন্দর ফুটে উঠেছে। আশা করি সামনে আরো অনেক মিষ্টি মিষ্টি স্কেচ আপনার কাছ থেকে আমরা পাব। শুভেচ্ছা রইল আপু।

 2 years ago 

চেষ্টা করব অবশ্যই স্কেচ তৈরি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু। পেনসিল স্কেচ আঁকা খুবই কঠিন কাজ। তবে আপনি এই কাজ খুবই সাবলিল ভাবে করে দেখিয়েছেন। ভালো লাগলো।

 2 years ago 

সত্যি পেন্সিল স্কেচ আঁকা খুবই কঠিন কাজ। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটি ছোট্ট মেয়ের পেন্সিল স্কেচ টা চমৎকার হয়েছে। সুন্দর আর্ট করেন আপু আপনি।মেয়েটির চোখটা খুবই ভালো লাগছে। সাথে চোখের পাতাটা অনেক সুন্দর হয়েছে। ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

একটি ছোট্ট মেয়ের পেন্সিল স্কেচ করেছেন দারুন হয়েছে। চোখ গুলো অনেক সুন্দর হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

চোখগুলো আমার কাছেও ভালো লেগেছিল।

 2 years ago 

আপনি যে আপনার মেয়ের আর্ট করেছেন তা দেখেই বুঝা যাচ্ছে। আপনার আর্টের কাজগুলো আমার সব সময় ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে পেন্সিলের সাহায্যে চিত্রটি ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আমার মেয়ের আর্ট করার চেষ্টা করেছি কিন্তু হুবুহু তৈরি করতে পারিনি।

 2 years ago 

পেন্সিলের চিত্র অংকন গুলো বরাবরি আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর একটা চিত্র আমাদের মাঝে উপহার দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আমার কাছে সব সময় ভালো লাগে সেটা যেনে ভালো লাগলো।

 2 years ago 

আপু অসম্ভব সুন্দর এসেছেন বাচ্চা মেয়েটির ছবি ৷দেখতে অসাধারণ ছিল ৷
ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ছোট্ট মেয়েটির অংকনটি

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আমার আঁকা দেখার জন্য।

 2 years ago 

আপু একদম ঠিক বলেছেন পেন্সিল স্কেচ অনেক কঠিন একটা কাজ। আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আমি এই আর্ট করতে পারিনা। যাই হোক আপনার পেন্সিলে আকা বাচ্চা মেয়েকে দেখতে অনেক কিউট দেখাচ্ছে। মাথার চুলগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি এই কঠিন কাজকে খুব সহজে একে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগছে।প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আঁকতেও আমার কাছে বেশ ভালো লেগেছিল।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে ছোট্ট একটি মেয়ের পেন্সিল আর্ট তৈরি করে শেয়ার করেছেন আসলে মেয়েটি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে পেন্সিল আর্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি এত সুন্দর ভাবে প্রশংসা করেছেন দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41