অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি জেলিফিশ।

in আমার বাংলা ব্লগ7 months ago

IMG-20240312-WA0087.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি জেলিফিশ।

আসলে যখনই রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে বসি, তখন কি তৈরি করবো সেটা খুঁজতে খুঁজতেই দিন যায়। কারণ বেশিরভাগ জিনিসগুলোই তৈরি করা হয়ে গেল। ইউনিক কিছু খুঁজতে গেলে বেশি সময় লেগে যায়। এই জেলিফিশ আমি কখনো তৈরি করিনি। তার জন্য এটা দেখেই আমার ভালো লাগলো। আর বসে পড়লাম রঙিন কাগজ দিয়ে জেলিফিশ তৈরি করতে। জেলিফিসের মধ্যে নিচের অংশটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তাছাড়া এটা তৈরি করতেও ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240312-WA0087.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সাদা কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি গোলাপি কালারের কাগজ থেকে একটা গোল বৃত্ত কেটে নিলাম।

IMG-20240312-WA0065.jpg

ধাপ - ২ :

এরপরে দুইটা চোখ এঁকে সেগুলো গোলাপি কালারের বৃত্তের উপরে লাগিয়ে নিলাম।

IMG-20240312-WA0066.jpg

ধাপ - ৩ :

এরপরে চোখ মুখের অংশগুলো খুব সুন্দরভাবে এঁকে নিলাম।

IMG-20240312-WA0064.jpg

ধাপ - ৪ :

এরপর আমি বিভিন্ন কালারের কাগজ থেকে ছোট ছোট এবং চিকন চিকন করে কেটে নিলাম।

IMG-20240312-WA0067.jpg

ধাপ - ৫ :

এরপর আমি একটা কাগজ নিয়ে গোল করে জোড়া লাগিয়ে নিলাম। কাগজের ভিতর আরেকটা কাগজ দিয়ে আবারো জোড়া লাগিয়ে নিলাম। এভাবে একটা চেইনের মতো তৈরি করে নিলাম।

IMG-20240312-WA0068.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি আরো পাঁচটা ছোট বড় করে চেইনের মতো তৈরি করে নিলাম।

IMG-20240312-WA0063.jpg

ধাপ - ৭ :

এরপর আমি গোলাপি কালারের বৃত্তটার নিচের অংশে একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240312-WA0062.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240312-WA0087.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 7 months ago 

আসলে আমার নিজেরও এই একটাই সমস্যা। রঙিন কাগজ নিয়ে যদি বসি কিছু একটা তৈরি করব বলে, তখন কি তৈরি করব এটা ভাবতে ভাবতেই সময় চলে যায় একেবারে। তুমি নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছ দেখে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে তুমি একটা জেলিফিশ তৈরি করেছ, যেটাকে খুবই কিউট লাগতেছে দেখতে। আমার নিজের কাছেও কিন্তু এটির নিচের অংশটা সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। আজকে তোমার কাছ থেকে নতুন কিছু শিখতে পেরে সত্যি অনেক ভালো লাগলো।

 7 months ago 

জেলিফিসটার নিচের অংশ তোমার কাছেও ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 7 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি জেলিফিস তৈরি করেছেন। যেটা দেখতে খুবই অসাধারণ লাগছে। জেলিফিশ তৈরির পুরো বিষয়টা আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু অনেক ইউনিক ও সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার কাছে ইউনিক কিছু তৈরি করতে ভালো লাগে। তাই রঙিন কাগজ দিয়ে এই সুন্দর জেলিফিস তৈরি করার চেষ্টা করেছি।

 7 months ago (edited)

|আমার কাছে ইউনিক কিছু তৈরি করতে ভালো লাগে।

সেটা আমি জানি আপু। যার কারনে আপনার কাছ থেকে এমন ইউনিক কিছু দেখতে পাওয়া যায়।

 7 months ago 

জেলিফিশ এর অরিগ্যামি খুব সুন্দর হয়েছে আপু। বিভিন্ন ধরণের রঙিন কাগজের কারনে অনেক সুন্দর ফুটে উঠেছে। অনেক সময় এবং ধৈর্য্য সহকারে কাজটি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। ভিন্ন রকম অরিগ্যামি দেখলে ভীষণ ভালো লাগে। শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

 7 months ago 

চেষ্টা করেছি বিভিন্ন ধরনের কাগজ দিয়ে জেলিফিশ টা সুন্দর করে তৈরি করার জন্য এমন কি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।

 7 months ago 

আপনার মত আমারও এমন হয় আপু। রঙিন কাগজ দিয়ে কি তৈরি করব এটা মাঝে মাঝে খুঁজে পায় না। তবে আপনার তৈরি জেলিফিশ টা কিন্তু দারুন হয়েছে। দেখতে খুবই কিউট লাগছে। খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 7 months ago 

আমার তৈরি করা জেলিফিস দেখতে কিউট লাগতেছে শুনেই ভালো লাগলো।

 7 months ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে জেলিফিশ তৈরি করেছেন। এটা বেশ চমৎকার লাগতেছে এবং এর সুন্দরতম আকৃতি আপনি ফুটিয়ে তুলেছেন রঙ্গিন মাধ্যমে। ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার তৈরি এই জেলিফিশ আপনার কাছে খুবই ভালো লেগেছে এটা শুনে আনন্দিত হলাম। ধন্যবাদ।

 7 months ago 

আসলে উনি কোন কিছু তৈরি করতে গেলে সময় বেশি লাগবে এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি জেলিফিস তৈরি করেছেন দেখতে বেশ চমৎকার লাগছে আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

জেলি ফিস তৈরি করার পদ্ধতি সুন্দর করে ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করেছি।

 7 months ago 

আপনি সবসময় ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করে। রঙিন কাগজ দিয়ে জেলিফিস আমি কখনোই তৈরি করা দেখিনি। আপনার মাধ্যমে প্রথম দেখলাম। আর অসাধারণ হয়েছে। আসলে আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোসটি তৈরি করলেন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনি প্রথমবার জেলি ফিস তৈরি করা দেখেছেন, তাও আবার আমার মাধ্যমে এটা শুনে ভালো লাগলো।

 7 months ago 

খুব সুন্দর করে জেলেফিস বানিয়েছেন আপু্। রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি করা আজকের ডাই পোস্টটি কিন্তু আপু অসাধারন হয়েছে। আপনি বেশ সুন্দর উপস্থাপনাও করেছেন। আপনার তৈরি করা ডাই পোস্টটির প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

যে কেউ যেন সহজেই সেটা তৈরি করতে পারে, তাইতো সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরার চেষ্টা করেছি। জেলিফিশ টা আমার নিজের কাছেও ভালো লেগেছে।

 7 months ago 

আপু যে দিন থেকে এই প্লাটফর্মে জয়েন করেছি সিদিন থেকে আপনাদের সুন্দর ক্রেয়েটিভিটি দেখেই যাচ্ছি। আজও রঙিন কাগজ দিয়ে বেশ দারুন একটি পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর এবং সহজ সরল উপস্থাপনা দেখে বেশ ভালোই লাগছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনি এখানে এসেছেন বেশিদিন তো হয়নি, আমি তো আরো অনেক আগ থেকেই এগুলো শেয়ার করছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62716.82
ETH 2447.73
USDT 1.00
SBD 2.65