DIY || এসো নিজে করি | পাতার ভেতরে খরগোশের সংসার করার দৃশ্য তৈরি ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

1659527920424 (1).jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পাতার ভেতরে খরগোশের সংসার করার দৃশ্য তৈরি করলাম।

সব সময় আমি ভাবি নতুন কি তৈরি করা যায়। এমনকি নতুন ধরনের সব আইডিয়াগুলো খুঁজতে থাকি। এজন্য আজকে নতুন একটা আইডিয়া খুঁজে পেলাম। পাতা কেটে ডিজাইন করাটা আমার কাছে বেশ দারুন লাগলো। পাতার ভেতরে একদম খরগোশের সংসার করার একটি দৃশ্য এঁকে ফেললাম। এমনকি এখানে আমি খরগোশের রান্না করা একটা ব্যাপার ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনারা দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পাতার ভেতরের দৃশ কিভাবে আমি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পাতার ভেতরের দৃশ্য আপনাদের ভালো লাগবে।

1659678879708.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


🎇 উপকরণ 🎇

• কাঁঠাল পাতা
• কলম
• ব্লেড

IMG_20220803_102937.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

🎇 বিবরণ : 🎇

✴️ ধাপ 0️⃣1️⃣ ✴️ :

প্রথমে আমি একটি কাঁঠাল পাতা নিলাম। এরপর কলম দিয়ে পাতার উপরে একটা ডিজাইন আঁকা শুরু করি।

IMG_20220803_103403.jpg


✴️ ধাপ 0️⃣2️⃣ ✴️ :

এরপর একটু একটু করে পুরো একটা দৃশ্য পাতার উপরে কলম দিয়ে এঁকে নিলাম।

IMG_20220803_103858.jpg


✴️ ধাপ 0️⃣3️⃣ ✴️ :

এরপর পাতাটির একপাশ থেকে ব্লেড দিয়ে একটু একটু করে কেটে কিছুটা ডিজাইন কেটে নিলাম।

IMG_20220803_104250.jpg


✴️ ধাপ 0️⃣4️⃣ ✴️ :

কলমের দাগ অনুসারে আরো একটু পাতার অংশ কেটে অর্ধেকটা অংশ তৈরি করে নিলাম।

IMG_20220803_104847.jpg


✴️ ধাপ 0️⃣5️⃣ ✴️ :

এরপরের মাঝখানের অংশ একটু একটু করে একটা খরগোশ পাতা কেটে তৈরি করে নিলাম ‌‌।

IMG_20220803_105312.jpg


✴️ ধাপ 0️⃣6️⃣ ✴️ :

খরগোশের সামনের অংশে একটা পাতিল এবং উপরে ওঠা ভাস্প অংশগুলো একটু একটু করে কেটে নিলাম।

IMG_20220803_105830.jpg


✴️ ধাপ 0️⃣7️⃣ ✴️ :

এরপরে একদম ওই পাশে ছোট ছোট দুইটা খরগোশের ছানার মত করে কেটে তৈরি করে নিলাম।

IMG_20220803_111207.jpg


✴️ ধাপ 0️⃣8️⃣ ✴️ :

উপরের অংশের চিকন চিকন করে কেটে একটা ডিজাইন তৈরি করে নিলাম।

IMG_20220803_111423.jpg


✴️ শেষ ধাপ ✴️ :

এভাবে আমি পুরো দৃশ্যটা করা শেষ করি। আশা করি আমার আজকের পাতার উপরে করা দৃশ্য আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1659527920424 (1).jpg

1659678879708.jpg

1659678863194.jpg

1659527944913.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

Sort:  
 2 years ago 

খুবই চমৎকার একটি অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন পাতার ভেতরে খরগোশের এই সাংসারিক দৃশ্য অংকন দেখে আমি সত্যিই রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছে। খুবই দক্ষতার সঙ্গে আপনি এটা তৈরি করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়ে গেছেন শুনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটি পাতার ভিতরে পুরো খরগোশের সংসারের দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন। সত্যিই আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। আজকে খুবই সুন্দরভাবে খরগোশের সংসারটি ফুটিয়ে তুলেছেন, ভালো লাগলো।

 2 years ago 

আপনি দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন এটা কি হচ্ছে আমার পাওয়া। বেশ ভালো লাগলো।

 2 years ago 

এই ধরনের কাজ সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটায়। সত্যিই সৃজনশীল চিন্তাভাবনার বহিরপ্রকাশ ঘটিয়েছেন একটি পাতার ভেতরে খরগোশের জীবনমান খুব সুন্দরভাবে তুলে ধরলেন অনেক ভালো লাগলো।

 2 years ago 

সৃজনশীলতা সত্যিই ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও অসাধারণ সত্যি যা বলার অপেক্ষা রাখে না ৷আমি তো ভাবছি কিভাবে আপনি কিভাবে করলেন ৷একটি কাঠাল পাতা দিয়ে এতো সুন্দর আর্ট করেছেন ৷সত্যি আপনার প্রতিভার কোনো তুলনা নেই ৷
ধন্যবাদ আপু আপনি খুব চমৎকার একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য ৷

 2 years ago 

আসলে আপনি এত পছন্দ করেছেন দেখে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটি সত্যিই অসাধারণ হয়েছে আপু। আপনি খুব সুন্দর এবং নিখুঁতভাবে কাঁঠাল পাতার ওপর দারুন একটি অঙ্কন করেছেন। এই পাতা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এগুলো করতে অনেক বেশি ধৈর্য্য এবং দক্ষতার প্রয়োজন। আপনার পোস্টটি দেখে খুব ভালো লেগেছে। নতুন কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আসলেই ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু কি বলবো এক কথায় অসাধারণ হয়েছে। একদম ইউনিক একটা জিনিস। আগে কখনো এরকম ডিজাইন দেখা হয় নাই। একটি পাতার ভিতর একটা সংসার এর ছবি শেয়ার করেছেন। এরকম সুন্দর পোস্ট করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বাদ আপু।

 2 years ago 

সব সময় ইউনিক কিছু করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি তো সবুজ একটি পাতার ভেতর কিউট খরগোশের চমৎকার একটি সংসার অঙ্কন করেছেন ।কাজটি করতে আপনি অনেক দক্ষতা পরিচয় দিয়েছেন। এত সুন্দর একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি অনেক শুভকামনা রইল।

 2 years ago 

খরগোশের সংসার তৈরি করলাম বেশ ভালই লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ। অবাক হলাম। নিপুণ হাতের কাজ। আরো কিছু দেখতে পাবো আশা করি আপনার থেকে।

 2 years ago 

অবশ্যই দেখতে পাবেন ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি তো দেখছি পাতার ভেতরে খরগোশের সংসার করার দৃশ্য খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আমার কাছে তো ভালোই লাগলো,ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে এটাই হচ্ছে আমার কাজের সার্থকতা। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

আপু এত জটিল একটা প্রক্রিয়া এত সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।আর আপনার শিল্প কর্ম টি অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

আসলেই কিন্তু জটিল প্রক্রিয়া ছিল। তৈরি করতে বেশ কষ্ট করতে হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64400.33
ETH 3140.71
USDT 1.00
SBD 3.93