DIY || এসো নিজে করি | কালারফুল অ্যাবস্ট্রাক্ট ডিজিটাল আর্ট ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

sdrgji.jpg

অ্যাবস্ট্রাক্ট আর্ট

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কালারফুল অ্যাবস্ট্রাক্ট ডিজিটাল আর্ট করলাম।

এই ধরনের আর্ট গুলো সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি। এই ধরনের নানান শিল্প রয়েছে। আমার কাছে এরকম শিল্প ভবন দেখতে ভীষণ ভালো লাগে। এমনকি এই শিল্পগুলো অনেকগুলা কালার কম্বিনেশন এ ভরা থাকে। এই জন্য এই শিল্পগুলো অনেক আকর্ষণীয় হয়। এজন্য আমি ঠিক করলাম আজকে এই ধরনের একটা শিল্প তৈরি করব। প্রথমে ভেবেছিলাম এই ধরনের শিল্প করাটা হয়তোবা খুব একটা কঠিন নয়। এরপর আমি যখন এটি আঁকতে শুরু করি। আমি অনেক মনোযোগ দিয়ে এমনকি অনেকটা সময় ধরে এটা আঁকি। বলতে গেলে আমার আইডিয়ার বাহিরে সময় বেশি লেগেছিল। কিন্তু কাজটা পরিপূর্ণ করতে পেরেছি দেখে ভালো লাগতেছে।

তো আজকের কাজ শুরু করলাম। আজকের এই ডিজিটাল আর্ট আমি ইনফিনিটি পেইন্টিং অ্যাপস ব্যবহার করেছি। তাছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডিজিটাল আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

sdrgji.jpg

অ্যাবস্ট্রাক্ট আর্ট

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


🎇 আঁকার উপকরণ 🎇

• ইনফিনিটি ডিজাইন অ্যাপস

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

🎇 আঁকার বিবরণ : 🎇

✴️ ধাপ 0️⃣1️⃣ ✴️ :

প্রথমে আমি একটি সাদা পেজ সিলেক্ট নিলাম। এরপর আমি ব্রাশ টুল থেকে বলপেন একটা ব্রাশ সিলেক্ট করি। এরপর আমি কালো রং ব্যবহার করে একটা চোখ এঁকে নিলাম।

IMG_20220527_224258.jpg


✴️ ধাপ 0️⃣2️⃣ ✴️ :

এরপর আমি অপর পাশে আরও একটা চোখ একই রকম ভাবে এঁকে নিলাম।

IMG_20220527_224757.jpg


✴️ ধাপ 0️⃣3️⃣ ✴️ :

এরপর আমি চোখের ভেতরে থাকা টু কালার দিয়ে দিলাম। এরপরে নিচের দিকের নাক এবং ঠোঁটের অংশগুলো এঁকে নিলাম।

IMG_20220527_225730.jpg


✴️ ধাপ 0️⃣4️⃣ ✴️ :

এরপর একই রকমভাবে কালো রং দিয়ে মুখে নিচের অংশে কিছুটা আঁকাবাঁকা করে এঁকে নিলাম।

jiggj.jpg


✴️ ধাপ 0️⃣5️⃣ ✴️ :

এরপর কালো রং দিয়ে মাথার দুই পাশে চুলের মত করে এঁকে নিলাম।

IMG_20220527_231612.jpg


✴️ ধাপ 0️⃣6️⃣ ✴️ :

এবার কালার কম্বিনেশন করব। এখানে আমি রং এর অপশন সিলেক্ট করলাম। এরপর নিজের ইচ্ছামত কালার সিলেক্ট করে মুখের কিছুটা অংশ রং করলাম।

IMG_20220527_231747.jpg


✴️ ধাপ 0️⃣7️⃣ ✴️ :

এরপর মুখের অপর অংশ এবং নিচের দিকে আরও কিছুটা কালার করে নিলাম।

IMG_20220527_232154.jpg


✴️ ধাপ 0️⃣8️⃣ ✴️ :

এরপর চারপাশের আরো অংশগুলোতে বিভিন্ন কালার দিয়ে রং করে নিলাম।

IMG_20220527_232658.jpg


✴️ শেষ ধাপ ✴️ :

এরপর বাকি অংশটুকু রং করা শেষ কর।এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

sdrgji.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


পোস্ট বিবরণ

শ্রেণীডিজিটাল আর্ট
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

Sort:  
 2 years ago 

পাব আপু আপনি খুব সুন্দর করে একটি মেয়ের কালারফুল অ্যাবস্ট্রাক্ট ডিজিটাল আর্ট করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিজিটাল আর দেখতে খুবই ভালো লাগে।এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি কালারফুল অ্যাবস্ট্রাক্ট এর ডিজিটাল আর্টটি অসাধারণ ভাবে করেছেন। দেখে আমার খুবই ভালো লাগছে। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি খুবই চমৎকার ভাবে কালারফুল অ্যাবস্ট্রাক্ট ডিজিটাল আর্ট অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনারই অংকন দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক বেশি পারদর্শী এবং অনেক দক্ষতার সঙ্গে এটা অঙ্কন করেছেন। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

পারদর্শী কিনা জানিনা চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে একটি মেয়ের অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছেন যা আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের আর্ট গুলো আমার বড় ভালো লাগে ।আপনার সৃজনশীলতা তারিফ করতে হয়। আপনি খুব সুন্দর ভাবে নিখুঁত করে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।এত সুন্দর একটি অ্যাবস্ট্রাক্ট আর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত রঙিন রূপে সাজিয়েছেন আপু 👌 খুব চমৎকার হয়েছে। কার্টুন চরিত্রতে এমন দেখা যায়। আপনার হাতের যে কোন কাজ সব সময় মুগ্ধ করে সবাইকে। এভাবেই এগিয়ে যান আপু। অনেক শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কালারফুল অ্যাবস্ট্রাক্ট ডিজিটাল আর্ট খুবই সুন্দর হয়েছে, দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অসাধারণ আপনার দক্ষতা যত দেখি ততই ভালো লাগে, শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও! আপনি খুবই অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এতো সুন্দর আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অসাধারণ ভাবে চিত্রটি ফুটিয়ে তুলেছেন। আপনার সাফল্য কামনা করছি।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার অংকন টি। ভালো লেগেছে আমার কাছে। কাজটি করতে ও আপনি অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন। ধরনের আর্ট করতে অনেক সময় এবং নিবেদিত হওয়া প্রয়োজন। আপনার সাফল্য কামনা করছি।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কালারফুল অ্যাবস্ট্রাক্ট ডিজিটাল আর্ট দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান। ভালো থাকুন 💓

 2 years ago 

নিখুঁতভাবে পড়ার চেষ্টা করলাম, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এক কথায় বলতে গেলে,অনবদ্য।চোখ ধাধানো হয়েছে একদম।
ধাপে ধাপে উপস্থাপনাও সুন্দর ছিল।শুভ কামনা রইলো ☺️

 2 years ago 

আপনার এরকম এক কথায় প্রশংসা গুলো বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74