ডাই : অ্যালুমিনিয়াম তার এবং ফোম দিয়ে তৈরি গাছ।

in আমার বাংলা ব্লগlast year

1685335725396.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি অ্যালুমিনিয়াম তার এবং ফোম দিয়ে গাছ তৈরি করলাম।

আসলে এই ধরনের কাজ করতে আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। আসলে এর অনেক আগে এলুমিনিয়াম তার দিয়ে একটি জিনিস তৈরি করেছিলাম। এইজন্য ঘরে দেখছিলাম অ্যালুমিনিয়াম তার ছিল। তার জন্য ভাবলাম এটা দিয়ে কিছু একটা তৈরি করি। আসলে তার পেঁচিয়ে গাছ তৈরি করাটা এর আগেও আমি দেখেছিলাম। তাই ভাবলাম গাছ তৈরি করলেই বেশি ভালো লাগবে। আসলে এটা অনেকটা শোপিস এর মত দেখায়। তৈরি করার পর ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

• অ্যালুমিনিয়াম তার।
• কাঁচি
• ফোম
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG_20230527_125944.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কয়েকটা তার একসাথে নিয়ে গাছের মতো করে তৈরি করতে লাগলাম।

1685326072560.jpg

ধাপ - ২ :

এরপর আরো কিছু তার নিয়ে আরেকটি গাছের ডালের সাথে খুবই সুন্দর ভাবে ভাঁজ করে জোড়া লাগিয়ে নিলাম।

1685326117977.jpg

ধাপ - ৩ :

এভাবে খুবই সুন্দরভাবে গাছের ডাল তৈরি করতে লাগলাম তার ব্যবহার করে। তারপর খুবই সুন্দর ভাবে গাছ তৈরি করে নিলাম।

1685326146171.jpg

ধাপ - ৪ :

এরপর একটা ফোম কেটে নিয়ে পাতা তৈরি করে নিলাম।

1685326178314.jpg

ধাপ - ৫ :

এভাবে খুবই সুন্দর ভাবে আরো বেশ কয়েকটা পাতা তৈরি করে নিলাম কেটে।

1685326193959.jpg

ধাপ - ৬ :

এরপর গাছটি বড় ফোম এর মাঝখানে গেঁথে নিলাম। এরপর পাতার নিচের অংশে গাম লাগিয়ে গাছের ডালের সাথে জোড়া লাগাতে লাগলাম।

1685326216436.jpg

ধাপ - ৭ :

তারপরে আরো একটি ডালের মধ্যে পাতা লাগিয়ে নিলাম গাম দিয়ে।

1685326238639.jpg

ধাপ - ৮ :

তারপরে ছোট ছোট করে অনেকগুলো ফোম কেটে নিলাম। তারপরে গাছের নিচের অংশে ফোম গুলো গাম দিয়ে দিয়ে দিলাম।

IMG_20230527_135121.jpg

ধাপ - ৯ :

তারপরে প্রত্যেকটা পাতা গাছের ডালে ডালে লাগিয়ে নিলাম খুব সুন্দর ভাবে।

IMG_20230527_135125.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1685335725374.jpg

1685335725355.jpg

1685335725334.jpg

1685335725396.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

অ্যালুমিনিয়াম তার এবং ফোম দিয়ে তৈরি গাছ। খুবই অসাধারণ। আমি তো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর একটি জিনিস তৈরি করেছেন।যা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

অবশ্যই যে কোন কাজ ভেবে চিন্তে করতে হয়।। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে অবশ্যই সেটা সুফল এবং সৌন্দর্য বজায় রাখা যায়।
তার এবং ফোম দিয়ে অসাধারণ ভাবে একটি গাছের অরিগামি প্রস্তুত করেছেন ।দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
ধাপগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 last year 

আপনার সুন্দর মন্তব্যটি পেয়ে ভালো লেগেছে।

 last year 

ব্যতিক্রমধর্মী একটি ডাইপোস্ট দেখলাম। অনেক ভাল লাগল আপনার এই নতুন ধরনের জিনিস। ফেলনা জিনিস থেকেও যে এত সুন্দর একটা শীল্প বানানো যায় তা আপনার পোস্ট না দেখলে বুঝতেই পারতাম না। অ্যালুমিনিয়ামের তার আর ফোম দিয়ে বানানো গাছটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আসলে ব্যতিক্রম ভাবে এটি তৈরি করার চেষ্টা করেছি। ভালো লাগে এরকম কাজ করতে

 last year 

এভাবে তার পেঁচিয়ে গাছ তৈরি করা আমিও ইউটিউবে অনেক দেখেছি। সেটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল ।ওরা কত সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে দারুন একটি গাছ বানায় আর আপনিও সেটি দেখে খুব সুন্দর একটি গাছ তৈরি করে ফেললেন। আবার ফোম দেওয়ার কারনে গাছটা আরো সুন্দর লাগছে।

 last year 

তার পেঁচিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আমি গাছটা তৈরি করার চেষ্টা করেছি।

 last year 

অ্যালুমিনিয়ামের তার এবং ফোম দিয়ে আপনি দেখছি দারুন একটা গাছ তৈরি করে ফেলেছেন আপু। গাছ তৈরি করার ক্ষেত্রে আপনার এই ভিন্ন ধরনের চিন্তাধারা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

আমার এই ভিন্ন ধরনের চিন্তাধারা আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো।

 last year 

আপু আপনার দক্ষতা দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাই। আপনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন। অ্যালুমিনিয়ামের তার এবং ফোম দিয়ে সুন্দরভাবে গাছ তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। এই ধরনের শোপিস গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে।

 last year 

ঠিক বলেছেন এই ধরনের শোপিস গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে।

 last year 

অ্যালুমিনিয়াম তার এবং ফোম দিয়ে খুব সুন্দর একটি গাছের অরিগামি তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনার আইডিয়া দারুন ছিল। এরকম কর শোপিস গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ভিন্ন ধরনের আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করি সব সময়। ঠিক বলেছেন এই শোপিস গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্যতা বাড়ে।

 last year 

বাহ আপু অসাধারণ একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যালুমিনিয়াম তার এবং ফোম দিয়ে তৈরি গাছ দেখতে অনেক ইউনিক হয়েছে। গাছের পাতাগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই ডাই প্রজেক্ট তৈরি করতে নিশ্চয়ই আপনার অনেক সময় লেগেছিল। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার এই ডাই প্রজেক্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম

 last year 

অ্যালুমিনিয়াম তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কোন কিছু তৈরি করা বেশ কষ্টকর। কিন্তু আপনি খুব সুন্দর ভাবে অ্যালুমিনিয়াম তার এবং ফোম দিয়ে গাছ তৈরি করেছেন। গাছটি অনেক সময় নিয়ে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে। বিশেষ করে আপনার শেষের ছবিগুলোর কারণে গাছটি আরো বেশি ভালো লাগছে দেখতে।

 last year 

হ্যাঁ আপু অনেক সময় নিয়ে তৈরি করা লেগেছে এই গাছটি

 last year 

অ্যালুমিনিয়ামের তার ও ফম দিয়ে বেশ ইউনিক একটি ডাই তৈরি করেছেন আপনি । এ ধরনের ডাই গুলো দেখতে বেশ ভালই লাগে । যদিও একটু সময় লাগে তারপরেও করতে গেলে বেশ ভালই লাগে । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

 last year 

এই ধরনের ডাইগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.17
JST 0.031
BTC 89292.75
ETH 3408.90
USDT 1.00
SBD 3.00