ডাই : রঙিন কাগজ দিয়ে তৈরি ফুল।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ফুল তৈরি করলাম। কাগজ দিয়ে তৈরি করে ভীষণ ভালো লেগেছে।

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি সময় পেলে সব সময় নতুন কিছু তৈরি করতে বসে পড়ি। আমার কাছে নতুন কিছু করতেও ভীষণ ভালো লাগে। প্রথমে যখন ফুলটা তৈরি করতে বসলাম প্রথম অংশটা তৈরি করতে ভীষণ ঝামেলা মনে হয়েছিল। প্রথমে মেলাতে পারছিলাম না। এরপর অনেকক্ষণ পরে মেলাতে পারলাম। ফুলটা তৈরি করতেই বেশি সময় লেগে গেছিল।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1667481758186.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG_20221103_121321.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর ১০ সেমি করে সমানভাবে আমি তিন টুকরো কেটে নিলাম।

1667478102910.jpg

ধাপ - ২ :

এরপর আমি মাঝখানের অংশে একটা ভাঁজ দিয়ে। এরপর দুই দিক থেকে দুইটা ভাঁজ দিলাম। এরপরে একপাশ থেকে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম।

1667478139782.jpg

ধাপ - ৩ :

এরপরে নিচের অংশে দুইটা ভাঁজ দিয়ে দুই দিক থেকে সমান করে দিলাম। এরপর অপরদিকে আরো দুইটা সমানভাবে ভাঁজ দিয়ে দিলাম।

1667478155038.jpg

ধাপ - ৪ :

এরপরে চারটা কোণার মধ্যে এখন সমান ভাবে একটা ভাঁজ দিয়ে কোনা করে ভাঁজ দিয়ে দিলাম। এভাবে সমান চারটি কোনা করে ভাঁজ করে নিলাম।

1667478181845.jpg

ধাপ - ৫ :

এরপরে ওপর পাট করে নিলাম। এরপর মাঝখান থেকে ভাঁজ দিয়ে এক কোনা করে চারটা অংশ নিয়ে নিলাম। এরপর গাম দিয়ে একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।

1667478213257.jpg

ধাপ - ৬ :

একই রকম ভাবে আমি ফুলের তিনটা অংশ তৈরি করে নিলাম।

1667478248591.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি একটা একটা করে গাম দিয়ে জোড়া লাগিয়ে একটা ফুল তৈরি করে নিলাম।

1667478273755.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি একটা সবুজ কালারের কাগজ নিলাম। এরপর চিকন করে ভাঁজ করে একটা কাঠি তৈরি করে নিলাম।

1667478289401.jpg

ধাপ - ৯ :

এরপরে কাগজ কেটে একটা পাতা চিকন চিকন করে ভাঁজ দিয়ে তৈরি করে নিলাম।

1667478307353.jpg

ধাপ - ১০ :

এরপরে ফুলটা, কাঠি এবং পাতা সবকিছু গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1667478326161.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো ফুল তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1667481758139.jpg

1667481758230.jpg

1667481758269.jpg

1667481758186.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনি নতুন নতুন পোস্ট শেয়ার করতেছেন খুব সুন্দর লাগতেছে।কোন কিছু নতুন তৈরি করতে প্রথম প্রথম ঝামেলা হলেও পরে সব ঠিক হয়ে যায়।আসলে আমার ও ভালো লাগে নতুন কিছু তৈরি করতে, শিখতে।আপনার তৈরি করার ডাই পোস্ট দেখতে অনেক চমৎকার হয়েছে।

 2 years ago 

আমরা যত বেশি নতুন শিখতে পারি ততই আমাদের জন্য ভালো। অনেক ধন্যবাদ আপনাকে।

দেখেই বোঝা যাচ্ছে এটা তৈরি করতে যথেষ্ট কষ্ট হয়েছে। আমার কাছে কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগলো। তাছাড়াও পাতা এবং ফুলটা বেশ নিখুদ লাগছে।

 2 years ago 

আমি নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন, সত্যি রঙিন কাগজের ফুল তৈরি করার উপস্থাপন দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 2 years ago 

পরবর্তীতে তৈরি করবেন জেনে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার ফুল দেখেই বুঝা যাচ্ছে তৈরি করতে অনেক ঝামেলা হতে পারে। এই ধরনের ফুল বানানো অনেক কঠিন কাজ। হলুদ কালার ব্যবহার করতে দেখতে খুব সুন্দর দেখাচ্ছিলেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জ্বী আপু এই ধরনের ফুলগুলো তৈরি করা সত্যিই ভীষণ কঠিন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন।এই ফুল তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে দেখে মনে হচ্ছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে। আমিও মাঝে মধ্যে ডাই পোস্ট গুলো করে থাকি। কিন্তু আমার অনেক সময় লাগে এই জন্য সব সময় করা হয়ে উঠে না। আপনি ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও রঙিন কাগজ দিয়ে তৈরি করতে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে গেলে মাঝে মধ্যে এরকম ঝামেলায় পরতে হয়। ভাঁজগুলো কিছুতেই মেলানো যায় না। আমি তো তখন ধৈর্য হারা হয়ে ছিড়ে ফেলে দেই। আপনি তো তাও ধৈর্য নিয়ে চেষ্টা করে সফল হয়েছেন। যার কারণে ফুলটি এত সুন্দর হয়েছে । ফুলটি বানানো বেশ কঠিন ছিল। আপনি তারপরও নিখুঁতভাবে কাজটি শেষ করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আসলে আপু আমি যে কোন কাজ করলে একটু ধৈর্য নিয়ে করার চেষ্টা করি। সফল না হওয়া পর্যন্ত ছাড়ি না। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে আমার কাছে হলুদ কাগজের ফুল তৈরি সব থেকে বেশি ভালো লাগে। আপনি যে নীল কাগজ দিয়ে ফুলের পাতা তৈরি করেছেন দেখতে সত্যিই আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আপনার কাছ থেকে আরও সুন্দর পোস্টের আশা করছি আমরা। ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অবশ্যই পরবর্তীতে আরো সুন্দর কিছু দেখতে পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ স্কেল কাছে দিয়ে এত সুন্দর করে একটি ফুল বানিয়েছেন। যা দেখে আমার মনটা ভরে গেছে। ভালই লাগলো আপনার শৈল্পিক গুন দেখে

 2 years ago 

আপনি ফুলটা এত পছন্দ করেছেন দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ‌।

 2 years ago 
রঙিন কাগজ দিয়ে বানানো ডাই প্রোজেক্টগুলো দেখতে এবং শিখতে আমার খুব ভাল লাগে। আমিও রিসেন্টলি কিছু রঙিন কাগজ দিয়ে বানানো ডাই প্রোজেক্ট শেয়ার করা শুরু করেছি। আপনার রঙিন কাগজে দিয়ে বানানো ফুল খুব সুন্দর হয়েছে। আমার কাছে ফুলটি সূর্যমুখী ফুলের মত লাগছে। কাল ব্যাকগ্রাউন্ডে ফুলের এপিয়ারেন্স ই চেঞ্জ হয়ে গিয়েছে। ধন্যবাদ আপু।
 2 years ago 

আপনিও রঙিন কাগজ দিয়ে তৈরি করেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

বাহ আপু বেশ চমৎকার একটি ফুল তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে যে ফুটন্ত সূর্যমুখী ফুল। একদম সেরকম রঙিন কাগজ ব্যবহার করেছেন। মাঝ বরাবর খয়রি কালারের কিছু একটা যোগ করলেই বাস্তব সূর্যমুখী ফুল মনে হতো। তবে এছাড়াও দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। উপস্থাপন করেছেন বেশ সুন্দর করে। সব মিলিয়ে আপনার পোস্টটি খুবই ভালো লেগেছে আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68501.73
ETH 2459.44
USDT 1.00
SBD 2.63