আর্ট :- অন্ধকারে মোমবাতির আলোর দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 months ago

IMG-20240404-WA0061.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি অন্ধকারে মোমবাতির আলোর দৃশ্য পেইন্টিং করলাম।

আসলে এই ধরনের মোমবাতির আর্ট গুলো আমার কাছে দেখতে দারুণ লাগে। তাই জন্য আমি যখন পেইন্টিং করতে বসলাম, ভাবলাম এরকম একটা পেইন্টিং করব। আসলে জ্বলন্ত মোমবাতি দেখতে কিন্তু দারুন লাগে। সেই অনুসারে আমি পেইন্টিংটা করতে বসি। রাতের অন্ধকারে যখন মোমবাতি জ্বালানো হয়। তখন দেখা যায় চারপাশে কিছুটা মোমবাতির আলো ভেসে ওঠে। সেই রকমই একটা দৃশ্য আঁকা চেষ্টা করলাম। আশাকরি আমার আজকের পেইন্টিংটা আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240404-WA0062.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস বোর্ড
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিলাম। এরপর কালো রং দিয়ে প্রথমে পুরোটাকে কালো রং করে নিলাম।

IMG-20240404-WA0025.jpg

ধাপ - ২ :

এরপর আমি এর উপরে অংশে কমলা আর হলুদ কালার দিয়ে একটু হালকা রং করে নিলাম।

IMG-20240404-WA0026.jpg

ধাপ - ৩ :

এরপর আমি কমলা এবং হলুদ কালার দিয়ে কতগুলো লাইটের আলোর মতো দিয়ে দিলাম।

IMG-20240404-WA0024.jpg

ধাপ - ৪ :

এরপরে লাল রং দিয়ে মাঝখানের অংশে একটা মোমবাতি আঁকা শুরু করি।

IMG-20240404-WA0027.jpg

ধাপ - ৫ :

এরপর আমি একটু একটু করে মোমবাতিটাকে খুব সুন্দরভাবে হাইলাইটস করে এঁকে নিলাম।

IMG-20240404-WA0028.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি উপরের অংশে মোমবাতির আগুন এঁকে নিলাম। এরপর একপাশে হালকা নীল কালারের আলো দিয়ে দিলাম।

IMG-20240404-WA0023.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240404-WA0063.jpg

IMG-20240404-WA0061.jpg

IMG-20240404-WA0062.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 months ago 

মোমবাতির আলোর দৃশ্য পেইন্টিং অসাধারণ হয়েছে, আপনি খুবই সুন্দর ভাবে এই অংকনটি করেছেন। আপনার অংকনটি দেখে খুবই ভালো লাগলো একদম অরজিনাল হুবহু চিত্র অংকন করেছেন। এত সুন্দর ইউনিক একটি চিত্র শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

চেষ্টা করলাম ইউনিক একটা পেইন্টিং করার জন্য।

 3 months ago 

দারুন পেইন্টিং করেছেন আপু মোমবাতির আগুনের শিখার দৃশ্যটা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। কালারফুল এই পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

চেষ্টা করলাম পেইন্টিংটা সুন্দর ভাবে করার জন্য।

 3 months ago 

আপু আমি বরাবরই বলি যে আপনার আর্ট পোষ্ট মানে ভিন্ন কিছু ৷ সত্যি অসাধারণ পেইন্টিং ডিজাইন করেন আপনি ৷ ঠিক যেমন আজকের আর্ট টি মোমবাতি জলন্ত আলোর দৃশ্য জাষ্ট অসাধারণ হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন ইউনিক একটি আর্ট অন্ধকারে মোমবাতির আলোর দৃশ্য পেইন্টিং শেয়ার করার জন্য ৷ এভাবেই ধারাবাহিক যেনো ভিন্ন ভিন্ন আয়োজন দেখতে পারি এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

Posted using SteemPro Mobile

 3 months ago 

পেইন্টিং টা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যেন সত্যি কারের মোমবাতির মত লাগে।

 3 months ago 

এই ধরনের পেইন্টিং কার না ভালো লাগে। অন্ধকারে মোমবাতির আলোর দৃশ্য পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আপু। আপনি খুব চমৎকার পেইন্টিং করতে পারেন। পোস্টার কালার দিয়ে পেইন্টিং করা অনেক কঠিন কাজ। কিন্তু আপনি দক্ষতার সাথে প্রইন্টিং করেছেন। এই ধরনের কাজগুলো সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

চেষ্টা করলাম দক্ষতার সাথে পুরো পেইন্টিংটা সম্পূর্ণ করার জন্য।

 3 months ago 

ঠিক বলেছেন আপু জলন্ত মোমবাতি দেখতে খুব ভালো লাগে। আপনার আজকের মোমবাতি আঁকার আইডিয়াটি খুব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া আপনার জল রঙের আর্ট গুলো সব সময় খুব সুন্দর হয়। মোমবাতির চারপাশে কালারফুল দেয়ার কারণে আরো বেশি খুব ভালো লাগছে। একেবারে মুগ্ধ হয়ে দেখার মতো পেইন্টিং।

 3 months ago 

মোমবাতির চারপাশে কালারফুল দেওয়াতে আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 3 months ago 

অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপু। খুবই ধৈর্য ও দক্ষতার সাথে এই পেইন্টিংটি করেছেন দেখে বোঝা যাচ্ছে। অন্ধকার দৃশ্যে মোমবাতি জ্বালানোর একটি ইউনিক পোস্ট করেছেন দেখে অনেক ভালো লাগছে। কালো পোস্টার কালার এর উপর লাল রঙ দিয়ে মোমবাতি তৈরি করা টা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনমুগ্ধকর একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

কালো কালারের উপরে মোমবাতির পেইন্টিংটা করায় বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে এটা ঠিক।

 3 months ago 

অনেক সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পেইন্টিং গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনার পেইন্টিং এর পোস্টের ৬ নাম্বার ধাপটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

পেইন্টিং পোস্টের ৬ নাম্বার ধাপ আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 3 months ago 

অন্ধকারে মোমবাতির আলোর দারুণ দৃশ্য পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু ।আপনার শেয়ার করা দৃশ্যটি দেখে সত্যিই আমি মুগ্ধ হলাম। আপনি চমৎকার আর্টিস্ট। নিখুঁতভাবে আর্টটি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আপনি আমার পেইন্টিং দেখে মুগ্ধ হয়েছেন, এটা শুনেই তো অনেক ভালো লেগেছে।

 3 months ago 

এখন তো মোমবাতি এর চলন উঠে গেছে বললেই চলে। সবার বাড়িতে আইপিএস চার্জার এগুলো ।রাতে মোমবাতি জ্বালালে অসাধারণ এক দৃশ‍্য দেখা যায়। যেটা সত্যি চমৎকার। এবং যেটার প্রশংসা করতেই হয়। আপনি এইরকম একটা পেইন্টিং করেছেন। সত্যি দারুণ লাগছে । অনেক সুন্দর করেছেন পেইন্টিং টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনি আমার করা পেইন্টিং দেখে এত সুন্দর প্রশংসা করেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63824.30
ETH 3420.53
USDT 1.00
SBD 2.54