ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি ❤️
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
প্রজাপতির ফটোগ্রাফি
device : Redme note 9
প্রজাপতির সাথে পরিচিত না এরকম মানুষ তো মনে হয় অনেক কম রয়েছে। আমি তো প্রজাপতি অনেক বেশি ভালোবাসি। প্রজাপতি দেখলেই আমার মন অনেক বেশি ভালো হয়ে যায়। আমরা কিন্তু বেশিরভাগ সময় প্রজাপতি ফুলের উপরে বসে থাকতে দেখি। কারণ প্রজাপতি ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। আমি প্রজাপতি যেমন পছন্দ করি, তেমনি প্রজাপতির ফটোগ্রাফি করতে ও অনেক বেশি ভালোবাসি। বেশ কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম। তখন আমি হঠাৎ করে দেখি একটা রঙ্গন ফুলের উপরে এই প্রজাপতি বসে রয়েছে। আর এটা দেখে আমার অনেক ভালো লাগে। তাই আমি সুন্দর করে প্রজাপতির ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। যদিও ফটোগ্রাফি করার সময় ভয় পাচ্ছিলাম যদি উড়ে চলে যায় এজন্য।
সমুদ্রের ফটোগ্রাফি
device : Redme note 9
সমুদ্রের পছন্দ করে না এরকম কাউকে খুঁজে পাওয়া মুশকিল হবে বলে মনে হয়। আমি সমুদ্রে ঘুরতে যেতে অনেক বেশি ভালোবাসি। মন মাইন্ড দুটোই অনেক বেশি ভালো হয়ে যায় যদি সমুদ্রে ঘুরতে যাই তাহলে। আমরা তো বেশিরভাগ সময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। বেশ কয়েকদিন আগেও গিয়েছিলাম মুছাপুর সমুদ্র সৈকতে। ঘুরাঘুরি করার মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম বেশ কয়েকদিন আগে। ওখানে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। এখানে দেখতে পারছেন সমুদ্রের মাঝে একটা নৌকা। নৌকাটা সমুদ্রের বুকে অনেক সুন্দর লাগছিল দেখতে। দৃশ্যটা খুব ভালো লেগেছিল, তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
কুমড়ো ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
কুমড়ো হচ্ছে আমাদের সবার অনেক পরিচিত এবং পছন্দের একটা সবজি। আপনাদের পছন্দ কিনা ওটা ভালোভাবে জানা না থাকলেও, কুমড়ো কিন্তু আমার খুবই পছন্দের। এটা হচ্ছে কুমড়ো ফুলের অনেক সুন্দর একটা ফটোগ্রাফি। আর এইটার নাম হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োর ফুলগুলো হলুদ কালারের হয়ে থাকে। আমার শাশুড়ি আমাদের ছাদের উপরে চাল কুমড়ো গাছ লাগিয়েছে বেশ কয়েকটা। যেখান থেকে তাজা তাজা চাল কুমড়ো রান্না করলে অনেক ভালো লাগে খেতে। কয়েকদিন আগে আমি ছাদে গিয়েছিলাম কুমড়ো গাছে ফুল ফুটেছে কিনা দেখার জন্য। তখনই দেখতে পাই ফুল ধরার পরে এখন সেই ফুল থেকে ছোট্ট একটা কুমড়ো বের হয়েছে। তখনই ফটোগ্রাফিটা করা হয়েছিল।
কলমি ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমার খুবই পছন্দের একটা শাক হচ্ছে কলমির শাক। যেটা কিনে খেতে আমি অনেক বেশি পছন্দ করি। কলমির শাক ভাজি করলে খেতে যেমন ভালো লাগে, তেমনি রান্না করলেও খেতে ভালো লাগে। আমার কাছে কলমি গাছের ফুল গুলো দেখতেও অনেক ভালো লাগে। এর আগেও আমি কলমি ফুলের অনেক ফটোগ্রাফি করেছি। আমার জানামতে কলমি ফুল দুই থেকে তিন কালারের হয়ে থাকে। আর এটা হচ্ছে একটু গোলাপী কালারের। আমাদের ঘরের পাশেই রয়েছে ছোট্ট একটা জমিন। যেখানে অনেক কলমির শাক রয়েছে। কয়েকদিন আগে বিকেল বেলায় ঘরের আশেপাশে হাঁটছিলাম। তখন এই ফুলটা দেখে ফটোগ্রাফি করেছিলাম।
স্পাইডার লিলি ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
এটা হচ্ছে অনেক সুন্দর দেখতে একটা স্পাইডার লিলি ফুলের ফটোগ্রাফি। সাদা কালারের এই ফুলটা আমার অনেক বেশি পছন্দের। এই ফুলটা আমার এত বেশি পছন্দের হলেও এই ফুলটার নাম আমি এতদিন পর্যন্ত জানতাম না। আজকে আমি গুগল থেকে এই ফুলের নামটা সংগ্রহ করেছি। এই ফুলের পাপড়ি গুলো অনেক চিকন এবং অনেক লম্বা। যার কারণে এই ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি প্রায় সময় নার্সারিতে গিয়ে থাকি। ওখানে অনেক রকমের ফুল দেখি। বেশ কয়েকদিন আগে নার্সারিতে গিয়েছিলাম তখন এই ফুলটা দেখেছিলাম। আর তখনই এই ফুলের ফটোগ্রাফি করেছি।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
এটা হচ্ছে আমাদের সবার খুব পছন্দের একটা ফুল গোলাপ। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ তো আমাদের এই পৃথিবীতে একেবারে কম পাওয়া যাবে। গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক বলা হয়ে থাকে। আর গোলাপ হচ্ছে ফুলের রানী। গোলাপ ফুলের অনেক জাত রয়েছে। প্রায় 300 প্লাস জাত আছে গোলাপ ফুলের। আজকে আমি যে গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি এটা মিষ্টি কালারের। মিষ্টি কালারের গোলাপ ফুল আমি অনেক ভালোবাসি। আর আমাদের ছাদের উপর বিভিন্ন কালারের গোলাপ ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে আমার। বেশ কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। তখন এই ফুলের ফটোগ্রাফি করেছি।
পোস্ট বিবরণ
ডিভাইস | Redmi note 9 |
---|---|
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
ওয়াও আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে প্রজাপতি ও গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
প্রজাপতি এবং গোলাপের ফটোগ্রাফি বেশি সুন্দর হয়েছে শুনে খুশি হলাম।
https://x.com/TASonya5/status/1842769003116392772?t=6rlOzvWB964rFQfC0r73kw&s=19
অনেক সুন্দর ভাবে প্রজাপতির ফটোগ্রাফি ধারণ করেছেন আপু। তাছাড়াও স্পাইডার লিলি ফুলের ফটোগ্রাফি টা দারুন হয়েছে। এই ফুলের নাম সাধারণত আমাদের এলাকায় রসুন ফুল গাছ বলে। এই ফুলের ঘ্রাণ অনেক সুন্দর। খুবই ভালো লাগলো আপু আপনার ধারণ করা সবগুলো ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপু।
এই ফুলের নাম স্পাইডার লিলি ফুল। এই ফুলটা অনেক বেশি সুন্দর।
আপনি আমাদের মাঝে সব সময় চমৎকার ফটোগ্রাফি থেকে শুরু করে ডিজাইনের অনেক ধরনের পোস্ট শেয়ার করেন যেগুলো আমি অনেক পছন্দ করি। আজকের ফটোগ্রাফি পোস্টটাও খুব সুন্দর হয়েছে বিশেষ করে প্রথম ফটোগ্রাফি পোস্টটা আমার সবচেয়ে ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে আপু।
প্রথম ফটোগ্রাফিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।
খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার ফটোগ্রাফির মধ্যে নিয়ে কারণ কিছু চিত্র দেখতে পেলাম। এর মধ্যে প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও ইউনিক কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেরে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ফুল গুলোর ফটোগ্রাফি আমার নিজের কাছেও ভালো লেগেছে।
অসাধারণ ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। স্পাইডার লিলি ফুলের ফটোগ্রাফি আমি প্রথম দেখলাম। প্রজাপতির ফটোগ্রাফি করা অনেক কষ্টসাধ্য বিষয়। আপনি ধৈর্য নিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ আপু।
এই ফুলের ফটোগ্রাফি প্রথমবারের মতো দেখেছেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
প্রজাপতির ছবি খানা দেখে যাস্ট অবাক হয়ে গেলাম। অসাধারণ তুলেছেন আপু। এছাড়াও প্রত্যেকটি ফুলের ছবি আলাদা আলাদা করে প্রশংসনীয়। আপনি ছবি অসাধারণ তোলেন তা বেশ বোঝা গেল। বিশেষভাবে পারদর্শী না হলে এত সুন্দর অ্যাঙ্গেলে ছবি তোলা সম্ভবই নয়। ভীষণ ভালো লাগলো এই ফটো এ্যালবাম। আমাদের প্রকৃতিতে এত সুন্দর সুন্দর জিনিস ছড়িয়ে আছে, যা ছবির মাধ্যমে তুলে আনলে এক আলাদা মাত্রা পায়। ভীষণ সুন্দর পোস্ট।
আমার ফটোগ্রাফি দেখে প্রশংসামূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম।
ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব গুলো ফটোগ্রাফি দেখার মতো ছিলো। প্রজাপতির ফটোগ্রাফি দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু চমৎকার ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
আমার সবগুলো ফটোগ্রাফি দেখার মত ছিল শুনেই তো আরো উৎসাহিত হলাম।
আসলেই আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ।যা দেখতে অনেক সুন্দর লাগছে। সবথেকে গোলাপ ফুলটি দেখতে বেশি ভালো লাগছে ।না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না এমন রঙ্গের গোলাপ ফুল হয়।
আমার নিজের কাছেও গোলাপ ফুলটি দেখতে অনেক বেশি ভালো লেগেছে।।