লেভেল 1 হতে আমার অর্জন - @tashik121

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন । আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাংলা ব্লগের নতুন সদস্য হিসেবে আমাকে সুযোগ দেওয়ার জন্য "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সকল সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আমি ২৩ তম ব্যাচের লেভেল-১ এ আছি। লেভেল-১ এর ক্লাস থেকে আমি কমিউনিটির মডারেটর এবং এডমিনদের কাছ থেকে স্টিমিট ও আমার বাংলা ব্লগ কমিউনিটির বিভিন্ন নিয়মকানুন এবং সাধারণ বিষয় সম্পর্কে ধারণা পেয়েছি এবং বিভিন্ন জ্ঞান অর্জন করতে পেরেছি । উক্ত ক্লাস থেকে শেখা বিষয়গুলো নিয়ে আমি লেভেল-১ এর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি।
IMG20220909143444.jpg

১. প্রশ্ন:-স্প্যামিং কি এবং কোন ধরনের অ্যাক্টিভিটিস স্প্যামিং হিসেবে গণ্য করা হয়?

উত্তর:- অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক কার্যকলাপকে সাধারণত স্প্যামিং বলা হয়। কোন একটি বিষয়কে বারবার ঘুরিয়ে ফিরিয়ে লেখার চেষ্টা করাকে স্প্যামিং হিসেবে গণ্য করা হয়। যেমন ধরুন কোন একটা রেসিপি পোস্টকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে পোস্ট করা পোস্টের ছবিগুলো বিভিন্ন জায়গায় পোস্ট করা । মানে একই পোস্টকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করা এক ধরনের স্প্যামিং। পোষ্টের মধ্যে একই ব্যক্তিকে একাধিকবার মেনশন করা এটাও একপ্রকার স্প্যামিং। পোস্টের ধরনের সাথে ট্যাগের যদি কোন মিল না থাকে তাহলে সেই পোস্টটাকে স্প্যামিং হিসেবে গণ্য করা হবে। যে বিষয় নিয়ে পোস্ট করা হয়েছে সেই বিষয়ের উপর ভিত্তি করে কমেন্ট না করলে উল্টাপাল্টা কমেন্ট করলে সেই কমেন্টকে স্প্যামিং হিসেবে গণ্য করা হবে।

২. প্রশ্ন:-ফটো কপিরাইট সম্পর্কে আমি কি কি ধারনা অর্জন করতে পেরেছি?

উত্তর:-কপিরাইট হচ্ছে এমন একটি বিষয় যা আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন যেটা পুরো বিশ্বের মধ্যে কার্যকর । কোন ব্যক্তির প্রতিভা থেকে তৈরি করা কোন বিষয়বস্তুর ছবি অথবা নিজের শ্রম দিয়ে প্রকৃতি থেকে তোলা কোন ছবি যদি অন্য কোন ব্যক্তি তার অনুমতি ছাড়া কোথাও পোস্ট করে অথবা নিজের বলে চালিয়ে দেয় তাহলে এটা কপিরাইটের আওতায় পড়ে। কপিরাইট ছবি কে স্টিমিট সমর্থন করেনা। তবে কিছু কপিরাইট ফ্রি ছবি আছে যেগুলো স্টিমিটে পোস্ট করা যাবে তবে সোর্স উল্লেখ করে।

৩. প্রশ্ন:-তিনটি ওয়েব সাইটের নাম যেখানে কপিরাইট ফ্রী ছবি পাওয়া যায়।

উত্তর: https://pixabay.com
https://www.pexels.com
https://unsplash.com/

৪. প্রশ্ন: পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?

উত্তর:- পোস্টগুলোকে সহজেই খুঁজে পাওয়ার জন্য ট্যাগ ব্যবহার করতে হয়। ফটোগ্রাফি নিয়ে পোস্ট করলে অবশ্যই ফটোগ্রাফি ট্যাগ দিতে হবে। রেসিপি নিয়ে পোস্ট করলে উক্ত রেসিপির সাথে মিল রেখে ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ ব্যবহার করলে যে বিষয়টি নিয়ে পোস্ট করা হয়েছে সেই পোস্টটি নির্দিষ্ট স্থানে চলে যাবে যাতে সকলেই সহজে খুঁজে বের করতে পারে। অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হবে ।

৫. প্রশ্ন:-আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তর:- আমার বাংলা ব্লগে যে বিষয়গুলি নিয়ে পোস্ট করা নিষিদ্ধ সেগুলো হল: ধর্মীয় ও রাজনৈতিক বিষয়, মর্মান্তিক দুর্ঘটনা, নারী নির্যাতনের ছবি, গরু ও শুকুরের মাংস রান্না করার রেসিপি ইত্যাদি।

৬. প্রশ্ন:- প্লাগিরিজম কি?

উত্তর:- অন্য কারো পোস্ট পড়ে অনুপ্রেণিত হয়ে সেই পোস্টকে কিছুটা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেওয়াকে প্লাগিরিজম বলে। কপিরাইট এবং প্লাগিরিজম এর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। অন্য কারো পোস্ট পড়ে সেটা নিজের পোস্টে লেখা যাবে তবে ৭০% লেখা নিজের হতে হবে এবং ৩০% লেখা হুবহু কপি করে নেয়া যাবে তবে সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে এবং তিরিশ পার্সেন্ট লেখার মধ্যে লেখাগুলো ইনভারটেড কমা দিয়ে প্রকাশ করতে হবে।

৭. প্রশ্ন:- re write আর্টিকেল কাকে বলে?

উত্তর:- কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে বা লেখা হয়েছে এমন কোন পোস্ট পড়ে অথবা বই পড়ে উক্ত বিষয়টি সম্পর্কে নিজের মত করে লেখাকে re write আর্টিকেল বলে। এখানে অবশ্যই সোর্স উল্লেখ করতে হবে।

৮. প্রশ্ন :- রি রাইট আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তর:-লেখার সময় অবশ্যই সোর্স উল্লেখ করতে হবে। খেয়াল রাখতে হবে যেন ৭০% লেখা নিজের হয়। ২০ থেকে ৩০ শতাংশ লেখা, উল্লেখিত বিষয়টি থেকে নেওয়া যাবে। তবে অবশ্যই অথেনটিক সোর্স উল্লেখ করতে হবে। লেখার সাথে কোন ছবি অ্যাড করতে চাইলে সেই ছবির ও সোর্স উল্লেখ করতে হবে।

৯. প্রশ্ন:-একটি পোস্ট কখন মাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তর:-একটি মাত্র ছবি ব্যবহার করে যখন কোন পোস্ট ১০০টি শব্দ অথবা তার চেয়ে কম শব্দে লেখা হয় তখন সেই পোস্টটিকে মাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।

১০. প্রশ্ন:-প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার কয়টি পোস্ট করতে পারবে?

উত্তর:- প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।

উপরোক্ত বিষয়গুলি আমি লেভেল ওয়ানের ক্লাস থেকে প্রফেসরদের মাধ্যমে শিখতে পেরেছি তাই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 
আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম, আপনি লেভেল -১ থেকে এ বি বি স্কুলের সম্মানিত প্রফেসারদের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন।আসলে যার শুরু ভালো হয় তার জন্য সবকিছুই সহজ হয়ে যায়। আশাকরি লেভেল -১ থেকে যা শিখতে পেরেছেন তা আপনার পোস্টে এপ্লাই করবেন এবং এভাবেই সাফল্য নিয়েই সামনের ধাপগুলি অতিক্রম করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

আমার লেভেল -১ লিখিত পরীক্ষার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

প্লাগিয়ারিজম বলতে বোঝায় সোজা বাংলায় চুরি করা। বাদবাকি বিষয়গুলো আপনি ভালই বুঝতে পেরেছেন। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লেভেল ওয়ান থেকে আপনি অনেক কিছু শিখেছেন ভাইয়া তা দেখে অনেক ভালো লাগলো। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি এবিবি স্কুলের ক্লাস সুন্দরভাবে করেছেন। এভাবে এগিয়ে যান পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65858.36
ETH 3493.88
USDT 1.00
SBD 2.53