|| আকাশ যাদের ভরসা... ||

in আমার বাংলা ব্লগ2 years ago

বর্ষা কমবেশি সকলেরই ভালো লাগে। আমরা জানালায় বসে বৃষ্টি উপভোগ করি। তবে কিছু মানুষ যেন এর অপেক্ষাতেই থাকে। যেমন ছোট্ট পাখির ছানাটি বাসায় তার মায়ের ফেরার অপেক্ষায থাকে। আসলে যাদের কেউ নেই, তাদের তো একটা মেঘলা আকাশই ভরসা। একবিন্দু বৃষ্টিই তো তাদের আপন। আজ বর্ষার কথা বলতে গিয়ে এরকম কিছু মানুষের কথা উঠে এলো, যারা আমাদের আসে পাশে আছে, অথচ তাদের জন্যে আমাদের দৃষ্টি অন্ধ হয়ে যায়।
আজকের লেখা সে সকল মানুষকে লক্ষ্য করেই...

IMG_20220806_134846.jpg
Location
সিঁথিমোড়, কোলকাতা

দীর্ঘ খরা পার করে কিছুদিন থেকে বর্ষার আরম্ভ হয়েছে। এবার যা মনে হয়েছিল, তাতে বর্ষার কোনো রকম ভরসা পায়নি। আষাঢ় মাসে আকাশের দিকে তাকানো যায়। আগুনে আকাশ ঝলসে আছে মনে হচ্ছিল। তামাটে আকাশ দেখে আন্দাজ করা দায় যে, এটা আষাঢ় মাস। গোটা মাস কেটে একবিন্দু বৃষ্টির দেখা নেই। উল্টো গরম আর রোদে মানুষ কাবার। পাখি আকাশের পানে চেয়ে থাক। করুন সুরে ডাকে মেঘ। ডাকে বৃষ্টি। কিন্তু আকাশের কোনোমতেই থামেনা।
এখন কদিন থেকে দেখি যে না বৃষ্টিটা হচ্ছে। একটানা সেরকম ঘোর বৃষ্টিটা নেই। তবে কমের ওপর হচ্ছে তো। এও যে শান্তির। আকাশে কড়া রোড ওঠার পর হটাৎ হটাৎ করে আকাশ মেঘলা হয়ে উঠলে মন ভালো হয়ে যায়।
আকাশ মেঘলা হলে কত হৃদয় যে সে পানে চেয়ে থাকে ঠাহর করা মুশকিল। কত ধরনের হৃদয়। হ্যাঁ সে সকলেরই উদ্দেশ্য এক দন্ড শান্তি তা বলা বাহুল্য। গেরোস্থের ঘরের সেই অবিবাহিত মেয়েটি। যে সারাদিন খাটা খাটুনির পর সব শেষে স্নানাহার সেরে আকাশের একবার যখন তাকায়, আকাশে দীঘির জলের মত কালো মেঘ সেজে থাকে, সেই মানুষটির এটা যেনো একটা উপহার। যাদের কেউ নেই, যাদের কষ্ট হলে মায়া করার মতো একজন থাকেনা, সেই সমস্ত হৃদয়ের তো একটা মেঘলা আকাশই ভরসা, তাই না?

সবার তো ভালোবাসার মানুষ থাকেনা। কিন্তু ব্যাথা তো সকলেরই থাকে। যাদের ব্যাথা বোঝার, পাশে বসে হাতটা ধরার লোক নেই, একটা বড় আকাশই তো তখন তাদের ভরসা। ' মহেশ ' এর গফুরও একবারে শেষে যখন আর কিছুই থাকলোনা, আমিনাকে নিয়ে সেও ওই আকাশের পানেই মুখ তুলেছিল। যাদের কেউ নেই, তাদের যে আকাশই ভরসা।

আজ বৃষ্টিটা হলো খানিক। সকাল গুমোট গরমেই দিনটা শুরু হয়েছিল। জানালায় তাকিয়ে দেখি দিন খুব কড়া। রাতে এমনিতেই ভালো ঘুম হয়নি। ভোরবেলার ঘুমটা বেশ আরামের। এই সময়টায় মাটির সব তাপ আকাশে চলে যায়। গোটা দিন যে তাপ, রোদ পৃথিবীকে গরম-গুমোট করে তুলেছিল, গোটারাত তাপ বিকিরণ করে মাটি ঠান্ডা হয়। কিন্তু আজ তার কোনো বালাই ছিলনা। কাক-ভোর থেকেই ভাপা গরম। বৃষ্টিটা আশা করেছিলাম। একটু পরেই দেখলাম, ঝম ঝম করে শুরু হয়েছে।

আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন একটি লেখা নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।

@tarique52

Sort:  
 2 years ago 

' মহেশ ' এর গফুরও একবারে শেষে যখন আর কিছুই থাকলোনা, আমিনাকে নিয়ে সেও ওই আকাশের পানেই মুখ তুলেছিল। যাদের কেউ নেই, তাদের যে আকাশই ভরসা।

এইকটা লাইন যেন লেখাটার প্রাণ। তুই তো ভালই লিখিস। তোর লেখায় সরলতা রয়েছে। খুব সহজেই কত কিছু বলে যাস।

 2 years ago 

লেখা ভালো মন্দ যায় হোক, ভালো লেগেছে এই ঢের!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43