|| কবিতা : ভিটে ||

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ একটি কবিতা লিখলাম। কবিতাটির নাম 'ভিটে'। যে জায়গায় আমার জন্ম, যে মাটির স্পর্শে আমার বড় হয়ে ওঠা, সে জায়গার প্রতি শ্রদ্ধা নিয়েই এই কবিতা লেখা। জন্মভিটের মানুষের কেমন টান সেটাই আজ আমার ভাষার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। ভিটের প্রতি টান নিয়ে আমার লেখা এই কবিতা পড়তে পারেন আপনিও।

seaside-4852488__480.png

Source

ভিটে

দুটি ঘর।
উঠোনের কাছে একটা পেয়ারা গাছ।
বাড়ির পেছনে ধরাবাঁধা একটা
গন্ধরাজ লেবুর গাছ।
বহুযুগ ধরেই কোনো স্বার্থ ছাড়ায়
দাঁড়িয়ে থাকে। আর ছায়া হয়ে থাকা
একমাত্র আম গাছ।

এই দু'একটি জিনিসের মায়া, আমরা
কোনোদিনই ভুলতে পারিনি।

পৃথিবীর যেখানেই যায়, গন্ধরাজ
লেবুর সেই গাছকে ভুলিনা।
ভিটে তো সবাই ফিরে আসতে
পারে না।

অর্থ থাকে অনেক;
কিন্তু তর্ক উঠলে গন্ধরাজ লেবুর
গাছকেই প্রথম করার চেষ্টা করি।
সত্যিই কি সেই গন্ধরাজ গাছের
লেবুই পৃথিবীর শ্রেষ্ঠ?
বাড়ি ছায়া করে থাকা সেই গাছের
আম মত আডেও কি কোনো আম
হয় না?
আমরা হিসেবের তোয়াক্কা করিনা।
ভালোবাসার কাছে সব হেরে যায়।

ভালোবাসা। শুধুই কি একটা শব্দ?
এর সঠিক হিসেব করা যায়না।
কিছু কিছু জিনিসের
হিসেব হয়না। হিসেব মেলেনা।
কেবল অনুভবে ছোঁয়া যায় যাকে,
অনুভবে যাকে দেখা যায়
ভালবাসা তাই!

লেবুর গাছটির প্রতি ভালোবাসা
শুধুই আর
বাড়েনি...
সেই গাছের সাথে আছে ছেলেবেলা
জড়িয়ে
পিতার মাতা স্পর্শ রয়েছে সেই গাছে

অভাবের সংসারে যখন ভাতের সাথে
কেবল
আলু মাখা আর ডাল; এই গন্ধরাজ
লেবুর দু ফোঁটা
সবার মুখে হাসি ফোটাতো।

ভিটের সাথে ছেলেবেলা জড়িয়ে।
মায়ের ভালোবাসা জড়িয়ে; অর্থ লাভের
পর, সাফল্যের পর, হেরেযাওয়ার পর...
এই ভিটেয় মাথা না রাখলে হয় না।
যার মা নেই; এই ভিটেয় তো তাদের
মায়ের কোল।

আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন কিছু কথা নতুন একটি লেখা নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।

@tarique52

Sort:  
 2 years ago 

সত্যিই অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতা টি পড়েই বুঝতে পারলাম আপনার নিজের জন্মস্থানের প্রতি আপনার কতটুকু ভালোবাসা। কবিতার প্রতিটি লাইন সত্যিই খুব ভালো লেগেছে।

কেবল অনুভবে ছোঁয়া যায় যাকে,
অনুভবে যাকে দেখা যায়
ভালবাসা তাই!

কবিতার মধ্যে ভালোবাসার খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন। এছাড়া শেষের লাইনগুলো দারুন লেগেছে। আসলেই সবকিছুর পর আমরা এই ভিটে মাটিতেই ফিরে আসি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে কবিতাটি আন্তরিকতার সাথে পড়ার জন্য।

 2 years ago 

আমি মনে করি সকলেই তার জন্মস্থান এর প্রতি মায়া ও ভালবাসা থাকে। আপনার জন্মস্থানের প্রতি আপনার শ্রদ্ধা ও মায়ার প্রতিফলন ঘটেছে এই কবিতার মধ্যে । বেশ ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ দিদি আপনাকে কবিতাটি পড়ে তার ওপর নিজস্ব মতামত প্রদানের জন্য।

 2 years ago 

চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইন পড়ে অনেক ভালো লাগলো। শেষের লাইন গুলো পড়ে আরো ভালো লাগলো। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ,দারুণ লিখেছেন।নিজ ভিটের প্রতি আপনার অফুরন্ত ভালোবাসা ও দুইএকটি গাছের প্রতি জন্মানো মায়ার বন্ধন প্রকাশ পেয়েছে আপনার কবিতায়।সকলের তার নিজ জন্মভূমির প্রতি এইরকম টান থাকা উচিত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58387.03
ETH 2359.14
USDT 1.00
SBD 2.37