|| কোলকাতা কোয়েস্ট মলে কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশাকরি সকলে ভালো আছেন। গতকাল সন্ধ্যেয় আমরা হটাৎ করেই কোয়েস্ট মল বেরোয়। দাদা জেঠিমা বন্ধুবান্ধব সকলকে নিয়ে গতকালের সন্ধ্যে-ভ্রমণ টুকু আমাদের ভালোই কেটেছে।

নান্দনিকতা হোক বা আধুনিকতা, কোয়েস্ট কোলকাতার বাকি সকল মল থেকে দু ধাপ এগিয়ে। তবে এই কোয়েস্ট এর অন্য দিকটি বরং আমার বেশি পছন্দ। এখানে আর্ট এর ওপর বেশ কিছু নিদর্শন দেখা যায়। যা দেখলে অবাক হয়ে হয় এবং চোখ ফেরানো সহজ নয়। আজ তারই কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। একই সাথে আমাদের ঘোরাফেরার কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।

IMG_20220908_215113.jpg

কাঠি দিয়ে তৈরি হয়েছে সত্যজিৎ রায়ের মুখের আদল। এখানে কোনো কারিগরের নাম উল্লেখ নেই। তবে এই আর্ট যিনি করেছেন তিনি যে অসামান্য প্রতিভার অধিকারী তা বলতেই হয়।

IMG_20220908_214944.jpg

এখানে কাছে থেকে শট নেওয়া হয়েছে। কাঠি গুলো দেখে এখানে আন্দাজ করা মুশকিল যে এটা কোনো একটা আর্ট বা মানুষের মুখের আদল।

IMG_20220908_214937.jpg

রবীন্দ্রনাথ ঠাকুর।

IMG_20220908_215117.jpg

অমর্ত্য সেন। ( নোবেল জয়ী অর্থনীতিবিদ )

IMG_20220908_202319.jpg

IMG_20220908_211159.jpg

20220908_220129.jpg

আমরা সবাইকে কে এফ সি -তে।

20220908_220604.jpg

সকলে মিলে আইনক্স সিনেমা হলের বাইরে সেলফি তুললাম।

IMG_20220908_202347.jpg

কোয়েস্ট মলের অন্দর মহলের ছবি।

IMG_20220908_221600.jpg

কোয়েস্ট মল বাইরের ছবি।

IMG_20220908_220025.jpg

IMG_20220908_215921.jpg

ফেরার মুহুর্তে সকলের একসাথে চা খাওয়া।

Location

ক্যামেরা - iQOO 9se
মডেল - 12019
ফোকাস লেংথ - 35mm

আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন একটি লেখা নিয়ে নতুন কিছু কথা নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।

@tarique52

Sort:  
 2 years ago 

আমি প্রথমে ছবিগুলো দেখি ভেবেছিলাম এটা কোন জাদু ঘর☺️। পরে আপনার পোস্টটি পড়ে এবং বাকি সব ছবিগুলো দেখে বুঝতে পারলাম এটি একটি মল। আপনি ঠিক বলেছেন ভাইয়া ছবিগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো আধুনিকতা বা নান্দনিকতা সবগুলো থেকে এগিয়েই আছে। এবং খাবারের ছবিগুলো বেশ লোভনীয় ছিল ভাইয়া 😋

 2 years ago 

আচ্ছা প্রথমে জাদুঘর ভেবেছেন আপনি।😄, যাক গে, হ্যাঁ এই মল টা বেশ মজা পাওয়া যায়।

 2 years ago 

বাহ ভাই সত্যি কাঠের দিয়ে তৈরি এইরকম ক্রাফট বা মুখের দৃশ্য এই প্রথম দেখলাম। স‍ত‍্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর বাহ। সত্যি কারিগরের প্রশংসা করতে হয়। ফ্রাইড চিকেন টাও বেশ চমৎকার ছিল হি হি।।

 2 years ago 

হ্যাঁ মলের বেশ কয়েকটা জিনিসের মধ্যে এটা বেশ নজর কাড়া। ধন্যবাদ দাদা মন্তব্য করার জন্য।

 2 years ago 

এতো শর্ট লেখা পোস্ট কিউরেশনে যাবে না , বেশি লেখার চেষ্টা করুন ছবির সাথে সাথে।

 2 years ago 

ঠিক আছে দাদা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55425.80
ETH 2363.69
USDT 1.00
SBD 2.34