|| কালো কালির বল-পেন দিয়ে 'টবের ওপর ঘাসফুলের চিত্র অঙ্কন'||

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন বন্ধুরা ? আশা করি সকলে ভালোই আছেন। আজ কালো কালির বল-পেন দিয়ে টবের ওপর ঘাসফুলের একটি চিত্র অঙ্কন করালম। বল-পেন দিয়ে বহুদিন পর এই সামান্য অঙ্কন টুকু করলাম। কেমন হয়েছে জানাবেন।

IMG_20220819_204641.jpg

IMG_20220819_201823.jpg

ছবিটি আঁকার জন্যে প্রথমে দুটি বড় ঘাস পাতা এঁকে নিলাম।

IMG_20220819_201929.jpg

এরপর প্রথম ঘাস পাতাটির সাথে আরেকটি পাতা ও একটি ঘাসফুল জুড়ে দিলাম।

IMG_20220819_202038_Burst04.jpg

IMG_20220819_202038_Burst03.jpg

ক্রমশ পাতা জুড়তে থাকলাম। যাতে একটা ঝোপের আঁকার নিতে থাকে।

IMG_20220819_210225.jpg

IMG_20220819_210251.jpg

ধীরে ধীরে ছবিটিতে ঘাস ফুলগুলোর পরিমাণ বাড়াতে থাকলাম। দুরকম ফুল ও অনেকগুলো পাতা আঁকার ফলে একটা গুচ্ছ আঁকার নিতে শুরু করেছে।

IMG_20220819_203029.jpg

এবার সেই ঘাস ও ফুলের গুচ্ছ অঙ্কনের মাধ্যমে একটা টবে বসিয়ে দিলাম। এবং টবটিকে কালো বল পেন কালার করে নিয়েছি।

IMG_20220819_203216.jpg

ক্রমশ ঘাস পাতাগুলি ও কালো কালির বল পেন দিয়ে রং করতে থাকবো।

IMG_20220819_203519.jpg

ধীরে ধীরে প্রায় সমস্ত পাতাগুলোকে একই ভাবে রং করে নিলাম।

IMG_20220819_210422.jpg

এবার ফুলের পালা। ফুলগুলোর ওপর ধীরে ধীরে আর্ট ও কলারবকর্তে থাকবো।

IMG_20220819_204050.jpg

IMG_20220819_205002.jpg

সমস্ত ফুলগুলোর ওপর আর্ট ও কালারের প্রয়োগ সম্পন্ন হয়েছে।

IMG_20220819_204641.jpg

কালো কালির বল পেন দিয়ে ' টবের ওপর ঘাস ফুলের চিত্র অঙ্কন ' টি সম্পূর্ণ হয়ে গেছে।

অঙ্কনে ব্যবহৃত উপকরণসমূহ

১. হোয়াইট পেজ একটি
২. ব্ল্যাক বল-পেন

বন্ধুরা আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন একটি লেখা নতুন একটা কাজ নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।

@tarique52

Sort:  
 2 years ago 

আপনি বলপেন ব্যবহার করে অনেক সুন্দর একটি টপ তৈরি করার পাশাপাশি অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

উৎসাহমূলক মন্তব্য রাখার জন্যে ধন্যবাদ। পাশে থাকবেন।

 2 years ago 

শুধুমাত্র একটি কলমের সাহায্যে আপনি অসাধারণ ভাবে আপনার আর্টের দক্ষতা প্রকাশ করেছেন আমাদের মাঝে। সত্যি বলতে আমি নিজেও আর্ট করতে অনেক ভালোবাসি। আপনার আর্টের প্রতিটি ধাপ অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

এই আর্ট টি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম, ধন্যবাদ! ভালো থাকবেন।

 2 years ago 

টব সহ খুব সুন্দর একটি ঘাসফুল অংকন করেছেন ভাইয়া। অংকনটি দারুন হয়েছে। কালো রংয়ের বলপেন দিয়ে করার কারণে আরও বেশি সুন্দর লাগছে। খুব চমৎকারভাবে সবগুলো ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম, মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া, শুধু মাত্র বল পেন দিয়ে অনেক সুন্দর একটি টপ সব ঘাস ফুলের গাছ আর্ট করেছেন, আপনার আর্টি সত্যি অনেক প্রসংশা যোগ্য, এছাড়াও আর্টি দেখতে সত্যি খুবই চমৎকার হয়েছে, এতো সুন্দর একটি আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 2 years ago 

বাহ টপ সহ ঘাসফুলের সুন্দর চিএ অংকন করেছেন যা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। শুধু কালো দেওয়াতে চিমৎকার লাগছে।ধন্যবাদ এমন সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ দিদি।

 2 years ago 

দারুন হয়েছে ভাই আপনার অঙ্কিত কালো কালির বলপেন দিয়ে টবের উপর ঘাসফুলের চিত্রটি। খুবই নিখুঁত ও দক্ষতার সাথে চিত্রাংকনটি সম্পন্ন করেছেন দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর টবের ওপর ঘাসফুলের চিত্র অঙ্কনের প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 2 years ago 

টবের উপর ঘাসফুলের খুবই সুন্দর একটি চিত্র প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।। আমার কাছে খুবই ভালো লেগেছে।। অংকন পদ্ধতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 2 years ago 

উৎসাহ প্রদানের জন্য অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।

 2 years ago 

কালো কলম দিয়ে টবের উপর ফুলের অনেক সুন্দর একটি আর্ট করেছেন। ফুলগুলো অনেক নিখুঁত ভাবে অংকন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনাটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এভাবে এগিয়ে যান। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার উৎসাহ মূলক মন্তব্য আরো ভালো কিছু কাজ আনার উৎসাহ যোগাবে। ধন্যবাদ দিদি।

 2 years ago 

বাহ !! ভাইয়া আপনি খুব সুন্দর করে একটি টবের উপরে ঘাস ফুলের চিত্রাংকন করেছেন। শুধু কালো রংয়ের বলপেন দিয়ে করাতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর আর্টটি আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

উৎসহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

 2 years ago 

কলম দিয়ে আপনি অনেক সুন্দর ঘাসফুল এর চিত্র অঙ্কন করেছেন। যা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একটু চেষ্টা করলাম দাদা। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72