|| কবিতা : স্বর্গের স্থাপন ||

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশাকরি সকলে ভালো আছেন।
আজ একটি কবিতা লিখলাম। সাঁঝের বেলা একটি মাঠ কতটা সুন্দর হয়ে ওঠে তা নিয়ে। আমি ছুটিতে মাঝে মাঝেই সাঁঝের বেলা একা বসে থাকি নির্জন মাঠে। প্রকৃতির সৌন্দর্য গোটা পৃথিবী জুড়েই রয়েছে। আমরা চাইলেই সমস্ত জায়গা যেতে পারিনা। কিন্তু তার বদলে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, যা পৃথিবীর সকল সৌন্দর্যকে যেন হার মানায়, তা হল গ্রাম বাংলার মাঠ।
মাঠের পাশে বয়ে যাওয়া ছোট নদী আর নদীর পাশে ঝোপে ঝোপে ফুল অপরূপ শোভার আয়োজন করে। তাছাড়াও আছে গাছ-পালা সবুজ ক্ষেত, অস্ত যাওয়া সূর্যের লাল আভা। আমরা কবি জীবনানন্দের 'বাংলার মুখ আমি দেখিয়াছি' পড়েছি। পড়েছি 'রূপসী বাংলা'। ও আরো অনেক কবিতায় রয়েছে কবির, যেখানে বাংলার মাঠের সৌন্দর্য মহিমা বর্ণিত রয়েছে। আজকের কবিতাও বাংলার মাঠের মহিমার ওপর লিখিত।

flower-2342706__480.webp

Source

স্বর্গের স্থাপন

আকাশের রং লাল হয়েছে। গোটা আকাশ
সেজে রয়েছে অপরূপ শোভায়। আমি বসে থাকি
বহু নিচে পৃথিবীর এক ছোট মাঠে;
যেখানে ক্ষীণ আলোয় মধুময় হয়ে উঠেছে চারিপাশ,
সুমুখের ছোট নদী আকাশের ক্ষীণ লাল আলোয়
আলোকিত হয়।

এখানে সবাই সুন্দর। সাঁঝের এই সময়টুকু সবাই
একে অপরের হাত ধরে, নিজের নিজের
রূপ টুকু নিয়ে হাজির হয়...

নদীর পাশে ফুটে ওঠা শালুক স্নিগ্ধ মায়া ছড়িয়ে
সৌন্দর্যের সমাবেশে যোগদান করে।
সূর্য গোটা দিন তাপ ছড়িয়ে এই মুহূর্তে নরম হয়ে যায়
বেশ। আর এই নরম হৃদয়ে লাল ক্ষীণ আলো ছড়ায় পৃথিবীর বুকে।

সাঁঝের এই সোনালী মুহূর্তটুকুকে রূপে ভরপুর করা চাই!
তাই রজনীগন্ধাও দাড়িয়েছে পাশে। হাসিভরা মুখে সাঁঝের বেলা ফুটে উঠেছে শুভ্র এক শান্তি নিয়ে।

সাঁঝের এই সোনালী মুহূর্তটুকুকে রূপে ভরপুর করা চাই!
তাই সমস্ত গাছ পালা, মাঠ, ভাঙ্গা কুঁড়েঘর, ঘাসফুল, নদীর স্রোত সকলেই মনোরম হয়ে উঠেছে।

সকলেই একে ওপরের হাতে হাত রেখে
পৃথিবীকে স্বর্গ করে তুলছে।
আর নিরব আমি; দুচোখ ভরে এই স্বর্গের স্থাপন দেখছি।

আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন কিছু কথা নতুন একটি লেখা নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।

@tarique52

Sort:  
 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে আপনার কবিতার লাইন গুলোর মধ্যে, খুবই চমৎকার কবিতা লেখার প্রতিভা রয়েছে আপনার শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়েছেন এবং তদ বিষয়ে মন্তব্য করেছেন- এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55425.80
ETH 2363.69
USDT 1.00
SBD 2.34