লেভেল- 4 থেকে আমার অর্জন- by @tarique52||১০%বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্য
Level-4 থেকে আমি যা কিছু শিখেছি, যতটুকু জ্ঞান অর্জন করেছি, তারই লিখিত পরীক্ষা দেবো আজ।
তার আগে গ্রুপের সকল সদস্যকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমি তারিক আনওয়ার। একেবারে নিউ মেম্বার থেকে ক্রমশ একটা করে লেভেল কমপ্লিট করে এগোচ্ছি, আর সাথে আপনাদের সাথে আরো পরিচিত হয়ে উঠছি।
আমি সদ্য লেভেল-4 এর ক্লাস করার পর ভাইভা পরীক্ষাটাও দিয়েছি। লেভেল- 4 কিছু কঠিন বিষয় যা না শিখলেই নয়, সেটাই @moh.arif দা ও @NusuraNur দি'র আন্তরিক প্রচেষ্টায় অনেক কিছুই শিখেছি। অজানা অনেক বিষয় জানতে পেরেছি। তারা অত্যন্ত দক্ষতা ও প্রয়োজনে বুদ্ধিমত্তার প্রয়োগ করে আমাদের বিষয়গুলোর ওপর সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন। আলোচনা পর্বে তাঁদের আন্তরিকতার কোথাও কমতি ছিলনা, তা বলতেই হয়।
এক্সচেঞ্জ সাইটের যাবতীয় নিয়ম-কানুন ও এক্সচেঞ্জ সাইটগুলি কিভাবে কাজ করে, কিভাবে ট্রান্সফার করা যায়, কোনটা বেশি লাভজনক, কোন ক্ষেত্রে আমাদের বিপদের ঝুঁকি কম এবং কি ভাবে কাজ করলে সহজভাবে এগোতে পারব, তার একটা বিস্তর হিসেব-নিকেশ ও বর্ণনা পায় যা নিঃসন্দেহে আমাদের কাছে অনেক বড় পাওনা।
এক্সচেঞ্জ সাইট গুলো সম্পর্কে আমার কোনো ধারনাই ছিল না। লেভেল-4 এর ক্লাসের মাধ্যমে আমি অনেক কিছুই জানতে পারলাম। কি শিখলাম, কি জানতে পারলাম প্রশ্নপত্রের মাধ্যমে এবার তার উত্তর দেওয়ার চেষ্টা করব।অতএব এবার প্রশ্নোত্তর পর্বেই বরং এগোয়--
প্রশ্নোত্তর পর্ব
১. p2p কি?
উত্তর: p2p হল পার্সন টু পার্সন ট্রান্সফার। অর্থাৎ একজন ব্যাক্তি তার ওয়ালেট থেকে Steem, SBD, TRX অন্য এক ব্যাক্তির ওয়ালেটে ট্রান্সফার করলে, সেটাকে p2p বলে।
২. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর:
৩. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
৪. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর:
trx ট্রানজেকশন এর স্ক্রিনশট।
৫. Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর:
SBD/STEEM কনভার্ট করার স্ক্রীনশট।
৬. Poloniex Exchange site এ একটি Account Create করুন।
উত্তর:
Poloniex Exchange Site এ আমার একাউন্ট।
৭. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
উত্তর:
Poloniex Exchange Site এ Steem ট্রান্সফার।
৮. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
উত্তর :
Poloniex Exchange Site এ TRX ট্রান্সফার।
৯. Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর :
steem থেকে usdt কনভার্ট করার সময় স্ক্রিনশট।
TRX থেকে USDT কনভার্ট করার সময়।
প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া এত সুন্দর ভাবে পরীক্ষা দেওয়ার জন্য। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি অনেক সুন্দর ভাবে এবিবি স্কুলের ক্লাস গুলো করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ।আশা করবো আপনি আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে আমাদের সাথে কাজ করবেন।