স্মৃতিকথা|| ১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্যে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

fantasy-4065898_1280.jpg

Image source : Pixabay

এই সময়টা 'বাল্যস্মৃতি' গুলো একটু বেশি রকম আশকারা পেয়ে বসে। একটু ঝড়-ঝাপটার ছুতো পেলেই মনের কুটিরে চুপিচুপি ঢুকে পড়ে আর আবদার পাড়ে আসর জমানোর!

এক্ষেত্রে তোমার ঘর যদি বাড়ির একপ্রান্তে থাকে এবং সেই ঘরের বৃহৎ জানালা দিয়ে যদি তেপান্তরের মাঠ দেখা যায় তাহলে স্মৃতিচারণের সুবিধাটা একশেষ! বিকেল বেলায় তেপান্তরের মাঠ আঁধার হয়ে উঠল, ঢলঢলে মেঘ তোমার ঘরের মাথায়, সদ্য মেঘেদের গা ছুঁয়ে আসা ঠান্ডা বাতাস তোমার গায়ে কাঁটা দিয়েছে; কিন্তু তোমার ভ্রুক্ষেপটি নেই! তুমি আপন খেয়ালে জানালার গা-ঘেঁষে চুপটি মেরে বসে আছো, জানালার বাইরের পৃথিবীটাকে সম্পূর্ণ নিজের চোখের আওতায় রেখে। তোমার মনস্পটে হাজার স্মৃতি তখন ভয়ানক আস্ফালন শুরু করেছে! আর এরই ভিড়ে বলা যায়না, ছেলেবেলায় ঠাকুমার মুখে শোনা ঝোড়োভূতের গল্পরাও হয়তো মাথা চাঁড়া দিয়ে উঠতে পারে, তোমাকে কল্পনার গভীর সমুদ্রে ডুবিয়ে দিতে!
ঘূর্ণিঝড়ের সময় নাকি এই ঝোড়ো ভুতেরাই মূলত হাঙ্গামা করে বেড়ায়, বাড়ি-ঘর ভাঙ্গে, গাছ উপড়াই! হ্যাঁ এ কথা আমি মনে প্রাণে বিশ্বাসও করতাম। এখন পৃথিবী বদলেছে অনেক। আমরাও বড়ো হয়েছি। 'ছেলেবেলা' আমাদের চোখকে ফাঁকি দিয়ে কব্বে পালিয়েছে! সাথে সাথেই ছেড়ে গেছে ঝোড়ো ভূতের গল্পরাও...
এই যে আমরা জলজ্যান্ত দিনগুলো কাটিয়েছি। দিনগুলোর কি নিজস্ব মূল্য ছিলনা। ছিল। কোনো একটা দিনের কোনো একটা বৃষ্টির ক্ষন সেই দিনটাকে আজও স্মরণ করিয়ে দেয়। স্বপ্ন আর ভালোবাসায় ভরা সেই দিনটি নিয়ে এখনও আমরা নস্টালজিক হয়ে যায়। অস্পষ্ট ভাবে আমাদের ঠোঁট বলে ওঠে, সেই দিন গুলো আর ফিরে আসবেনা, আরেকবার যদি ফিরে পেতাম! এখানেই কথাটা ওঠে - আমাদের বেঁচে থাকা সবই কি সুদূর ভবিষ্যতের কোনো একটা সুখের দিনের জন্যে? বোধহয় নয়, নাহলে স্মৃতি নিয়ে বেঁচে আছির মত কথা গুলো উঠবে কেন? পুরনো দিন গুলো ফিরে পাবার জন্যে আমরা কেনই বা এত ব্যাকুল হই হবো?
স্মৃতিকে ছোঁয়া যায়না। অনুভব করতে হয়। যদি ছোঁয়া যেত, যদি স্মৃতির শরীর থাকত, আমি মাঝে মাঝে পেছনে ফিরে তাদের জড়িয়ে ধরে আসতাম।
এখন এ শুষ্ক জীবন কেবল ভেজা-পল্লবে স্মৃতি ঘাটাঘাটি করে যায় এবং করে যাবেও; যতদিন না আমরা এই মাটির বুকে মিশে যাবো, যতদিন না সবুজের গভীরে হারিয়ে যাবো!

আজ এই অব্দি রইলো। ভালো থাকুন। ভালোবাসা।
@tarique52

Sort:  
 2 years ago 

মোটামুটি ভালই লিখেছেন তবে আপনাকে বলব ভাইয়া লেখাগুলো একটু স্পেস করে মার্ক ডাউন এর আওতায় নিয়ে আসেন। তাহলে কোয়ালিটি সম্পন্ন হবে। আপনার যে রেফারার তার সহায়তা নিন, ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে ভাইয়া। এভাবে নিয়মিত পোস্ট করতে থাকুন। আপনাকে ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56991.40
ETH 2350.63
USDT 1.00
SBD 2.40