|| 'পঞ্চায়েত' সিজন-১ ওয়েব সিরিজটির রিভিউ ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি 'পঞ্চায়েত' ওয়েব সিরিজটির সিজন-১ দেখলাম। আমার ভীষণ ভালো লেগেছে দেখে। আজ তারই রিভিউ লিখে ফেললাম। ভালো লাগলে আপনিও পড়তে পারেন।

IMG_20220816_234326.jpg

স্ক্রিনশট - ইউটিউব

ঞ্চায়েত সিজন-১ আমার দেখা সম্পূর্ণ হল। সিজন-১ এ মোট আটটি এপিসোড রয়েছে। একটা সত্য কথা, তেমন প্রত্যাশা নিয়ে আমি দেখতে শুরু করিনি। কিন্তু সিরিজটি দেখতে শুরু করার পর বুঝতে পারলাম, এটা একটা মাস্টার স্ট্রোক। অসাধারণ সিরিজ। বাস্তব ঘটনা, চরিত্র ও অবস্থার হুবহু আক্ষরিক প্রয়োগ ঘটানো সহজ নয়, যেটা এই ওয়েব সিরিজ করে দেখিয়েছে। প্রত্যেকে নিজের নিজের অবস্থানে কি মারাত্মক অভিনয়টা নাই করেছেন। সিজন ওয়ানের প্রথম এপিসোডেই সিরিজটি আমার পছন্দ হয়ে যায় এবং আমি দেখতে শুরু করি।

ভারতের পঞ্চায়েত-এর ওপর নির্মিত এই সিরিজটিতে রুরাল ইন্ডিয়ার যাবতীয় চিত্র তুলে ধরা হয়েছে। খুবই নিখুঁত ও পুঙ্খানুপুঙ্খভাবে চিত্র তুলে ধরেছে। রুলাল ইন্ডিয়ার অবস্থাকে এতটা বাস্তব করে তুলে ধরেছে, এমন সিনেমা বা ওয়েব সিরিজ আমার চোখে পড়ে না।
একজন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান, পঞ্চায়েত কার্যালয় সহায়ক-এর জীবন কাহিনী এই সিরিজে দেখানো হয়েছে।
চলুন পঞ্চায়েতের সিরিজটির সিজন-১ এর ৮টি এপিসোডে কি দেখানো হলো? কেমন লাগলো? কেমন অভিনয়? এ সমস্ত কিছুর ব্যাখা ও আলোচনা করবো।

IMG_20220816_234404.jpg

স্ক্রীনশট - ইউটিউব

প্রথমে দেখা যায় একজন শিক্ষিত যুবক যে অনেক বড় মাপের চাকরির আশাবাদী। কিন্তু দুর্ভাগ্যক্রমে চাকরি না পাওয়ায় সেই যুবক অর্থাৎ অভিষেক ত্রিপাঠি ছোট চাকরিটি গ্রহণ করতে হয়।
একমাত্র এই পঞ্চায়েত চাকরিটিতে তিনি পাশ করেন এবং একরকম অনিচ্ছা নিয়েই ফুলেরা গ্রাম পঞ্চায়েতের দিকে অগ্রসর হন। তিনি দূরের শহর থেকে বাসে করে ফুলেরা গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ তার কর্মের স্থানে আসেন। এসে দেখতে পান গ্রাম পঞ্চায়েতের একেবারে বেহাল অবস্থা। পঞ্চায়েত কার্যালয়ে কোন কিছুই ঠিক নেই। ঘর তালা বন্ধ তালা।চাইলে পঞ্চায়েত প্রধান বলেন চাবি হারিয়ে গেছে, তারপর সেই তালাকে ভেঙে তিনি ঘরে প্রবেশ করেন। ঘরে ঢুকে দেখেন ঘরের একেবারে দুর্দশা। বেহাল অবস্থা কোন কিছুই ঠিক নেই। সমস্ত ফাইল এলোমেলো ভাবে রাখা। ফ্যান ঠিক নেই, লাইটও ঠিক নেই। সেখানে একটা ভাঙ্গা প্লাস্টিকের চেয়ার। পঞ্চায়েত প্রধান একেবারেই বিষয়টিকে তেমন আমল দেন না।

IMG_20220817_001022.jpg

স্ক্রিনশট - ইউটিউব

সচিব গিয়ে জানতে পারেন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন একজন মহিলা কিন্তু তিনি মোটেই অফিসের দিকে আসেন না।
সচিব মশাই এসে প্রথমে কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেন। উপপ্রধান ও কার্যালয় সহায়কের সহযোগিতায় নতুন চেয়ার কিনে আনেন। নতুন ফ্যান ও লাইট লাগান। টেবিল পরিষ্কার করেন। একজন সরকারি কর্মচারী বসার উপযুক্ত ব্যবস্থাপনা করেন। তিনি গ্রাম ঘুরে দেখেন ধীরে ধীরে তার এই গ্রামটি ভালো লাগতে লাগে যা প্রথমে মোটেই পছন্দের ছিল না।

IMG_20220817_000951.jpg

স্ক্রিনশট - ইউটিউব

তিনি দেখতে পান গ্রাম পঞ্চায়েতের কাজে খুব বেশি গাফিলতি নেই। হয়তো অফিসে ফর্মালিটি তেমন দেখা যায় না কিন্তু কাজে তেমন বেহাল অবস্থা নেই। শুধু রাস্তাটি খারাপ। কিন্তু গ্রাম প্রধানের ফান্ডে তেমন অর্থ নেই, তাই কাজটি সম্পন্ন হচ্ছে না । প্রধানের সাথে আলোচনা করে তিনি এই বিষয়টিতে বুঝতে পারেন। তারপর তাদের বন্ধুত্ব গভীর হয়। প্রধান বাবু নিজের সন্তানের মতই সচিবকে ভালোবাসতে শুরু করেন। এমনকি তার একমাত্র মেয়ে রিংকির সাথে তার বিবাহ দেবার কথাও ভাবেন, যেখানে সচিব মহাশয়ের মাসিক ইনকাম মাত্র কুড়ি হাজার। এ বিষয়ে প্রধানবাবু তার স্ত্রীর সঙ্গে কথা বললে স্ত্রী সরাসরি না করে দেন তার কন্যাকে কোনভাবে কুড়ি হাজার বেতন পাওয়া কোন চাকরিজীবীর হাতে তুলে দেবেন না, একথা বলে দেন।
ধীরে ধীরে পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠি প্রধান জির এক বিশেষ ঘনিষ্ঠ মানুষ হয়ে ওঠেন। তারা মানুষের পাশে দাঁড়ান। বিপদ-আপদে দাঁড়ান একই সাথে সচিব খুব বিচক্ষণ মানুষ ছিলেন। কোন গাফিলতি যদি প্রধানের দ্বারা হতো তিনি সেটা শুধরে দিতেন। এভাবেই ফুলেরা গ্রাম পঞ্চায়েত উন্নতির দিকে এগোতে থাকে। ফুলেরা গ্রাম পঞ্চায়েত আরো উন্নত হয়।

IMG_20220816_234448.jpg

স্ক্রিনশট - ইউটিউব

এই স্বাচ্ছন্দ চলার পথে হঠাৎ করে বাধা হয়ে দাঁড়ায় গ্রাম প্রধানের একমাত্র বিপক্ষে থাকা ব্যক্তি ভূষণ। সে নানাভাবে নানা কৌশলে গ্রাম প্রধানকে ফাঁসানোর চেষ্টা করেন এবং সমস্ত গ্রামবাসীকে ভুল বোঝানো শুরু করেন। ভূষণ একটি সরকারি কোটকে নিয়ে গ্রামবাসীদের মধ্যে এক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন এবং তিনি মোটামুটি সফল হয়ে যান। তার কূটনীতির এর ফলে গ্রামপ্রধান, সচিব, প্রধান সকলেই বিপদে পড়েন এবং তারাও পাল্টা কূটনীতি শুরু করেন।
গ্রামপ্রধানের পাল্টা কুটনীতি কি ছিল এবং এর মাধ্যমে কি ঘটলো, তারই বিশদ বর্ণনা পরবর্তী পোস্টে দেওয়া হবে।

সিরিজটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

ওয়েব সিরিজ : পঞ্চায়েত

পরিচালক : দীপক কুমার মিশ্র

প্লাটফর্ম : আমাজন প্রাইম

সিজন : ১

এপিসোড : ১ থেকে ৮

কাস্ট : জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, চন্দন রয়, ফাইজাল মালিক, নিনা গুপ্তা, দূর্গেস কুমার, বিশ্বপতি সরকার, শুভেন্দু চক্রবর্তী সহ আরো অনেক শিল্পী।

আজ এই অব্দি। আগামীকাল 'পঞ্চায়েত' ওয়েব সিরিজটির সিজন -২ নিয়ে আলোচনা ও বর্ণনা হবে।
ততক্ষণ ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।

@tarique52

Sort:  
 2 years ago 

এই সিরিজটার কয়েকটা এপিসোড আমি দেখেছি। এখানে একটা গ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে তাদের ঠিক করতে পঞ্চায়েত এর উদ‍্যোগ। সিরজটা যদিও একটু ফানি ছিল তবে বেশ ভালো। দারুণ রিভিউ করেছেন সিরিজাটার ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

বাহ। সত্যিই সিরিজ টা দারুন। ধন্যবাদ মন্তব্য রাখার জন্য ।

 2 years ago 

সিরিজটা দেখবো না আর, পড়েই বুঝে ফেলেছি। পরের সিজন গুলোর অপেক্ষায় থাকলুম।

 2 years ago 

দেখিস ভালো লাগবে। সত্যিই সিরিজটা অনেক ভালো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59508.12
ETH 2603.38
USDT 1.00
SBD 2.39