কবিতা/ ছড়া : বর্ষা ভেজা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বর্ষার দিন। তাই বর্ষা নিয়ে ছড়া লিখলাম। ছোট বেলায় এই বর্ষা নিয়ে কত ছড়া কত কবিতা পড়েছি। এখন ধীরে ধীরে এই উদ্দীপনা গুলো কমে আসছে। পুরোনো দিনের সেই স্মৃতিগুলোকে চারণা করতেই আপনাদের জন্যে আজকের এই ছড়া....

water-815271__480.webp

Source

বর্ষা কালের প্রকৃতির মায়ায় পড়ে গিয়ে এ লিখেছিলাম বহুদিন হল। আমি তখন ক্লাস ইলেভেন এ পড়তাম। একা ঘরে জানালার ধারে বসে বৃষ্টি দেখতাম। ভ্যাপসা গরমে বাতাস বদলে গেল। ঠান্ডা শীতল আবহাওয়া। আকাশের কালো মেঘ থেকে ঠান্ডা বাতাস ছুটে আসছে। ছুটে এসে জানালা দিয়ে আমার ঘরকে শীতল স্নিগ্ধ করে তুলছে। এ সমস্ত কিছুই আমি জানালার ধারে বসে উপভোগ করতাম। তারপর হঠাৎ করে বৃষ্টি আসতো ঝমঝম শব্দে। যখন বৃষ্টি থেমে রাত হতো, সবাই ঘুমিয়ে যেত, তখন জানালার বাইরে দেখতাম কচুবনে, গাছ-গাছালির মাঝে টুপ টুপ শব্দ করে জল পড়ছে।
এসব হৃদয়ের গভীরে গিয়ে হৃদয়কে শান্ত স্নিগ্ধ করে তোলে। এ শব্দ যেন শান্তির। বৃষ্টি শেষ হয়ে গেছে। পাতাতে অবশিষ্ট জল বিন্দু বিন্দু জলের ফোটা হয়ে আরেকটি পাতায় পড়ছে। খুব মৃদু শান্ত এক শব্দ করে গভীর রাতে বৃষ্টি-জলের এই মৃদু শব্দ রাতের মাধুর্যতাকে আরো যেন বাড়িয়ে তোলে। কচু পাতার উপর জল জমে থাকে। বাতাসে যখন কচু পাতা নড়তে থাকে তখন সেই মুক্তোর মতো খসে পড়ে নিচে। এই অপরূপ দৃশ্য দেখে মন ব্যাকুল হয়ে ওঠে। তারপর দেখা যায় কুমড়ো ফুলের কানায় কানায় বৃষ্টি জল। জমে আছে। এ যেন দানার মত। আর এই রঙের সাথে অবিকল মিলে গেছে প্রজাপতির ডানার রং।
প্রজাপতির ডানায় ডানায় যে রঙের বাহার থাকে তা কুমড়ো ফুলের হলুদে মিলেমিশে একাকার।
এছাড়াও দূর থেকে দেখা যায় ধানের মাঠে আকাশ ভাঙ্গা বৃষ্টি নেমেছে। তা দেখেই হৃদয়ে সুখের সৃষ্টি হতো। সে দৃশ্য দেখে যেন সমস্ত দুঃখ ভুলে যাওয়া যেতে পারে।

বর্ষা ভেজা

কচুপাতার চালে চালে
নাচছে দ্যাখো তালে তালে
মুক্ত দাদা বৃষ্টি কণা
হাসছে দেখো প্রাণটা খুলে।।

হাসছে দ্যাখো হিমেল হাওয়া
পাই যে তার সবাই ছোঁয়া
মেঘের দেশে ঘুরে এসে
সুখ যেন ওর যায়না সওয়া।।

বৃষ্টি জমে দানায় দানায়
কুমড়ো ফুলের কানায় কানায়
দিয়েছে জোড় রং যেন ওর
প্রজাপতির ডানায় ডানায়।।

মেঘ ছেয়েছে বাদল দিনে
ধান গাছের ওই ঘন বনে
এলো যে সুখ হারালো দুঃখ
বর্ষা ভেজ মেঘলা মনে।।

আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন একটি লেখা, নতুন কিছু কথা নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।

@tarique52

Sort:  
 2 years ago 

অসাধারণ একটি কবিতা আমাদের উপহার দিলেন ভাই। আমার কবিতা পড়তে অনেক ভালো লাগে। আপনাদ কবিতা পড়ে অনেক পছন্দ হয়েছে আমার। ভালোবাসা অবিরাম প্রিয় ভাই আমার।

 2 years ago 

আপনার ছড়াটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনিও নেবেন ভায়া!

 2 years ago 

খুব চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করলেন। ছড়া সদৃশ এই কবিতাটি পড়ে অনেক অনেক ভালো লাগলো। সুন্দর এই কবিতা আমাদের মাঝে শেয়ারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

বৃষ্টি বর্ষা এলে প্রকৃতি টা যেন মূহুর্ত্তের মধ্যে বদলে যায়। আলাদা একটা প্রকৃতি বিরাজ করে চারদিকে।বৃষ্টি নিয়ে লেখা আপনার কবিতা টা চমৎকার হয়েছে।আপনার লেখার হাত বেশ ভালো। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

হ্যাঁ একেবারেই ঠিক বলেছেন, বর্ষা এলে প্রকৃতি ত বদলে যায়। ধন্যবাদ ভায়া মন্তব্যের জন্যে।

 2 years ago 

বৃষ্টি নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন। আসলে জানালার পাশে যখন বৃষ্টি আসে তখনকার সময়টা উপভোগ করতেই বেশ ভালো লাগে। কবিতার প্রত্যেকটা লাইন বেশ ভালো লাগলো। আমাদের মাঝে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই জানালার পাশে বসে মেঘ বৃষ্টি উপভোগ করতে ভালো লাগে। ধন্যবাদ দিদি মন্তব্য করার জন্যে।

 2 years ago 

বৃষ্টি নিয়ে বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি লাইন বৃষ্টিকে ছুঁয়ে যাওয়ার মত। আমার অনেক ভালো লেগেছে সম্পূর্ণ কবিতাটি। আপনার উপস্থাপনা ছিল অনেক সুন্দর।

 2 years ago 

আপনার কবিতাটি ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ দিদি মন্তব্য করার জন্যে।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটা কবিতা/ছড়া লিখেছেন। বৃষ্টির দিনের এই কবিতাটি খুব সুন্দর ছিল। ছন্দে ছন্দে পড়তে অনেকটা ছড়ার মত লেগেছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ এটা পুরোটাই ছন্দের উপর ভিত্তি করে লিখেছি, ধন্যবাদ দিদি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87