DIY-এসো নিজে করি//রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি//10% beneficiary @shy-fox

IMG_20220305_184558.jpg

২১ ফাল্গুন ১৪২৮
০৩ শাবান ১৪৪৩


রবিবার,০৬ মার্চ ২০২২

আমি তারেক রহমান।আমার ইউজার আইডি @tareq123 আমি বাংলাদেশের নাগরিক।

হ্যালো....!

প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
  • গ্লু গান
  • A4 কাগজ
  • কাঁচি
  • ফেভিকল আটা

ধাপ১

IMG_20220305_163000.jpg

প্রথম অবস্থায় প্রয়োজনীয় উপকরণ গুলো নিয়েছি।যেমন:গ্লু গান, ফেভিকল আটা, কাঁচি, রঙ্গিন কাগজ।

1642853450490.jpg

ধাপ২

IMG_20220305_184231.jpgIMG_20220305_182631.jpg

এরপর ৪টি A4 কাগজ নিয়েছি।তারপর সেগুলোকে ২ভাগে বিভক্ত করেছি। এরপর সে কাজগুলোকে মুড়িয়ে পাইপের মত তৈরী করে নিয়েছে।

1642853450490.jpg

ধাপ৩

IMG_20220305_183520.jpgIMG_20220305_183755.jpg

এরপর প্রত্যেকটি পাইপকে চতুর্ভুজ আকারে গঠন করে নিয়েছি। তারপর গ্লু গান দিয়ে বেশ সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিয়েছি। যা চিত্রে দেখা যাচ্ছে।

1642853450490.jpg

ধাপ৪

IMG_20220305_163325.jpgIMG_20220305_165601.jpg

এরপর একটি সবুজ রঙের কাগজ নিয়েছি। তারপর সেগুলো কে কয়েক খণ্ডে বিভক্ত করে নিয়েছি। তারপর একটি অংশ খুব সুন্দর ভাবে কেটে নিয়েছি চতুর্ভুজ আকারে।

1642853450490.jpg

ধাপ৫

IMG_20220305_165633.jpgIMG_20220305_165705.jpg

চতুর্ভুজ আকারে কেটে নেওয়া কাগজ টিকে ছোট্ট অংশে ভাজ করে নিয়েছি। এবার কাঁচি দিয়ে খুব সুন্দর ভাবে কেটে নিয়েছি।কাটার সময় এমন ভাবে কেটেছি যেন পাপড়ির আকার ধারণ করে।

1642853450490.jpg

ধাপ৬

IMG_20220305_165719.jpgIMG_20220305_165919.jpg

কাটা শেষ হয়ে গেলে মোড়ানো কাগজটি খুলেছি।যা ছবিতে দেখা যাচ্ছে।এরপর আমার প্রয়োজন মত পাপড়ি কেটে নিয়েছি।মোট ২৪ টি পাপড়ি কেটেছি ফুল তৈরির জন্য।

1642853450490.jpg

ধাপ৭

IMG_20220305_170504.jpgIMG_20220305_170518.jpg

এরপর একটির উপর একটি করে পাপড়ি বসিয়ে দিয়েছি আটা দিয়ে।প্রত্যেকটি ফুলে ৪টি করে পাপড়ি দিয়েছি।

1642853450490.jpg

ধাপ৮

IMG_20220305_171943.jpgIMG_20220305_170714.jpg

এরপর গোলাপি রঙের একটি কাগজ নিয়েছি। সেটিকে ছোট্ট একটি অংশে কেটে নিয়েছি। কাপড় কাচি দিয়ে মাথা গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এর পরবর্তীতে সেটিকে গোল করে মুড়িয়ে নিয়েছে। কারণ হলো ফুলগুলোর মাঝখানে দেওয়ার জন্য। এতে করে ফুলটি অনেক সুন্দর দেখা যাবে।

1642853450490.jpg

ধাপ৯

IMG_20220305_181735.jpg

এভাবে ছয়টি ফুল তৈরি করে নিয়েছি। যা ছবিতে দেখা যাচ্ছে।

1642853450490.jpg

ধাপ১০

IMG_20220305_183857.jpg

ফুলগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে এর পিছনে গ্লু গান দিয়ে আঠা লাগিয়ে দিয়েছি। তারপর কাগজের তৈরি ফ্রেমের উপর একটি একটি করে বসিয়ে দিয়েছে।

1642853450490.jpg

ধাপ১১

IMG_20220305_184102.jpg

এভাবে ছয়টি ফুল বসিয়ে দিয়েছে। এ অবস্থায় আমার সম্পূর্ণ ওয়ালমেট টি প্রস্তুত। এখন এটি ঘর সাজানোর জন্য তৈরি।

1642853450490.jpg

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

device:itel1
click:@tareq123

1645850867812.jpg

1646414512209.jpg

1645850867812.jpg

1645775007240.jpg

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহারের মাধ্যমে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি ।আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশন আমার কাছে দারুন লেগেছে। সুন্দরভাবে উপস্থাপন করছেন যা বুঝতে সুবিধা হয়েছে।
আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যিই ভাই আপনার প্রশংসা করতে হয়। আপনার তৈরি এই ধরনের ডাই গুলো দারুন লাগে আমার কাছে। এবারের যে ওয়ালমেট তৈরি করেছেন সেটি অসাধারণ ছিল এবং দেয়ালে দারুন মানিয়েছে। ভালোবাসা রইল এগিয়ে যাও এভাবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে গঠনমূলক মন্তব্য করার জন্য। দোয়া রাখবেন যেন সামনে ভালোভাবে ভালো কোন জিনিস তৈরি করে আপনাদের উপহার দিতে পারি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ফুল গুলো খুবই সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে ফুলগুলো বানিয়েছে। দারুন ভাবে উপস্থাপন করেছেন সবকিছু আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যে ও রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি অলমেট তৈরি করেছেন। এই ওয়ালমেট গুলো দেখতে আসলেই খুবই সুন্দর হয়। আর খুব সহজে তৈরি করা যায়। আপনি এই ওয়ালমেট তৈরি করার পদ্ধতিটি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনি বড় বড়ি অনেক সুন্দর মন্তব্য করেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে ওয়ালমেট এর দুই পাশের ফুলগুলোর জন্য ওয়ালমেট টি বেশি আকর্ষণীয় লাগছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যে ও রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করছেন আপনি। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক ধৈর্য্য নিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ওয়াও ভাইয়া অসাধারণ একটা পোস্ট শেয়ার করেছেন আজকে। রঙিন কাগজ দিয়ে অসাধারণ ওয়ালমেট তৈরি করেছেন আপনি। ভালোই দেখাচ্ছে আপনার ওয়ালমেট দেখতে। প্রত্যেকটা ধাপ নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করে আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে গঠনমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।

 2 years ago 

রঙ্গিন কাগজের ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। অনেক দক্ষতার সাথে এই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাই আপনি অনেক কষ্ট করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে কিন্তু একটি বিষয়ে আপনি ভুল করেছেন। আপনার দেয়ালের রং আর ওয়ালমেট এর রং প্রায় একই রকম হয়ে গেছে।

আসলে ভাইয়া ঘরের দেয়ালের রং ও সবুজ তাই এটি দেখতে একটু খারাপ লাগছে। যাইহোক এত সুন্দর ভাবে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43