DIY-এসো নিজে করি//কটনবাট দিয়ে ফুলদানি তৈরি//10% beneficiary @shy-fox

IMG-20220208-WA0007.jpg



২৬ মাঘ ১৪২৮
০৭ রজব ১৪৪৩


বুধবার,০৯ ফেব্রুয়ারি ২০২২



🇧🇩 বাংলাদেশ 🇧🇩

আমি তারেক রহমান। আমার ইউজার আইডি @tareq123

হ্যালো বন্ধুরা ❤️

আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজ আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে যে বিষয়ে আপনাদের মাঝে ভাগাভাগি করতে যাচ্ছি সেটি হচ্ছে কটন বাট দিয়ে ফুলদানি তৈরি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে এখানে আর সময় না কাটিয়ে মূল অংশে ফিরে যাই এবং ফুলদানি তৈরির প্রসেস দেখে নেই।

প্রয়োজনীয় উপকরণ

  • গ্লু গান
  • A4 পেজ
  • কটন বাট
  • মোটা কাগজ
  • কাঁচি

ধাপ১

IMG-20220208-WA0002.jpg

device:oppo a1k

Click : @tareq123

প্রথমে প্রয়োজনীয় উপকরণ গুলো নিয়েছি। (গ্লু গান, মোটা কাগজ, কটন বাট, কাঁচি,A4 সাইজের সাদা কাগজ)।

ধাপ২

IMG-20220208-WA0004.jpg

device:oppo a1k

Click : @tareq123

এরপর A4 সাইজের সাদা কাগজটি চিকন করে কেটে নিয়েছি।তারপর কটনবাট গুলোকে গ্লু গানের আটা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি।প্রতি সারিতে ০৭টি করে কটনবাট লাগিয়েছি। ফুলদানি তৈরি করার জন্য যত গুলো প্রয়োজন ততো গুলো তৈরি করে নিয়েছি।

ধাপ৩

IMG-20220208-WA0005.jpg

device:oppo a1k

Click : @tareq123

এরপর কটনবাট এর সারি গুলোকে কাঁচি দিয়ে কেটে আলাদা করে নিয়েছি।

ধাপ৪

IMG-20220208-WA0006.jpg

device:oppo a1k

Click : @tareq123

তারপর কটনবাট এর উপরের অংশ গুলো ঠিক রেখে কাঁচি দিয়ে নিচের অংশ কেটে নিয়েছি।কাটার সময় সাবধানতার সহিত কেটেছি,যেন কটনবাট গুলো খুলে না যায়।

ধাপ৫

IMG-20220208-WA0001.jpg

device:oppo a1k

Click : @tareq123

এরপর মোটা কাগজ টিকে গোল করে পেচিয়ে নিয়েছে। তারপর গ্লু গান আটা দিয়ে সুন্দর করে কাগজটিকে যুক্ত করে দিয়েছি যেন খুলে না যায়।

ধাপ৬

IMG-20220208-WA0008.jpg

device:oppo a1k

Click : @tareq123

গোলাকার কাগজের উপর সাদা রঙের কাগজ লাগিয়ে দিয়েছি। কারণ সাদা রঙের কাগজটির কারণে কটনবাট গুলো সুন্দর করে ফুটে উঠবে। এরপর কেটে রাখা কটনবাট গুলো একটি একটি করে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে।

ধাপ৭

IMG-20220208-WA0016.jpg

device:oppo a1k

Click : @tareq123

এভাবে সম্পূর্ণ গোলাকার কাগজের উপর খুব সুন্দর ভাবে কটনবাট গুলো লাগিয়ে দিয়েছে।

ধাপ৮

IMG-20220208-WA0012.jpg

device:oppo a1k

Click : @tareq123

কটনবাট লাগানো শেষ হয়ে গেলে একটি মোটা কাগজ গোল ভাবে কেটে নিয়েছি।

ধাপ৯

IMG-20220208-WA0011.jpg

device:oppo a1k

Click : @tareq123

এরপর সেটিকে সেই গ্লু আটা দিয়ে কটনবাট লাগানো কাগজের সঙ্গে খুব সুন্দর ভাবে যুক্ত করে দিয়েছে।

ধাপ১০

IMG_20220209_090504_548.jpg

device:oppo a1k

Click : @tareq123

এরপর সেই গোলাকার মোটা কাগজের উপর একইভাবে কটনবাট লাগিয়ে দিয়েছে।

ধাপ১১

IMG-20220208-WA0000.jpg

device:oppo a1k

Click : @tareq123

এ পর্যায়ে এটি সম্পূর্ণ রূপে প্রস্তুত।
আশাকরি কলমদানি তৈরীর প্রত্যেকটি প্রসেস আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

1641402500107.jpg

ধন্যবাদ সবাইকে

1641402500107.jpg

1642185090956.jpg

Sort:  
 3 years ago 

ওয়াও কি দারুন একটি ফুলদানি তৈরি করলেন। কটনবার দিয়ে এত সুন্দর ফুলদানি তৈরি করা যায় আমি তো আগে জানতাম না। আমার কাছে খুবই অসাধারণ লাগলো আপনার তৈরি করা ফুলদানিটা। এই ফুলদানির মধ্যে গোলাপ ফুল রাখলে তো মনে হয় সাধারণ দেখাবে। আপনি যত্নসহকারে অনেক সুন্দর ভাবে ফুলদানিটা তৈরি করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤩🤩

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ঠিক বলেছেন এখানে গোলাপ ফুল রাখলে আরো অনেক সুন্দর দেখা যেত। কিন্তু ব্যস্ততার কারণে ফুল তৈরি করতে পারেনি। যাই হোক আপনার জন্যও অনেক অনেক রইলো শুভকামনা।🥰

 3 years ago 

  • ওয়াও ভাইজান খুব অসাধারণ একটি ফুলদানি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি ফুলদানি খুব অসাধারণ হয়েছে। আমার কাছে খুব অসাধারণ লেগেছে আপনার ধাপে ধাপে উপস্থাপনা। আপনার উপস্থাপনা আমার খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।🥰❤️

 3 years ago 

অসাধারণ একটি ক্রিয়েটিভিটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো এটা দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক পরিশ্রম করে এটা তৈরি করেছেন আর এটা বানাতে অনেক ধৈর্য্যৈর প্রয়োজন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে গঠনমূলক মন্তব্য করার জন্য। আর আপনি ঠিক বলেছেন এখানে পর্যাপ্ত পরিশ্রম এবং সময়ের প্রয়োজন হয়েছিল।

ভাইয়া আপনি অনেক সুন্দর করে কটনবাট দিয়ে ফুলদানি তৈরি করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখে মনে হচ্ছে বাজার থেকে কেনা কোন ফুলদানি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

কটন বার্ড দিয়ে ফুলদানি আমার কাছে ইউনিক একটা কাজ মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা।

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কটনবাট দিয়ে ফুলদানি তৈরি দারুন হয়েছে।অনেক সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা এই ফুলদানিটি দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে। আপনি তো অসাধারণ একটি ফুলদানি তৈরি করে ফেলেছেন। রইল এই ফুলদানিতে ফুল রাখলেও দারুন লাগতো। আমি তো ভাবতেই পারছিনা এভাবে ফুলদানি তৈরি করা যাবে। কটনবাট দিয়ে অনেক সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। আমার মনে হচ্ছে এটি তৈরি করতে অনেক সময় লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

কটন বাড দিয়ে ফুলদানি তৈরি অসাধারণ হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর একটা ফুলদানি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কটন বার দিয়ে আপনি খুবই সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন ভাই। সত্যিই এটা অনেক প্রতিভার কাজ আপনার প্রতিভা আছে বলতে হবে। আর অবশ্যই এটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং আপনি এর সাথেসাথে উপস্থাপনাটা অনেক সুন্দর করেছেন। শুভকামনা রইল আপনার জন্য এভাবে যেন আরও সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিতে পারেন।

এত সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের মাঝে সুন্দর সুন্দর কাজ উপস্থাপন করার ইনশাআল্লাহ।

 3 years ago 
কটনবার দিয়ে তৈরি ফুলদানি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। দেখে অনেক ভালো লাগলো। আশা করতেছি ভবিষ্যতে আরো ভালো কিছু দেখার আশায় থাকবে আপনার কাছ থেকে।

জি ভাই অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করার ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90827.60
ETH 3116.50
USDT 1.00
SBD 2.97