ধান চারা রোপণের পদ্ধতি//10% beneficiary @shy-fox
২৫ মাঘ ১৪২৮
০৬ রজব ১৪৪৩
মঙ্গলবার,৮ ফেব্রুয়ারি ২০২২
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লক পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজ আবারো একটি নতুন পোস্ট হয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটি হলো ধান চারা রোপণের পদ্ধতি।
সম্পূর্ণ পৃথিবীতে অনেক মানুষ কৃষির সঙ্গে সংযুক্ত। তবে বাংলাদেশের মানুষের সঙ্গে এই কৃষি কাজ গভীর ভাবে মিশে আছে। বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষেরা কৃষির উপরে নির্ভরশীল। আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। এদেশের মাটি বিভিন্ন রকম ফসল চাষ আবাদের জন্য একদম উপযুক্ত। তবে বিভিন্ন অঞ্চলের মাটি বিভিন্ন রকম এবং সেই অঞ্চলগুলোতে বিভিন্ন রকমের শাক ,সবজি ও ফল চাষ আবাদ হয়ে থাকে। সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গের রংপুর বিভাগের মাটি একটু বেশি ভালো। এই মাটিতে ধান ,আম, কাঁঠাল, লিচু ,পেয়ারা, বরই ইত্যাদি চাষ আবাদ হয়ে থাকে। তবে রংপুর অঞ্চল তামাকের জন্য বিখ্যাত।
রংপুর বিভাগের দিনাজপুর জেলা চাষ আবাদের মাধ্যমে খ্যাতি অর্জন করেছে। দিনাজপুর অঞ্চলে ধান থেকে শুরু করে সব রকম ফল, শাকসবজি চাষ আবাদ হয়ে থাকে। সারা বাংলাদেশে দিনাজপুর অঞ্চল থেকে বেশি পরিমাণ শাকসবজি ,ফলমূল ও ধান রপ্তানি হয়। দিনাজপুর অঞ্চলের মাটি লিচু চাষের জন্য বিখ্যাত। এছাড়াও ধান, গম, ভুট্টা ,শরিষা এবং বিভিন্ন রবি শস্য চাষ আবাদ হয়ে থাকে।
ধান
ধান, ধান মানুষের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। কারন ধান থেকে চাল তৈরি হয় এবং সে চাল দিয়ে আমরা ভাত খেয়ে থাকি। উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষ তিন বেলা ভাত না খেলে শরীরের আমিষের চাহিদা পূরণ করতে পারেনা। এই কারণেই বাঙ্গালীদের বলা হয় মাছে ভাতে বাঙালি। এখন আমরা ধানের চারা রোপণ সম্পর্কে জানব। চলুন তাহলে মূল অংশে ফিরে যাই।
- প্রথমেই জমিতে সেচ দেওয়ার জন্য মটর বা যান্ত্রিক মেশিন ব্যবহার করা হয়।জমির মাটিকে খুব ভালভাবে ভিজিয়ে নেওয়ার জন্য জমিতে সেচ দেওয়া হয়। এতে করে জমির মাটি নরম হয় এবং উর্বরতা বৃদ্ধি পায়।
- জমির মাটি খুব ভালোভাবে ভিজে গেলে মাটিগুলো কে নরম করে নেওয়ার জন্য পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে নেওয়া হয়। এতে করে জমির মাটি পর্যাপ্ত পরিমাণে নরম হয়ে আসে। তারপর ধানের চারা লাগানোর জন্য মাটি উপযুক্ত হয়।
- জমির মাটি চাষ করা শেষ হলে বিভিন্ন জায়গায় উঁচু-নিচু অবস্থা দেখা দেয়। যেগুলোকে আবার মই দিয়ে সমান করে নিতে হয়। কারণ জমির মাটি সমান না থাকলে সঠিক পরিমাণে পানি সরবরাহ দেওয়া খুবই কষ্টসাধ্য হয়।এ কারণে জমির মাটিকে সমান করা হয়ে থাকে। যা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন।
- জমির মাটি ভালোভাবে চাষ হয়ে গেলে এবং সমান করা হয়ে গেলে চারা রোপণের জন্য উপযুক্ত হয়ে যায়। এরপর কৃষকেরা সেই চারা গুলো তুলে নিয়ে এসে জমিতে রোপণ করা শুরু করে। ছবিতে দেখতেই পারছেন চারা কিভাবে রোপন করা হয়। এ চারা গুলো কৃষকেরা এমন ভাবে রোপন করে যে, চারাগুলোর দ্রুত অতিরিক্ত ফাঁকা বা ঘন হয় না। ঠিক স্বাভাবিক দ্রুত বজায় রেখে চারাগুলো রোপন করা হয়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
click: | @tareq123 |
---|---|
device: | itel 1 |
location: | ///shipyards.magically.corrupted |
আমি গ্রামের ছেলে জন্ম হয়েছে গ্রামে। তাই আমি ধান চাড়া রোপনের পদ্ধতি সম্পর্কে আগে থেকেই অবিহিত। তবে যারা বিষয় টা আগে থেকে জানে না তাদের জন্য অনেক উপকার হবে। আপনাকে অনেক ধন্যবাদ ইউনিক একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দারুণ অনেক সুন্দর ভাবে গ্রামের দৃশ্যের একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে বিস্তারিত করে তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো আপনার কাজটি দেখে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ।
ভাইয়া আপনি সঠিক বলেছেন আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে সম্পর্কযুক্ত। আর তাদের প্রধান পেশা কৃষি। আর অত্যন্ত সুন্দর হয়েছে আপনার প্রতিটা ছবি। পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা জমিতে ধানের বীজ রোপন করা দেখতে সত্যিই অসাধারণ লাগতেছে। অনেক ধন্যবাদ ভাইয়া
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। গ্রামের প্রতিটি লোক কৃষি কাজের উপর নির্ভরশীল। ধানের চারা রোপনের দৃশ্য গুলো ধাপে ধাপে তুলে ধরেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত করার জন্য।
ধানের চারা রোপণ গ্রামীণ জীবন যাপনের এক অবিচ্ছেদ্য অংশ। খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনি পুরো বিষয়টি তুলে ধরেছেন। ভালো লেগেছে আপনার পোস্টটি শুভেচ্ছা রইল আপনার জন্য।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। আমি ধান রোপন সম্পর্কে কিছুটা জানি। কিন্তু আপনার পোস্ট দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধান চারা রোপণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারলাম। এর সম্পর্কে অনেক গুলো বর্ণনা করেছেন। আপনার বর্ণনা গুলো পড়ে অনেক কিছুই শিখতে পেরেছি। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।