নিজ হাতে তৈরি মজাদার বাঁধাকপি ভাজি//10% beneficiary @shy-fox

IMG_20220122_143602.jpg



০৮ মাঘ ১৪২৮
১৮ জমাদিউস সানি ১৪৪৩


শনিবার,২২ জানুয়ারি ২০২২



1642755874663.jpg

🇧🇩বাংলাদেশ🇧🇩

আমি তারেক রহমান

আমার ইউজার আইডি @tareq123

1642755874663.jpg

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি। দিনে দিনে শীতের তাপমাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে। আর অপর পাশে "করনা" আবারও হানা দিচ্ছে সারা বিশ্বে। আল্লাহতালার কাছে প্রার্থনা করি যেন আমাদের সবাইকে তিনি সুস্থ ও সবল রাখে।

শীতের মৌসুমে নতুন নতুন শাকসবজি সবাই বেশ উপভোগ করছি। আমি আজ শীতের নতুন একটি সবজির রেসেপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রেসিপিটি হলো বাঁধাকপি ভাজি। আমার সবথেকে প্রিয় একটি সবজি। আর বাঁধাকপি প্রায় সবাই পছন্দ করে থাকে। আজকের রেসিপিটি সম্পূর্ণ আমি নিজ হাতে তৈরি করেছি। বাঁধাকপি কাটা থেকে শুরু করে রান্না শেষ করা পর্যন্ত। আশা করি সবাইকে ভালো লাগবে। চলুন তাহলে এখানে আর আমরা সময় নষ্ট না করে রেসেপির মূল অংশে ফিরে যায়।

প্রয়োজনীয় উপকরণ

১/বাঁধা কপি১টি
২/আলু৭টি
৩/কাচা মরিচপরিমান মতো
৪/পেঁয়াজ৪টি
৫/হলুদপরিমান মতো
৬/মসলা গুড়াপরিমান মতো
৭/লবণপরিমান মতো
৮/ধনিয়া পাতাপরিমান মতো
৯/তেল১কাপ

1642755874663.jpg

ধাপ১

IMG_20220122_134721.jpgIMG_20220122_135429.jpg

প্রথম অবস্থায় একটি বাঁধাকপি খুব সুন্দর ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছে। তারপর আলুগুলো স্বাভাবিক পরিমাণে ছোট ছোট করে কেটে নিয়েছে।

1642755874663.jpg

ধাপ২

IMG_20220122_134704.jpg

এরপর কাঁচামরিচ বেটে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে।

1642755874663.jpg

ধাপ৩

IMG_20220122_135513.jpg

এরপর আলু, বাঁধাকপি পরিষ্কার পানিতে ধুয়ে একটি কড়াইয়ে নিয়েছি। সেগুলোর উপর বেটে রাখা কাঁচা মরিচ গুলো দিয়েছে।

1642755874663.jpg

ধাপ৪

IMG_20220122_135543.jpg

এরপর কুচি করা পেঁয়াজগুলো দিয়েছি।

1642755874663.jpg

ধাপ৫

IMG_20220122_135608.jpg

তারপর পরিমান মত হলুদ দিয়েছি।

1642755874663.jpg

ধাপ৬

IMG_20220122_135650.jpg

এরপর পরিমান মত তেল ঢেলে দিচ্ছি। এখানে লবণ এবং মসলা না দেওয়ার কারণ হলো। এগুলোতে তাপ দেওয়ার পর সবগুলো অল্প পরিমাণে হয়ে যাবে। যদি আমি এই অবস্থায় লবণ এবং মসলা দিতাম তাহলে লবণ এবং মসলার পরিমান বেশি হয়ে যেত।

1642755874663.jpg

ধাপ৭

IMG_20220122_140420.jpg

এরপর কড়াইটিকে চুলার উপর বসিয়ে দিয়েছি এবং তাপ দেওয়া শুরু করেছি। অতিরিক্ত তাপের কারণে খুব দ্রুত বাঁধাকপি পরিমাণ কমতে শুরু করেছে।এরপর একটি চামচ দিয়ে মসলা গুলোকে বেশ সুন্দরভাবে একত্রিত করেছি।

1642755874663.jpg

ধাপ৮

IMG_20220122_140649.jpg

সবগুলোর মিশ্রন খুব সুন্দরভাবে হয়ে গেলে পরিমান মত লবণ দিয়ে দিয়েছি।

1642755874663.jpg

ধাপ৯

IMG_20220122_140848.jpg

তারপর ধনিয়া পাতা দিয়েছি।

1642755874663.jpg

ধাপ১০

IMG_20220122_141157.jpg

এরপর মসলা গুড়া দিয়ে খুব সুন্দর ভাবে আবার একত্রিত করেছি। আপনাদের তো একটা বিষয় বলা হয়নি। বাঁধাকপি রান্নার সময় বাঁধাকপিতে কোন অবস্থায় পানি দেওয়া যাবে না। কারণ বাঁধাকপি গুলো চুলার উপর তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোর ভেতর থেকে পানি বের হয়ে আসে। যে একটু পানি বের হয়ে আসে সেগুলো দিয়ে পাতাগুলো সিদ্ধ হয়ে যায়।

1642755874663.jpg

ধাপ১১

IMG_20220122_140930.jpg

ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেই। এই অবস্থায় প্রায় 10 থেকে 12 মিনিটের মত ঢেকে রেখে ছিলাম।

1642755874663.jpg

ধাপ১২

IMG_20220122_142914.jpg

12 মিনিট পর ঢাকনা খুলে দেখি পানি অনেকটাই কমে এসেছে। তারপর চামচ দিয়ে একটু নেড়ে দেই।

1642755874663.jpg

ধাপ১৩

IMG_20220122_140925.jpg

তারপর আবারো ঢাকনা দিয়ে দেই পানি গুলো কমিয়ে যাওয়ার জন্য। এই অবস্থায় 5 মিনিট রেখেছিলাম।

1642755874663.jpg

ধাপ১৪

IMG_20220122_143250.jpg

5 মিনিট পর ঢাকনা খুলে দেখি কড়াইয়ে কোন প্রকার পানি নেই। চামচ দিয়ে খুব দ্রুততার সহিত সে গুলোকে একটু নাড়াচাড়া করি। যেন কড়াইয়ে নিচে দাগ লেগে না যায়।

1642755874663.jpg

ধাপ১৫

IMG_20220122_143602.jpg

অল্প কিছুক্ষণ পর সে গুলোকে একটি বাটিতে তুলে নিয়েছি। এখন এটি খাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।

1642755874663.jpg

আশা করি আমার নিজ হাতে তৈরি বাঁধাকপি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। সকলের মঙ্গল কামনা করে আমি আমার রেসিপির সংক্ষিপ্ত বর্ণনা এখানেই সমাপ্ত করলাম।

1642755874663.jpg

আল্লাহাফেজ

1642755874663.jpg

1642185090956.jpg

Sort:  
 3 years ago 

বাঁধাকপি খেতে আমি অনেক ভালবাসি বিশেষ করে শীতকালে বাঁধাকপি আমার অনেক প্রিয় একটি খাবার । আপনি চমৎকার ভাবে গুছিয়ে বাঁধাকপি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি আগে কখনো বাঁধাকপি রেসিপি রান্না করিনি তবে আপনার অভিজ্ঞতাটি উপভোগ করতে পারে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

নিজের হাতে তৈরি মজাদার বাঁধাকপি ভাজি আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং রুটির সাথে ভাজি গুলা খেতে অসাধারণ লাগে। আমিও খায়। দারুণভাবে জমে উঠে


IMG_20220106_113311.png

 3 years ago 

বাঁধাকপি ভাজি খেতে আমার এমনিতেই খুব ভালো লাগে। বেশিরভাগ সকালে রুটির সাথে খেতে বাঁধাকপি ভাজি তো আরো সুস্বাদু হয়। তেমনি আপনি প্রথমবার তৈরি করেছেন হিসাবে অনেক সুন্দর রেসিপি তৈরি করেছেন। সত্যিই আপনার রেসিপি টা অসাধারন ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24