DIY-এসো নিজে করি, পেন্সিল দিয়ে অঙ্কন করা বাস্তব একটি সুন্দর্য//10% beneficiary @shy-fox

IMG_20211126_161520.jpg

১১ অগ্রহায়ণ ১৪২৮ শুক্রবার,২৬ নভেম্বর ২০২১,২০ রবিউস সানি ১৪৪৩

হ্যালো বন্ধুরা


আমার বাংলা ব্লগ পরিবারের সকল ভাই ও বোন কে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম, এবং অন্য ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি চিত্র অংকন পোস্ট নিয়ে হাজির হলাম।

সকাল থেকেই অনেক চিন্তার ভিতরে আছি। আমার বাংলা ব্লগে কি পোস্ট করব কিছু খুজে পাচ্ছিনা।১২ দিকে গোসল শেষ করে চিত্র অংকনের কথা মাথায় আসলো। তারপর নামাজ পড়ে এসে খাতা পেন্সিল নিয়ে বসে পড়লাম চিত্র অঙ্কনের জন্য। চলুন তাহলে এখানে আর সময় না কাটিয়ে মূল অংশে ফিরে যাই।

প্রয়োজনীয় উপকরণ

পেজ ১টিA4
পেন্সিল2B,HB
রাবার১টি

🎨🖌️ধাপ১🎨🖌️


IMG_20211126_161947.jpg

Device: itel 1

Click : @tareq123

প্রথমে দুটি পেন্সিল, একটি রাবার,একটি পরিষ্কার পেজ নিয়েছি।

🎨🖌️ধাপ২🎨🖌️


IMG_20211126_154021.jpg

Device: itel 1

Click : @tareq123

এরপর মাথা টুপির মোড়ানো অংশটুকু সাবধানতার সহিত সর্বপ্রথম অংকন করেছি।

🎨🖌️ধাপ৩🎨🖌️


IMG_20211126_154315.jpg

Device: itel 1

Click : @tareq123

তারপর মাথা টুপির দুই পাশের অংশ এবং উপরের অংশ অংকন করেছি।

🎨🖌️ধাপ৪🎨🖌️


IMG_20211126_162925_965.jpg

Device: itel 1

Click : @tareq123

এরপর টুপির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এর উপরে কয়েকটি দাগ টেনে দিয়েছি।

🎨🖌️ধাপ৫🎨🖌️


IMG_20211126_162902_958.jpg

Device: itel 1

Click : @tareq123

তারপর টুপির মোড়ানো অংশে ঠিক একইভাবে দাগ টেনে দিয়েছি। যেন সম্পূর্ণ টুপিটি দেখতে অনেক সুন্দর হয়।

🎨🖌️ধাপ৬🎨🖌️


IMG_20211126_162835_131.jpg

Device: itel 1

Click : @tareq123

এরপর চুলের অংশ এবং মুখের অংশ অংকন করেছি। মুখের অংশ অংকনের সময় সাবধানতা অবলম্বন করেছি। যেন আকাঁ বাকাঁ হয়ে না যায়। আমি মনে করি,একটি মানুষের মুখের চিত্র অঙ্কন করা খুবই কষ্টকর একটি বিষয়।

🎨🖌️ধাপ৭🎨🖌️


IMG_20211126_162808_595.jpg

Device: itel 1

Click : @tareq123

এরপর চুলের পিছনের অংশ এমনভাবে একে নিয়েছি যেন মুখের অংশের সাথে একটু মিশে যায়। যদি চুল বড় রাখতাম তাহলে দেখতে একটু খারাপ দেখা তো।

🎨🖌️ধাপ৮🎨🖌️


IMG_20211126_162726_183.jpg

Device: itel 1

Click : @tareq123

এরপর থুতনির নিচের অংশে একইভাবে চুলের একটু অংশ বের করে দিয়েছি। এতে করে মুখটি একটি নির্দিষ্ট স্থানে বোঝা যাচ্ছে।

🎨🖌️ধাপ৯🎨🖌️


IMG_20211126_162701_083.jpg

Device: itel 1

Click : @tareq123

এরপর চোখ অংকন করে দিয়েছি এবং খেয়াল রেখেছি যেন বেশি উপরে উঠে নেয়া যায়।

🎨🖌️ধাপ১০🎨🖌️


IMG_20211126_162631_580.jpg

Device: itel 1

Click : @tareq123

এরপর ঘাড়ের অংশ থেকে ধীরে ধীরে স্কেচ করেছি। এবং মাথার টুপি থেকে শুরু করে চুল সবগুলো একটু একটু করে স্কেচ করে দিয়েছি যেন দেখতে সুন্দর হয়।

🎨🖌️ধাপ১১🎨🖌️


IMG_20211126_161520.jpg

Device: itel 1

Click : @tareq123

এরপর সম্পূর্ণ ছবি টি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য ধীরে ধীরে স্কেচ করে নিয়েছি। এই ছবিটিতে আমার কাছে সব থেকে বেশি কঠিন লেগেছে মুখ অঙ্কনের সময়। আসলেই এটি অনেক কষ্ট করে একটি বিষয়।

আমার চিত্রের সংক্ষিপ্ত বিবরণ এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।

Sort:  
 3 years ago 

ভাই অনেক সুন্দর অঙ্কন করেছেন বলতে গেলে খুবই অসাধারণ আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ ভাই আপনি ছবি অংকন তো অনেক ভালো পারেন। আপনার অংকন করা নিষ্পাপ এই মেয়েটির ছবি দেখে আমার অনেক ভালো লাগছে, এত অসাধারণ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সুন্দরভাবে ১১ টি ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

যাক আপনার অংকন দেখে খুবই ভালো লাগলো। আপনি অংকন করার চেষ্টা করেছেন পেন্সিল দিয়ে বাস্তব একটি সৌন্দর্য একটি মেয়ের তুলে ধরেছেন। আসলেই অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার অঙ্কনের পদ্ধতি ভালই ছিল।

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি ড্রয়িং শেয়ার করেছেন আপনি। শীতকালে শীতের গরম পোশাক পরা মেয়েটিকে দেখতে ভালোই লাগছে। খুব সুন্দর করে প্রত্যেকটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করেছেন। আশা করছি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ড্রইং শেয়ার করবেন। শুভকামনা রইল আপনার জন্য।

জি আপু অবশ্যই। আমি আমার পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সামনে ভালো কোন অংকন উপস্থাপন করার।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে আপনার অঙ্কন টি । দেখে ভালোই লাগল । আশা করি পরবর্তীতে আপনার কাছে থেকে আরো সুন্দর সুন্দর অঙ্কন উপহার পাবো ।

ধন্যবাদ আপনাকে ।

জি অবশ্যই।
এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

আপনি ধীরে ধীরে স্কেস করে যে মেয়েটির ছবি অঙ্কন করেছেন তা সত্যিই অসাধারণ হয়েছে। আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে স্পষ্ট ফুটে উঠেছে। বিশেষ করে তার টুপি এবং চুলের দৃশ্যটি অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার আগামীর জন্য শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার প্রতি।

 3 years ago 

সত্যি ভাই আপনার পেন্সিল দিয়ে বাস্তব সৌন্দর্য অংকন দেখে আমাকে ভালো লাগলো বটে। তবে, ছবিটি ভালো লেগেছে। কিন্তু সরাসরি বাস্তব সৌন্দর্য অংকন বিষয়টা দেখে আমি অবাক হয়েছি।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ পেন্সিল দিয়ে আপনি খুবই সুন্দর একটি আর্ট করেছেন একদম শীতের সময় এর পারফেক্ট আর্ট টি। যা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে ।আপনার অঙ্কন করে টুপিটির অঙ্কনকে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

পেন্সিল দিয়ে খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছে।ন এই চিত্রটি দেখে আমি সত্যিই অনেক আনন্দিত হয়েছি। কারণ এই চিত্রটি আমি নিজে অংকন করতে চেয়েছিলাম। তবে আপনার অংকন খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Loading...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72