সুস্বাদু ও মজাদার মুরগির মাংসের রেসিপি//10% beneficiary @shy-fox

IMG_20220121_215610.jpg



১১ মাঘ ১৪২৮
২১ জমাদিউস সানি ১৪৪৩


২৫ জানুয়ারি ২০২২

আসসালামু আলাইকুম

🇧🇩 বাংলাদেশ 🇧🇩

1642755874663.jpg

আমি তারেক রহমান

আমার ইউজার আইডি @tareq123

1642755874663.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভাল আছি। আজ আবারও আপনাদের মধ্যে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো মুরগির মাংসের রেসিপি। শীতের সময় মুরগির মাংস পছন্দ করে না এমন মানুষ খুবই সীমিত পরিমাণে দেখা যায়। আর মুরগির মাংস সবার কাছেই প্রিয়।

তাই চিন্তা করলাম সবার প্রিয় একটি রেসিপি সবার সাথে ভাগাভাগি করে নেই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটি। চলুন তাহলে এখানে আর সময় না কাটিয়ে আমরা রেসিপির মূল অংশে ফিরে যাই এবং খুব সুন্দর ভাবে রেসিপির প্রসেস উপভোগ করি।

প্রয়োজনীয় উপকরণের তালিকা

ক্রমিক নম্বরউপকরণের নামউপকরণের পরিমান
১•মুরগির মাংস১কেজি
২•পেঁয়াজ৬-৭টি
৩•রসুন৪-৫টি
৪•আদাপরিমান মতো
৫•শুকনা মরিচপরিমান মতো
৭•তেল২কাপ
৮•লবণ১চামচ
৯•মসলা গুড়া১চামচ
১০•হলুদ গুড়া১চামচ

1642853450490.jpg

ধাপ১

IMG_20220121_211241.jpg

device:itel 1

Click : @tareq123

প্রথমেই শুকনো মরিচ, রসুন, আদা খুব সুন্দর ভাবে বেটে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি।

1642853450490.jpg

ধাপ২

IMG_20220121_211444.jpg

device:itel 1

Click : @tareq123

তারপর মাংসগুলো খুব সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি। যেন কোন প্রকার ময়লা লেগে না থাকে।

1642853450490.jpg

ধাপ৩

IMG_20220121_211832.jpg

device:itel 1

Click : @tareq123

এরপর একটি কড়াই নিয়েছি। তারপর কড়াইয়ে উপর 2 কাপ তেল দিয়েছে।

1642853450490.jpg

ধাপ৪

IMG_20220121_211914.jpg

device:itel 1

Click : @tareq123

তেল গুলো গরম হয়ে গেলে সেখানে পেঁয়াজগুলো দিয়ে দেই। তারপর খুব সুন্দর করে চামচ দিয়ে নেড়ে নিয়েছি।

1642853450490.jpg

ধাপ৫

IMG_20220121_212054.jpg

device:itel 1

Click : @tareq123

খুব সুন্দর ভাবে মিশ্রণ হয়ে গেলে রসুন গুলো দিয়ে দেই। আবার সেই রসুন গুলোকে একত্রিত করে দিয়েছি।

1642853450490.jpg

ধাপ৬

IMG_20220121_212123.jpg

device:itel 1

Click : @tareq123

তারপর বেটে রাখা আদা গুলো দিয়েছি।

1642853450490.jpg

ধাপ৭

IMG_20220121_212223.jpg

device:itel 1

Click : @tareq123

তারপর মরিচ বাটা দিয়েছি। মরিচ বাটার সময় এখানে লবণ দিয়েছিলাম তাই পরবর্তীতে লবণ দেওয়ার প্রয়োজন হয়নি।এরপর খুব ভালোভাবে চামচ দিয়ে সব গুলোকে একত্রিত করে দেই।

1642853450490.jpg

ধাপ৮

IMG_20220121_212301.jpg

device:itel 1

Click : @tareq123

এরপর এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি।

1642853450490.jpg

ধাপ৯

IMG_20220121_212324_1.jpg

device:itel 1

Click : @tareq123

তারপর মশলা গুঁড়ো দিয়েছি। সব উপকরণ দেওয়ার শেষ করার পর চুলার তাপ একটু কমিয়ে খুব সুন্দর ভাবে মিশ্রন করে নিয়েছে।

1642853450490.jpg

ধাপ১০

IMG_20220121_212612.jpg

device:itel 1

Click : @tareq123

মসলার মিশনগুলো হয়ে গেলে সেখানে ধুইয়ে রাখা মাংসগুলো দিয়ে দেই।

1642853450490.jpg

ধাপ১১

IMG_20220121_212721.jpg

device:itel 1

Click : @tareq123

তারপর চামচ দিয়ে খুব সুন্দর ভাবে মাংসগুলোকে মসলা গুলোর সাথে একত্রিত করে দিয়েছি। এ সময় চুলার তাপ খুবই সীমিত ছিল। কারণ অতিরিক্ত তাপ এর কারণে মসলাগুলো কড়াইয়ের নিচে দাগ লেগে যাচ্ছে।

1642853450490.jpg

ধাপ১২

IMG_20220121_214127.jpg

device:itel 1

Click : @tareq123

মাংস গুলোকে একত্রিত করার পর পরিমান মত পানি দিয়েছি। যেন মাংস গুলো একটু সিদ্ধ হয়।

1642853450490.jpg

ধাপ১৩

IMG_20220121_215022.jpg

device:itel 1

Click : @tareq123

তারপর পানি গুলো কমিয়ে আসার জন্য এবং মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য কড়াই এর উপর ঢাকনা বসিয়ে দেই। এই অবস্থায় চুলার তাপ পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করে দিয়েছিলাম।

1642853450490.jpg

ধাপ১৪

IMG_20220121_214900.jpg

device:itel 1

Click : @tareq123

সাত মিনিট পর ঢাকনা তুলে দেখি পানি শুকিয়ে এসেছে। তারপর চামচ দিয়ে খুব সুন্দর ভাবে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। কষানোর সময় চুলার তাপ সীমিত পরিমাণে কমিয়ে দিয়েছিলাম।

1642853450490.jpg

ধাপ১৫

IMG_20220121_215007.jpg

device:itel 1

Click : @tareq123

কষানো শেষ হলে পুনরায় সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেই। এই অবস্থায় লবণ চেখে নিয়েছিলাম। লবণের পরিমাণ টা সামান্য পরিমাণ কম হওয়ায় একটু লবণ দিয়েছি।

1642853450490.jpg

ধাপ১৬

IMG_20220121_215027.jpg

device:itel 1

Click : @tareq123

ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পুনরায় ঢাকনা দিয়ে দিয়েছি কড়াই এর উপর।

1642853450490.jpg

ধাপ১৭

IMG_20220121_215613.jpg

device:itel 1

Click : @tareq123

এরপর 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে দেখিয়ে মাংস গুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। বাটিতে তুলে যেমন ইচ্ছে তেমন করেই পরিবেশন করা যাবে তরকারিটি।

1642853450490.jpg

আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। সকলের মঙ্গল কামনা করে আমি আমার রেসিপি সংক্ষিপ্ত বর্ণনা এখানেই সমাপ্ত করলাম।

1642755874663.jpg

আল্লাহ হাফেজ

1642755874663.jpg

1642185090956.jpg

Sort:  
 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সুস্বাদু ও মজাদার মুরগির মাংস রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে রান্না করেছেন ভাইয়া। আসলে মুরগির মাংস আলাদা একটা স্বাদ পাওয়া যায়। এটি অসাধারণ লাগলো। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার রান্নার ধরন দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 
ওয়াও অনেক সুন্দর সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার মুরগির মাংসের রেসিপি দেখে আমার খুব ভালো লাগলো। মুরগী মাংস আমারএকটি প্রিয় মাংস। আমার বাসায় মাংস রান্না করলে আমি বেশিরভাগ টাই আমি খেয়ে ফেলি। অনেক ভালো লাগে আমার খাইতে। ভাইয়া আপনি অনেক সুন্দর করে মুরগির মাংস রেসিপি তৈরি করছেন দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাইয়া আপনার মুরগির মাংসের কালার দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। এত চমৎকার কালার হয়েছে যে এর স্বাদ অনেক ভালো হবে তা আর বলার দরকার নেই। কালার দেখেই বোঝা যাচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি মুরগির মাংসের রেসিপি শেয়ার করার জন্য।

জি আপু রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল। আপনাদের এত সুন্দর উৎসাহের এর কারণে রান্নার প্রতি আমার অনেকটাই আকর্ষণ চলে এসেছে। তাই হয়তোবা অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে খুবই সুস্বাদু রেসিপি উপস্থাপন করতে পারি। আপনার মন্তব্য শুনে আমি অনেকটাই খুশি হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57343.17
ETH 2341.96
USDT 1.00
SBD 2.35