DIY-এসো নিজে করি//রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি//10% beneficiary @shy-fox

IMG-20220120-WA0003.jpg



০৭ মাঘ ১৪২৮
১৭ জমাদিউস সানি ১৪৪৩


শুক্রবার,২১ জানুয়ারি ২০২২


আমি তারেক রহমান। আমার ইউজার আইডি @tareq123
🇧🇩বাংলাদেশ 🇧🇩

আমার বাংলা ব্লগ পরিবারের আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও মোটামোটি ভাল আছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন সবাই ভাল থাকেন এবং সুস্থ থাকেন। আজ আপনাদের মাঝে আবার নতুন একটি হাতে তৈরি ডাই নিয়ে চলে আসলাম।

সকাল থেকে সময়টি খুবই বিভ্রান্তকর লাগছিল। কি পোস্ট করব এই বিষয়টা নিয়ে ভেবে পাচ্ছিনা। তাই রঙিন কাগজ নিয়ে বসে পড়লাম কিছু তৈরি করার জন্য। কিন্তু শরীরটাও তেমন একটা ভালো নেই। করনা টিকা দিয়ে আসার পর থেকে শরীরে এখন একটু জ্বর রয়ে গেছে। তারপরেও রঙিন কাগজ দিয়ে এটি কলমদানি তৈরি করা শুরু করলাম। কলমদানির প্রত্যেকটি প্রসেস নিচে উপস্থাপন করেছি। আসা করি সবাইকে ভালো লাগবে। চলুন তাহলে কলমদানি তৈরি প্রসেস দেখে নেয়া যাক।

প্রয়জনিয় উপকরণ এর তালিকা

১/কাগজের মোটা কার্ড১টি
২/রঙ্গিন কাগজ১টি
৩/কাচি১টি
৪/গাম১টি
৫/কাটা কম্পাস১টি
৬/পেন্সিল১টি

↘️কাজের প্রসেস↙️

ধাপ১

IMG-20220102-WA0001.jpg

device:oppo a1k

Click : @tareq123

প্রথমেই প্রয়োজনীয় উপকরণ গুলো নিয়েছে। ।

ধাপ২

IMG-20220102-WA0004.jpg

device:oppo a1k

Click : @tareq123

এরপর কাগজের মোটা কার্ড, কাঁটা কম্পাস বসিয়ে গোল করে দাগ কেটে নিয়েছে। এবং কাঁচি দিয়ে খুব সুন্দর ভাবে কেটে নিয়েছি। এরপর রঙিন কাগজটি ঠিক একই পরিমানে গোল করে কেটে নিয়েছি

ধাপ৩

IMG-20220102-WA0005.jpg

device:oppo a1k

Click : @tareq123

এরপর মোটা কাগজের কার্ড এর উপর খুব সুন্দর ভাবে আটা লাগিয়ে দিয়েছি।

ধাপ৪

IMG-20220102-WA0007.jpg

device:oppo a1k

Click : @tareq123

তারপর গোল করে কেটে নেওয়া রঙিন কাগজটি তার উপর বসিয়ে দিয়েছি খুবই ভালো ভাবে।

ধাপ৫

IMG-20220102-WA0008.jpg

device:oppo a1k

Click : @tareq123

এরপর একটি মোটা লম্বা কার্ড নিয়েছি।

ধাপ৬

IMG-20220102-WA0012.jpg

device:oppo a1k

Click : @tareq123

কার্ডটির সমপরিমাণ করে একটি রঙিন কাগজ কেটে নিয়েছি।

ধাপ৭

IMG-20220102-WA0011.jpg

device:oppo a1k

Click : @tareq123

তারপর কার্ড গুলোকে খুব সুন্দর ভাবে গোল করে নিয়েছি। এবং শেষ প্রান্তে আটা দিয়ে খুব সুন্দর ভাবে যুক্ত করে দিয়েছি। এভাবে দুটি গোলাকার গোলক তৈরি করেছি।

ধাপ৮

IMG-20220102-WA0014.jpg

device:oppo a1k

Click : @tareq123

এরপর গোলক দুটির উপর রঙিন কাগজ লাগানোর জন্য খুব ভালো ভাবে আটা লাগিয়ে দিয়েছি এবং খুব ভালো ভাবে যুক্ত করে দিয়েছি।

ধাপ৯

IMG-20220102-WA0017.jpg

device:oppo a1k

Click : @tareq123

রঙিন কাগজ গুলো লাগিয়ে দেওয়ার পর দেখতে এমন হয়েছে।এরপর সে দুটি গোলক গুলোকে একটু শুকানোর জন্য রেখেছিলাম।

ধাপ১০

IMG-20220102-WA0018.jpg

device:oppo a1k

Click : @tareq123

এরপর গোলক দুটিকে যুক্ত করে দেওয়ার জন্য মাঝখানে খুব ভালো ভাবে আটা লাগিয়ে দিয়েছি।আটা লাগানো শেষ হয়ে গেলে সেগুলোকে শুকানোর জন্য ৫মিনিট রেখেছিলাম।

ধাপ১১

IMG-20220120-WA0003.jpg

device:oppo a1k

Click : @tareq123

তারপর শুকিয়ে গেলে কাগজের গোলাকার মোটা কার্ড এর উপর আটা দিয়ে ভালো ভাবে লাগিয়ে দিয়েছি।লাগানো শেষ হলে উপর থেকে গোলক গুলোকে নিচের দিকে চেপে ধরে রেখেছিলাম কিছু সময়।এরপর এটি সম্পূর্ণ প্রস্তুত।
এভাবে আমার কলম দানির প্রসেস এর সমাপ্ত হয়। আশা করি সবাইকে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আমি আমার পোস্ট এর সংক্ষিপ্ত বর্ণনা এখানেই সমাপ্ত করছি।

1641402500107.jpg

ধন্যবাদ সবাইকে

1641402500107.jpg

1642185090956.jpg

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করেছেন যা দেখার মতোই ছিল। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 
  • রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর কলমদানি তৈরি করলেন, দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। আপনার প্রতিটি ধাপ অনেক ভাল ছিল এবং প্রতিটি ধাপে আপনি অনেক ভালো ভাবে উপস্থাপন করেছেন কিভাবে তৈরি করতে হয়। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

➡️ খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন আপনি। এটি দেখতে আমার খুবই ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনা টা খুবই ভালো ছিল। খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ছাএজীবনে কলমদানি খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু। পড়ার টেবিলে এটা থাকা অত‍্যাবশ‍্যকীয়। রঙিন কাগজ দিয়ে কলমদানিটা খুবই ভালো তৈরি করেছেন। বেশ ভালো ছিল আপনার পোস্ট টা।

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন ছাত্রজীবনে কলমদানি খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান একটি বিষয় তুলে ধরার জন্য। এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দেখলাম অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করেছেন। এরকম কলমদানি তে কলম, পেন্সিল এগুলো রাখলে সুবিধাই হয়। আপনি খুব সুন্দর ভাবে কলমদানি তৈরি পদ্ধতিটি আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আপনার তৈরি কলমদানি। এত সুন্দর একটি কলমদানি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটু কলমদানি তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের কলমদানি টি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকারভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন এত সুন্দর একটি কলমদানি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ পোস্টটি দেখে গঠনমূলক কমেন্ট করার জন্য। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50