সার্চ ইঞ্জিন

স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম এবং একমাত্র বাংলা কমিউনিটি আমার বাংলা ব্লগ এর বাংলাভাষী সদস্য আশা করি ভালো আছেন। আজকের পোস্টে আলোচনার বিষয় সার্চ ইঞ্জিন


ছবির উৎস

আধুনিক প্রযুক্তির এই যুগে কোন তথ্য খোঁজার জন্য আমরা সহজেই ইন্টারনেটে সার্চ করতে পারি। হাতে থাকা মোবাইল ফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্রাউজারের সার্চ ইঞ্জিনের নির্দিষ্ট স্থানে কাঙ্খিত শব্দ বা বাক্যটি লিখে কি-বোর্ডের এন্টার বাটন চাপলে নিমিষেই বিস্তারিত তথ্য খুঁজে দেয় সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে একটি সফটওয়্যার প্রোগ্রাম যাকে মাকড়সার সাথে তুলনা করা যায়। ইন্টারনেটের জগতে মাকড়সার জালের মত ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ তথ্য নিজের কাছে জমা রাখে এবং আমাদের প্রয়োজনের সময় চাহিদা মাফিক তথ্য আমাদের সামনে উপস্থাপন করে।

আমরা যখন কোন তথ্য ইন্টারনেটে সার্চ করি তখন সার্চ ইঞ্জিনের ভান্ডারে জমা থাকা কোটি কোটি ওয়েবসাইট থেকে বাছাই করা কাঙ্খিত তথ্যটি আমাদের খুঁজে দেয়। যেমন- আমরা যদি সার্চ ইঞ্জিনের নির্ধারিত বক্সে বাংলায় “বাংলাদেশ,” “ ভারত”, “ফুটবল” “ক্রিকেট” কিংবা ইংরেজিতে “Bangladesh”, “India” “football” “cricket” ইত্যাদি শব্দ লিখে সার্চ দেই, তাহলে সংশ্লিষ্ট তথ্যগুলো মুহূর্তেই পেয়ে যাই। সার্চ ইঞ্জিন এর সাহায্যে অনেকদিন আগে প্রকাশিত পুরনো তথ্য নিমিষে খুঁজে পাওয়া যায়। শুধু টেক্সট নয়, সার্চ ইঞ্জিন এর সাহায্যে যেকোন ছবি, ভিডিও ইত্যাদি খোঁজা যায়।

ছবির উৎস

সার্চ ইঞ্জিনের ধারণাটি অনেক পুরনো। ইন্টারনেট আবিষ্কারেরও বহুদিন আগে ১৯৪৫ সালে “দ্যা আটলান্টিক মান্থলি” নামক মার্কিন ম্যাগাজিনে মেমোরি এবং হাইপারটেক্সট বিষয়ে “অ্যাজ উই মে থিংক” শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। এ প্রবন্ধ থেকে সার্চ ইঞ্জিনের ধারণাটি নিয়ে অনেকে চিন্তাভাবনা শুরু করেন। এই ধারণার উপর ভিত্তি করে ১৯৮৬ সালে hewlett-packard নামক কোম্পানি সার্চ ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়, কিন্তু শতভাগ কার্যকরী না হওয়ায় সেই সার্চ ইঞ্জিন সবার কাছে গ্রহণযোগ্যতা পায়নি।

ছবির উৎস

প্রথম কার্যকর সার্চ ইঞ্জিন উদ্ভাবন করা হয় ১৯৯০ সালে। ইউনিভার্সিটির অধ্যাপক জেরাল্ড সালটন সেই সার্চ ইঞ্জিনটি উদ্ভাবন করেছিলেন। তবে নিজের উদ্ভাবিত সার্চ ইঞ্জিনের পূর্ণাঙ্গ ব্যবহার দেখার সৌভাগ্য তার হয়নি। ৪ বছর পরে ১৯৯৫ সালে তিনি মারা যান।

বর্তমানে সবার কাছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হিসেবে তালিকার উপরে রয়েছে গুগল, ইয়াহু, বাইদু, এওএল, আস্ক ইত্যাদি। এছাড়াও বাংলাদেশে তৈরি হওয়া সার্চ ইঞ্জিন pipilika.com এবং ভারতে তৈরি হওয়া সার্চ ইঞ্জিন qmamu.com এর কথা উল্লেখ করা যায়।

Sort:  
 3 years ago 

তবে বর্তমানে প্রযুক্তির এই যুগে এই সার্চ ইঞ্জিনের বেশ চাহিদা রয়েছে, আমরা সবাই অনেক কিছুর জন্য সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করি। ধন্যবাদ খুব সুন্দর ও তথ্য বহুল কিছু ভাগ করে নেয়ার জন্য।

প্রশংসা এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। 😊

 3 years ago 

অনেক ভালো একটি পোষ্ট করেছেন ভাই

তথ্যপ্রযুক্তির যুগে সার্চ ইঞ্জিনের গুরুত্ব অপরিহার্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63179.13
ETH 2573.33
USDT 1.00
SBD 2.72