সোপ অপেরা / ডেইলি সোপ

স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম এবং একমাত্র বাংলা কমিউনিটি আমার বাংলা ব্লগ এর বাংলাভাষী সদস্য আশা করি ভালো আছেন। আজকের পোস্টে আলোচনার বিষয় “সোপ অপেরা” বা “ডেইলি সোপ”


ছবির উৎস

রেডিও এবং টিভি চ্যানেলগুলোতে যেসব ধারাবাহিক নাটক প্রচারিত হয় তাকে অনেক সময় “সোপ অপেরা” বা “ডেইলি সোপ” নামে অভিহিত করা হয়। নাটকের সঙ্গে সোপ অর্থাৎ সাবানের নামকরণের বিষয়টি বেশ মজার। টেলিভিশন আবিষ্কার ও জনপ্রিয় হওয়ার আগে বিনোদনের উৎস হিসেবে রেডিও-ই ছিলো মানুষের বিনোদনের অন্যতম উৎস। সে সময়ে রাতের বেলা রেডিওতে প্রচারিত অনুষ্ঠানগুলো বেশ জনপ্রিয় ছিল। ১৯২০ এর দশকে আমেরিকার রেডিও চ্যানেলগুলো তাদের শ্রোতা সংখ্যা বাড়ানোর পাশাপাশি মুনাফা বৃদ্ধি করতে জোর দেয়। তাই রাতের অনুষ্ঠানগুলোর মতোই শ্রোতাদের আকর্ষণ করতে দিনের বেলায় ধারাবাহিক নাটক প্রচার করা শুরু হয়।

১৯৩০ সালের ২০শে অক্টোবর শিকাগো শহরের স্থানীয় ডব্লিউজিএন রেডিওতে “পেইন্টেড ড্রিমস” নামে প্রথম ধারাবাহিক নাটক প্রচারিত হয় এবং পরবর্তীকালে অন্যান্য রেডিও চ্যানেলেও ধারাবাহিক নাটক প্রচারিত হতে থাকে। দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে ওঠা এই নাটকের প্রধান শ্রোতা ছিলেন মূলতঃ গৃহিণীরাই। আর গৃহিণীদের পছন্দের নাটক হওয়ায় এসব নাটকে প্রচার শুরুর আগে ও মধ্য-বিরতিতে বিভিন্ন কাপড় কাচার সাবান এবং ডিটারজেন্ট পাউডার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের বিজ্ঞাপন দেয়া শুরু করে। সেই সময়ের পত্রিকাগুলো এই ধারাবাহিক নাটকের নাম দেয় “সোপ অপেরা” বা “ডেইলি সোপ”। ১৯৫০ এবং ৬০ এর দশকে টিভিতেও জায়গা করে নেয় “ডেইলি সোপ”। বর্তমানে রেডিও এবং টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটকের মাণ, উপাদান, কাহিনীবিন্যাস ইত্যাদিতে অনেক পরিবর্তন এলেও এসব নাটককে আগের মতোই “সোপ অপেরা” বা “ডেইলি সোপ” নামে অবহিত করা হয়।

Sort:  
 3 years ago 

তথ্যবহুল পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43