পৃথিবী এবং মহাবিশ্বের ঘূর্ণন

স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম এবং একমাত্র বাংলা কমিউনিটি আমার বাংলা ব্লগ এর বাংলাভাষী সদস্য আশা করি ভালো আছেন। আজকের এই পোস্টে পৃথিবী এবং মহাবিশ্বের ঘূর্ণন সম্পর্কে আলোচনা করা হবে।


আমরা সবাই জানি, পৃথিবী নিজ অক্ষের উপর অবিরাম ঘুরছে। কিন্তু আপনি যখন এই লেখাটি পড়ছেন, তখন কি পৃথিবীর ঘূর্ণন ঘূর্ণন টের পাচ্ছেন? আমরা সুস্থিরভাবে শুয়ে, বসে কিংবা দাঁড়িয়ে দৈনন্দিন কাজকর্ম করছি তা থেকে হয়তো মনে হবে, পৃথিবীর ঘূর্ণন গতিবেগ তেমন বেশি নয়। কিন্তু জেনে অবাক হবেন, ৫টি বিশাল মহাসাগর এবং ৭টি বিশাল মহাদেশ নিয়ে পৃথিবী নিজ অক্ষের উপর প্রতি ঘন্টায় প্রায় ১৬ কিলোমিটার গতিতে আবর্তন করছে। আর প্রতি সেকেন্ডে ২৯.৮ কিলোমিটার এবং প্রতি ঘন্টায় ১ লক্ষ ৭ হাজার ২৮০ কিলোমিটার গতিতে সূর্যের চারপাশে আবর্তন করছে পৃথিবী।

ছবির উৎস

এবার দেখা যাক, মহাবিশ্বের অন্যান্য গ্রহ-নক্ষত্রগুলো কী গতিবেগে ঘুরছে।

  • পৃথিবীর ঘূর্ণন গতিবেগ ঘন্টায় ১৬০০ কিলোমিটার, আর সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতির ঘূর্ণন গতিবেগ প্রতি ঘন্টায় ৪৩ হাজার কিলোমিটার।
  • সৃষ্টির শুরু থেকেই মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে। অর্থাৎ সকল গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সী পরস্পরের থেকে দূরে চলে যাচ্ছে। আর এই দূরে চলে যাওয়ার গতিবেগ ঘন্টায় ২ লক্ষ ৪৪ হাজার ৮০০ কিলোমিটার।
  • এনজি ১৩৬৫ নামক একটি ব্ল্যাকহোল প্রতি ঘন্টায় ৬৭০ মিলিয়ন কিলোমিটার এবং প্রতি ঘন্টায় ৬ কোটি ৭০ লক্ষ কিলোমিটার গতিবেগে ঘুরছে।
  • আমাদের সৌরজগতের প্রধান নক্ষত্র সূর্যও কিন্তু তার সব গ্রহ-উপগ্রহ তথা পুরো সৌরজগৎকে নিয়ে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সীর কেন্দ্রে থাকা স্যাজেটারিয়াস "এ" নামক ব্ল্যাকহোলের চারপাশে সেকেন্ডে ২০০ কিলোমিটার এবং ঘন্টায় ৮ লক্ষ ২০ হাজার কিলোমিটার গতিবেগে ঘুরছে ৷ একবার এই ঘূর্ণন সম্পূর্ণ করতে ২২ কোটি ৫ লক্ষ বছর সময় লাগে।
  • আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সীর পার্শ্ববর্তী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সীটি প্রতি সেকেন্ডে ৩০৮ কিলোমিটার এবং প্রতি ঘন্টায় ১০ লক্ষ ৮০ হাজার কিলোমিটার গতিবেগে মিল্কিওয়ে গ্যালাক্সীর দিকে ধেয়ে আসছে। তবে এতে এখনই ভয় পাওয়ার কারণ নেই। কারণ এই ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসলেও মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সীর মধ্যে সংঘর্ষ হতে আরো প্রায় ৪.৫ বিলিয়ন বছর অর্থাৎ ৪৫০ কোটি বছর সময় লাগবে।
Sort:  
 3 years ago 

বেশ তথ্য দিয়েছেন । যাইহোক ভাল হয়েছে পোস্টটা ।ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

এই ধরণের বিজ্ঞানধর্মী লেখা আরো চাই , ভালো হয়েছে :)

প্রশংসা এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। 😊

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 60745.98
ETH 2342.23
USDT 1.00
SBD 2.52