হ্যান্ডশেক

স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম এবং একমাত্র বাংলা কমিউনিটি আমার বাংলা ব্লগ এর বাংলাভাষী সদস্য আশা করি ভালো আছেন। আজকের পোস্টে আলোচনার বিষয় হ্যান্ডশেক


ছবির উৎস

খেলার মাঠে দুই দলের খেলোয়াড়দের হাত মেলানো, রাষ্ট্রীয় সফরে দুটি দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক শেষে করমর্দন কিংবা দুজন মানুষের দেখা হওয়ার সময় পরস্পরের হাত স্পর্শ করে শুভেচ্ছা জানানোর ব্যাপারটি আমাদের কাছে চিরপরিচিত দৃশ্য।

হ্যান্ডশেক বা করমর্দনের মাধ্যমে পরস্পরকে শুভেচ্ছা বা অভিবাদন জানানোর চল শুরু হয়েছিল আজ থেকে অন্তত আড়াই হাজার বছর আগে। পঞ্চম খ্রিষ্টপূর্বাব্দে হ্যান্ডশেক প্রথার প্রচলন ছিল। অবশ্য তখন কেবল শুভেচ্ছা বা সম্ভাষণ জানানো নয়, বরং এর উদ্দেশ্য ছিল ভিন্ন। অপরিচিত দুজন মানুষ মুখোমুখি হলে তারা হাত সামনে এগিয়ে দেয়ার মাধ্যমে প্রমাণ করতেন যে তাদের কাছে কোনপ্রকার অস্ত্রশস্ত্র নেই। নবম খ্রিস্টপূর্বাব্দের প্রাচীন অ্যাসিরীয় (ইরাক) সভ্যতার একটি শিলাখণ্ডের গায়ে হ্যান্ডশেকের উদাহরণ পাওয়া গেছে। এতে দেখা যায়, ব্যাবিলনীয় সম্রাট ১ম মার্ডক-জাকির-সুমির সঙ্গে অ্যাসিরীয় সম্রাট ৩য় শালমানেসের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ হ্যান্ডশেক করছেন।

[নবম খ্রিস্টপূর্বাব্দের শিলাখণ্ডে হ্যান্ডশেকের দৃশ্য] ছবির উৎস

রোমান সভ্যতায় মানুষ পরস্পর দেখা হলে বাহু স্পর্শ করে সম্ভাষণ জানাতেন। তাদেরও একই উদ্দেশ্য ছিল, অর্থাৎ জামার কাপড়ের নিচে কোন অস্ত্রশস্ত্র লুকানো নেই তা প্রমাণ করা। গ্রিক মহাকবি হোমার এর বিখ্যাত মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি -তে অঙ্গীকার এবং শপথ গ্রহণের সময় হ্যান্ডশেক করার ঘটনা উল্লেখিত আছে। চতুর্থ এবং পঞ্চম খ্রিস্টপূর্বাব্দের গ্রিক সমাধিক্ষেত্রের এপিটাফগুলোর গায়ে হ্যান্ডশেক-রত মানুষের ছবি দেখতে পাওয়া যায়। আরব দেশগুলোতে হ্যান্ডশেক প্রথার প্রচলন শুরু করেছিল ইয়েমেনীয় সভ্যতার মানুষ।

আধুনিককালে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতিতে হ্যান্ডশেকের বিভিন্ন রীতির প্রচলন দেখা যায়। যেমন- চীনা সংস্কৃতিতে কোন বৈঠক বা সমাবেশে উপস্থিত বয়োবৃদ্ধদের আগে হ্যান্ডশেক করে সম্ভাষণ জানানো হয়। জাপানিরা নিজেদের মধ্যে মাথা ঝুঁকিয়ে সম্ভাষণ জানালেও ভিনদেশিদের সাথে হ্যান্ডশেক করেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হ্যান্ডশেকের সময় পরস্পরের হাত বেশ শক্ত করে চাপ দেয়া হয়। দক্ষিণ কোরিয়ায় হ্যান্ডশেকের জন্য সিনিয়র বয়সী ব্যক্তি অন্যদের প্রতি আগে হাত বাড়িয়ে দেন।

Sort:  
 3 years ago 

আপনার পোস্ট টা সুন্দর হয়েছে। তবে দুঃখের বিষয় করোনা মহামারীর জন‍্য খেলার মাঠ থেকে শুরু করে অন‍্যান‍্য সকল জায়গাই হ‍্যান্ডসেক বা করমর্দন বন্ধ আছে।

জ্বি, করোনা ভাইরাসের সংক্রমণরোধে হ্যান্ডশেক করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন কর‍তে হবে।

 3 years ago 

ভাইয়া আপনি বরাবরই ভালো পোস্ট শেয়ার করেন ।যে গুলো সব গুলোই তথ্যবহুল। তবে আপনার অধিকাংশ পোস্ট রিরাইট করা । আপনি চেষ্টা করুন আজ শোতে উপস্থিত থাকার জন্য। এই বিষয় নিয়ে আমরা সুন্দর আলোচনা করব । আশাকরি বিষয়টি আপনি ক্লিয়ার হতে পারবেন । যেটা আপনার ব্লগ লেখার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হবে । ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68363.69
ETH 2642.16
USDT 1.00
SBD 2.69