জেমস বন্ড এবং 007 (জিরো জিরো সেভেন)

স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম এবং একমাত্র বাংলা কমিউনিটি আমার বাংলা ব্লগ এর বাংলাভাষী সদস্য আশা করি ভালো আছেন। আজকের পোস্টে আলোচনার বিষয় জেমস বন্ড এবং 007 (জিরো জিরো সেভেন)


ছবির উৎস

007 (জিরো জিরো সেভেন) কথাটি বলার সাথে সাথেই সবাই বুঝে যান যে এখানে জেমস বন্ডের কথা বলা হচ্ছে। ১৯৫৩ সালে বিখ্যাত এই কাল্পনিক চরিত্রটি সৃষ্টি করেছিলেন ব্রিটিশ সাহিত্যিক ইয়ান ফ্লেমিং। তবে জেমস বন্ড উপন্যাসের কাল্পনিক চরিত্র হলেও তাঁর সাংকেতিক কোড “007” এর উৎপত্তি হয়েছিলো আরো ৪০০ বছর আগে।

ব্রিটেনের রাণী প্রথম এলিজাবেথের রাজসভার সদস্য জন ডি “007” সংকেতটি ব্যবহার করতেন। তিনি একাধারে গণিতবিদ, ম্যাজিশিয়ান এবং জ্যোতিষী হিসেবে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। ১৫৫৮ সালে তাঁর পরামর্শ নিয়েই সিংহাসনে আরোহণের দিন-তারিখ ঠিক করেছিলেন রাণী প্রথম এলিজাবেথ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে সমুদ্রযাত্রার ক্ষেত্রে ব্রিটিশ নৌবহরের পরামর্শক হিসেবে নিয়োজিত ছিলেন জন ডি। “ব্রিটিশ এম্পায়ার” কথাটির ধারণাও ছিলো তাঁর।

[জন ডি] ছবির উৎস

তবে এসব ছাড়াও তাঁর আরেকটি দায়িত্ব ছিলো রাণী প্রথম এলিজাবেথের গুপ্তচর হিসেবে কাজ করা। রাণীর উদ্দেশ্যে লেখা চিঠির গোপনীয়তা বুঝাতে চিঠির খামের উপরে তিনি “007” সংকেতটি ব্যবহার করতেন। এখানে দুইটি শুন্য (00) দ্বারা চোখ এবং সৌভাগ্যসূচক সংখ্যা ৭ দ্বারা রাণীর নিরাপত্তা বুঝানো হয়েছে। অর্থাৎ গুপ্তচর জন ডি'র চিঠিগুলোতে রাণীর নিরাপত্তা সংক্রান্ত তথ্য লেখা থাকতো, যা কেবল রাণী প্রথম এলিজাবেথ ছাড়া অন্যকারো পড়ার অনুমতি ছিলো না। বলা যায়, বাস্তবের একজন গুপ্তচর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই সাহিত্যিক ইয়ান ফ্লেমিং তাঁর সৃষ্ট কাল্পনিক চরিত্রের সাংকেতিক কোড “007” ব্যবহার করেছেন।

Sort:  
 3 years ago 

আপনার ব্যবহৃত ছবিদুটি কী কঁপিরাইট ফ্রী ?

Google image >> Tools >> Creative Commons licenses অপশন দিয়ে সার্চ করে সেখান থেকে ইমেজ দুটি ব্যবহার করা হয়েছে। দুটি ইমেজের সোর্স লিংকে Wikimedia Commons এবং Creative Commons কথাটি উল্লেখ করা আছে।

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43