আমার লিখা কবিতার ডায়েরি থেকে নেওয়া একটি কবিতা "অভিনয়"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

drama
image source: copyright freepixabay || image credit: Clker-Free-Vector-Images

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। এই জীবনতাই হলো একটি রঙ্গমঞ্চ। আমাদের সবাইকে এখানে অভিনয় করতে হয় এটাই বাস্তবতা। এই কঠিন বাস্তবতা নিয়ে একটি কবিতা লিখেছিলাম। আজ সেটি আপনাদের সাথে শেয়ার করবো।আমি কোনো লেখক না তবুও মাঝে মাঝে একটু লেখার চেষ্টা করি। আমার যখন কাজ থাকে না তখন একা একা বসে কি করবো তাই লিখালিখি করি। আর এখন আমার কাজ অনেক কমে গেছে, নেই বললেই চলে। কারণ আমার মা এসেছে। আমার মা আসলে আমাকে কিছুই করতে দেয় না। আমার লিখতে খুব ভালো লাগে। আমি কলেজ জীবনে থাকতে গল্প পড়ে ও ডায়েরি লিখে অবসর সময় কাটাতাম। সেই অভ্যাস টা এখনও রয়ে গেছে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

অভিনয়

অভিনয় এখন জীবন
অভিনয় করতে হয় সারাজীবন
চোখের জলে হৃদয় জ্বলে
তবুও হাসতে হয় মুখোশে।
জীবন একটি বড়ো রঙ্গমঞ্চ
আমরা সেখানে সবাই অভিনেতা
কেউ বা ভালো, কেউবা খারাপের চরিত্রে
করে যেতে হয় সবার অভিনয়।

মুখোশ পরে কেউ পায় ভালোবাসা
আর কেউ মুখোশ খুলে পায় ঘৃণা
মুখোশের অনেক মূল্য এখানে
মুখোশ ই দুঃখ আড়ালের মূলমন্ত্র।
ভালোবাসার নামে চলে অভিনয়
জীবনের পদে পদে লিখা কত
নাটক সিনেমা গদ্য ও উপন্যাস
কতই না সুন্দর অভিনয়।

যেখানে গল্প সৃষ্টি হয় হৃদয় ভেঙ্গে
পরাজয়ই নিত্য সঙ্গী।
কতই না আগুন জ্বলে বুকে
কতই না ব্যাথা থাকে লুকায়িত।
নিপুণ অভিনয়ের নেই ভুল ত্রুটি
শিল্পীর তুলিতে আঁকা জীবনের ছবি
লিখে রাখা ভাবনা খোঁজে তবু ঠিকানা
ডাকবাক্স আজ কেউই খোঁজে না।

পুরস্কার কী নেই তবে?
অভিনয়ের নেই কী কোনো উপহার?
হাসি মুখেই কি হতে হবে
শুধু ক্ষত বিক্ষত আর রক্তাত্ব?
বোঝে না এই সমাজ
দেখে শুধু বাহ্যিক সাজ
এ ভাবেই জীবনের ইতি
বৃহৎ অভিনয়ে হবে সমাপ্তি।।

Sort:  
 3 years ago 

আপু অসম্ভব অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে ।আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ। সবথেকে আমার কাছে বেশি ভালো লেগেছে -

চোখের জলে হৃদয় জলে
তবুও হাসতে হয় মুখোশে ।

আপনি একদম বাস্তব কথাগুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমাদের এ জীবনে সত্যিই সকলকে শুধু অভিনয় করে যেতে হচ্ছে ।যে অভিনয়ের কোন শেষ নেই ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

জীবন মানেই অভিনয়। আর এই সুন্দর পৃথিবী হলো অভিনয়ের রঙ্গ মঞ্চ। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অভিনয়ের মাধ্যমে কাটাচ্ছি। হয়তোবা ভাল থাকার মিথ্যা অভিনয়ের মাঝে আমরা খুঁজে বেড়াই নিজেদের সুখ গুলো। আমাদের নিপুন অভিনয় এর মাঝে নেই কোন ভুল ত্রুটি। সবাই যেন আমরা সেরা অভিনেতা। আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব ভালো বলেছেন জীবন একটি রঙ্গমঞ্চ। যেখানে প্রতিনিয়ত আমাদের অভিনয় করে যেতে হয়। আপনার কবিতার ভেতরও এই বিষয়টি ফুটে উঠেছে। পৃথিবীতে থাকতে হলে অভিনয় চালিয়ে যেতেই হবে। ভালো থাকার অভিনয়।

অভিনয়ের এইতো জীবন।
অভিনয় যাচ্ছি করে.................🙂🙂🙂

 3 years ago 

আমরা সকলই হলাম অভিনেতা। সবাইকে ভালো থাকার অভিনয় করতে হয়। এই তো জীবন।

 3 years ago 

হুম 😌😌😌

 3 years ago 

খুব ভালো বলেছেন জীবন একটি রঙ্গমঞ্চ। যেখানে প্রতিনিয়ত আমাদের অভিনয় করে যেতে হয়। আপনার কবিতার ভেতরও এই বিষয়টি ফুটে উঠেছে। পৃথিবীতে থাকতে হলে অভিনয় চালিয়ে যেতেই হবে। ভালো থাকার অভিনয়।

অভিনয়ের এইতো জীবন।
অভিনয় যাচ্ছি করে.................🙂🙂🙂

 3 years ago 

দিদি একদম বাস্তবতা তুলে ধরেছেন।সমাজে মুখোশ পরলেই মানুষ মানুষকে ভালোবাসে।আর যখনি মুখোশ খুলে কিছু করা যাবে তখনি সবাই ঘৃর্না করে।

মুখোশ এর আরালে আমরা আমাদের কষ্ট কে কতো যত্ন করে লালন করে চলি আর মুখোশ পরে থাকি মুখের খোলা হাসি দিয়ে।অনেক ভালো লিখেছেন দিদি।

 3 years ago 

একদম খাঁটি কথা বলছেন বৌদি মুখোশ পড়ে অনেকেই ভালোবাসা পেয়ে থাকে মানুষের জীবন আসলে অভিনয় করতে করতে শেষ হয়ে যায়। ঠিকই বলেছেন নিপুণ অভিনয়ের কোন ভূল-ত্রূটি থাকে না অসাধারণ একটা কবিতা লিখেছেন।অনেক ভালো লাগলো কবিতাটি।অনেক ধন্যবাদ বৌদি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

বোঝে না এই সমাজ
দেখে শুধু বাহ্যিক সাজ
এভাবেই জীবনের ইতি
বৃহৎ অভিনয়ে হবে সমাপ্তি।
এই লাইনগুলি ছাড়াও পুরো কবিতাটিই জীবনের দর্পণস্বরুপ।মারাত্মক তাৎপর্য বয়ে নিয়ে চলেছে আপনার কবিতাটি।জীবনের বাস্তবতার পুরাটাই আপনার কবিতার মাঝে খুঁজে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে দিদি।
❤️❤️

আপনার কবিটাতি একদম বাস্তব জীবনের সাথে মিকে যায় বৌদি। অনেক সুন্দর সুন্দর লাইন বলেছেন। বাস্তব জীবনের অনেক কথাই আপনার কবিতায় উপস্থিত আছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু মানুষ সবাই মুখোশধারী। মুখোশের আড়ালে এক বাহিরে আরেক । মানুষকে চেনা বড় দায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে পেশ করার জন্য।

একদম খাঁটি কথা বলছেন বৌদি।যেখানে প্রতিনিয়ত আমাদের অভিনয় করে যেতে হয়। পৃথিবীতে থাকতে হলে অভিনয় চালিয়ে যেতেই হবে পুরো মানবজাতির।সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য বৌদি। শুভেচ্ছা ও অভিনন্দন রইল বৌদি আপনার জন‍্য।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.12
JST 0.033
BTC 64605.91
ETH 3159.61
USDT 1.00
SBD 4.11