নিজের রচিত আর একটি কবিতা " শীতের সকাল"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আর একটি। কবিতা শেয়ার করবো। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211027_153050.jpg

শীতের সকাল

শীতের সকাল মুক্ত মালা শিশির আবরণ,
ঝির ঝিরে হিমেল হাওয়া জাগায় শিহরন।
কুয়াশার ধোঁয়াশায় ঘন চাদরে সূর্যি ঢেকে রয়,
শীতের সকালে কোকিল ধরেছে কুহু কুহু গান।
অতিথি পাখির জলে চরে করছে কলতান।

কাস্তে হাতে আনন্দেতে কৃষক যায় মাঠে,
সোনায় মোড়া রাশি রাশি আমন ধান ক্ষেতে।
উত্তরে হাওয়া মেখে বয় গাঁদা ফুলের গন্ধ,
ডানা ভেজা প্রজাপতি পায়রা উড়ার ছন্দ।
সবুজপাতা ধীরে ধীরে হলুদ আভা রঙে।
রাশি রাশি শুকনো পাতা পথের ধারে ঝরে পড়েছে,

শীতের সকালে পিঠে পুলি সঙ্গী ঘরে ঘরে,
খেজুর রসের নলেন গুড়ে আনন্দে মন ভরে।
শীতের সকাল মনোরম বেশ প্রকৃতির যত খেলা,
বছর ঘুরে কত স্মৃতি জাগায় মনে মেলা।

Sort:  
 3 years ago 

শিশিরে ভেজা স্নিগ্ধ সকাল
কুয়াশার চাদরে
ভাপা পিঠার উষ্ণতা যে
কত আদরে

খেজুর রস এর গন্ধে আকুল
ব্যাকুল করা মন
পিঠাপুলি পায়েস আরো
কত আয়োজন

কবিতা পড়ে মুগ্ধ হলাম
শীতের সন্ধ্যেবেলা
পাশে থেকো দিদি মনি
করো না যেন হেলা♥♥

 3 years ago 

শীতের সকালে পিঠে পুলি সঙ্গী ঘরে ঘরে,
খেজুর রসের নলেন গুড়ে আনন্দে মন ভরে।

বৌদি তো লোভ জাগায় দিলেন, এখন তো আগের মতো খেজুর রস খুব একটা পাওয়া যায় না, গ্রামেও আগের মতো অতো বেশী খেজুর গাছ নেই। আর পিঠার কথা কি বলবো, শীত মানেই বাড়তি কিছু উপভোগ করার দারুণ সুযোগ। খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ

 3 years ago 

শীতের সকালের প্রকৃত সৌন্দর্য তা আপনার কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। যেটা পড়ে আমি খুবই মুগ্ধ হয়েছি। আসলেই শীতের সকালের শিশির বিন্দু জমে থাকা সূর্যিমামার খুব দেরিতে ওঠা এগুলো শীতকালীন মৌসুমী হয়ে থাকে। যেটার অপেক্ষায় থাকে প্রকৃত প্রেমি। এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

শীতের সকাল মুক্ত মালা শিশির আবরণ,
ঝির ঝিরে হিমেল হাওয়া জাগায় শিহরন।

শীতের সকাল নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন বৌদি। আপনার লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শীতকালে সূর্যি মামা কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। শীতকালে শুরু হয় বিভিন্ন পিঠা খাওয়ার উৎসব। সব মিলিয়ে শীতের সকালে অনেক সুন্দর একটি পরিবেশে তৈরি হয়। শীতকালের প্রতিটি সকাল হয় অনেক সুন্দর। শীতের সকালের অনুভূতি নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন বৌদি। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

বৌদি আপনার কবিতাগুলো এত ভালো লাগে যে প্রশংসা কিভাবে করব সেই ভাষা টুকু হারিয়ে ফেলি। সত্যি অসাধারণ কবিতা লিখেন। এবং কি খুবই ভালো লাগে আপনার এই কবিতার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনার প্রতি রইল গভীর ভালোবাসা শ্রদ্ধা আশা করি আমাদেরকে এমন ভাবেই উপহার দিয়ে যাবেন সুন্দর সুন্দর কবিতা গুলি। ভালোবাসা অবিরাম বৌদি।

শীতের সকালে পিঠে পুলি সঙ্গী ঘরে ঘরে,
খেজুর রসের নলেন গুড়ে আনন্দে মন ভরে।
শীতের সকাল মনোরম বেশ প্রকৃতির যত খেলা,
বছর ঘুরে কত স্মৃতি জাগায় মনে মেলা।

আপনার কবিতার প্রতিটি লাইনের সুন্দর ছিল। কোনটা রেখে কোনটা দেবো ভেবে পাচ্ছিলাম না। তবুও শেষের এই লাইনগুলো বেছে নিলাম।

অত্যন্ত সুন্দর হয়েছে আপু কবিতাটি। খুবই চমৎকারভাবে ছন্দে ছন্দে মিলিয়ে কবিতাটি লিখেছেন আপনি। খুবই ভালো লেগেছে কবিতাটি পড়ে আপু । অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

বাহ আপু অনেক সুন্দর একটা শীতের সকালের উপর কবিতা লিখেছেন আপনি। অনেক ভালো লাগলো পড়ে। আসলেই শীতের সকালে আমরা অনেক পিঠা উৎসব করে থাকি। ধন্যবাদ আপু সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

শীতের সকাল নিয়ে কবিতা টা অসাধারণ লিখেছেন বৌদি। বিশেষ করে প্রতিটা লাইনের অর্থটা শীতকালের একেবারে মিলে যায়। এবং ছন্দ অনুসারে মিল ছিল। কবিতাটা পড়ে খুব মজা পেয়েছি।

কাস্তে হাতে আনন্দেতে কৃষক যায় মাঠে,
সোনায় মোড়া রাশি রাশি আমন ধান ক্ষেতে।

এই দুইটা লাইন দারুণ ছিল। আমাদের গ্রামে আসলে এই দৃশ‍্য দেখতে পাবেন। এবং এখন মাঠের পর মাঠ আমন ধান রয়েছে যেগুলো কৃষকরা কাটছে।

 3 years ago 

শীতের সকালে পিঠে পুলি সঙ্গী ঘরে ঘরে,
খেজুর রসের নলেন গুড়ে আনন্দে মন ভরে।
শীতের সকাল মনোরম বেশ প্রকৃতির যত খেলা,
বছর ঘুরে কত স্মৃতি জাগায় মনে মেলা।

বৌদির কবিতাটি এক কথায় অসাধারণ হয়েছে ।শীতের সময় এই কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগছে কেননা শীতের সময়কার প্রত্যেকটি মুহূর্ত আপনার এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। বৌদি অনেক সৃজনশীল একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

শীতের সকাল মনোরম বেশ প্রকৃতির যত খেলা,
বছর ঘুরে কত স্মৃতি জাগায় মনে মেলা।

আহা, শীতের সকাল মানেই দারুণ কিছু।যদিও রাত জাগার ফলে শীতের সকাল দেখা হয়না বললেই চলে।দারুণ লিখেছেন বৌদি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05