মুচমুচে "বেগুনি " তৈরির রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello,
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।বর্ষার সময় সন্ধ্যায় একটু বেগুনি হলে কেমন হয়।বৃষ্টির সন্ধ্যায় চা এর সাথে বেগুনি হলে আড্ডাটাই জমে যায়। আর সবাই মিলে আমরা সন্ধ্যায় চা খাই। আজ সারাদিন মেঘলা কিন্তু আজ আর বৃষ্টি হয়নি। একটু রৌদ্রের দেখা নেই। তারপর আবার বাইরের খাবার খাওয়া ঠিক হবে না। তাই ভাবলাম ঘরে বসে কিছু তৈরি করি। তাই সবার আবদারে বেগুনি তৈরি করলাম। তাই ভাবলাম আজ বেগুনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আগেই বলছি আমি বেশি একটা ভালো বেগুনি বানাতে পারি না। তবে চেষ্টা করি বানানোর। আমি রান্না করতে ও শিখতে ভালো লাগে। তাই আমি যা না পারি তাই তৈরি করার চেষ্টা করি। আজ ও তাই করলাম।তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210721_222423.jpg
উপকরণ:
১. বেগুন - ২ টি
২. বেসন - ২ কাপ
৩. চালের গুঁড়া - এক কাপ এর অর্ধেক।
৪. লবণ - ১ চামচ
৫. হলুদ - ১ চামচ
৬. কাচা ঝাল কুচি - ১ চামচ
৭.শুকনো মরিচ গুঁড়া - ১চামচ
৮.তেল - ৩ কাপ

IMG_20210721_194058.jpg
বেগুন

IMG_20210721_202353.jpg
বেসন

IMG_20210721_202644.jpg
চালের গুঁড়া

IMG_20210713_110931.jpg
লবণ, হলুদ, কাচা মরিচ, শুকনো মরিচ গুঁড়া ও তেল
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে বেসন ও চালের গুঁড়া এক চাকনিতে নিয়ে ছেকে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

IMG_20210721_203003.jpg

২. একটা মাঝারি সাইজের গামলায় ২ কাপ বেসন ও চালের গুঁড়া ৩ চামচ সাথে এক চিমটি লবণ ও অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। এবং ১৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে।

IMG_20210721_205236.jpg
৩. বেগুন গুলো জল দিয়ে ধুয়ে একটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়ে সামান্য লবণ মেখে নিতে হবে। এরপর একটা সুতির কাপড় দিয়ে কেটে রাখা বেগুন গুলো মুছে নিতে হবে।

IMG_20210721_204715.jpg
৪. চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। তেল গরম হলে এক পিচ বেগুন ওই বেটার এ চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। এবং চুলার আঁচ কমিয়ে দিতে হবে।

IMG_20210721_213615.jpg
৫.বেগুনির দুই পাশ ফুলে উঠলে ও বাদামী রং হলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20210721_222423.jpg
তৈরি হয়ে গেল মুচমুচে "বেগুনি" ।সন্ধ্যায় চা এর সাথে পরিবেশন করা যায়। এবং তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ও মুড়ি মাখিয়ে তার সাথে ও পরিবেশন করতে হবে।

IMG_20210721_215227.jpg
এটি খুবই মজার একটি খাবার।

Sort:  
 3 years ago 

দিদি সত্যি জিভে জল চলে আসলো, একদিন অবশ্যই আপনাদের বাসায় আমি দাওয়াত নেবো।

 3 years ago 

বাহিরে রিমঝিম বৃষ্টি আর ভেতরে মুড়ির সাথে বেগুনি ভাজা আর কি চাই? যেন স্বাদে ষোলআনা পূর্ণতা পেল। দারুন রেসিপি শেয়ার করেছেন, এমনিতে বেগুনি আমার খুব ভালো লাগে আর বৃষ্টির দিনেতো কথাই নেই, শুধু কচমচ, হা হা হা

 3 years ago 

ধন্যবাদ, এত সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার রেসিপিটা খুব সুন্দর ছিল। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। এই বৃষ্টির দিনে বেগুনি খাওয়া মজাই আলাদা।

ধন্যবাদ আপু এতো সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

এইটাই একমাত্র খাবার যা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় । আমাদের এখানে রমজানের সময় ভীষন চাহিদা থাকে এই খাবারের।

 3 years ago 

খুব সুন্দর ভেজেছেন আপনি বেগুনি, তবে আমরা আমাদের দেশে লম্বা বেগুনগুলোর বেগুনি বেশী পছন্দ করি।

 3 years ago 

ওহো, বৌদি কি রেসিপি বানিয়েছেন।দেখেই লোভ লেগে গেল। যদিও আমি কয়েকদিন আগে বেগুনি তৈরি করেছিলাম।তবুও এটি আমার খুব প্রিয় একটি খাবার।অনেক সুন্দর বেগুনি বানিয়েছেন দারুণ ফুলেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43