DIY event এসো নিজে করি " রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে রেক ও ওয়ার্ডরোব তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ মহা ষষ্ঠী, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। সারাদিন অনেক ব্যাস্ততার মাঝে সময় কাটছে। অনেক ব্যস্ততার মাঝে ও টিনটিন বাবুর সাথে খেলতে এবং তার আবদার মিটাতে হয়। অনেকদিন আগে টিনটিন বাবুর দিদি তাকে কিছু পুতুল খেলতে দিয়েছিল। যখন দিয়েছিল তখন খুব ছোটো ছিল তাই আমি উঠিয়ে রেখে ছিলাম ওর আলমারিতে। আজ ওর জামা বের করার সময় পুতুল দেখে নিতে চাইলো। ওর পুতুলের একটা বেড রুম ছিল সেই বেড রুমের রেক ও ওয়ার্ডরোব ছিল না। আমি যখন ছোটো ছিলাম তখন আমি আমার পুতুলের জন্য অনেক কিছু বানিয়ে খেলা করতাম। আজ ওর পুতুল দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল। তাই আজ সকালে একটা রেক ও ওয়ার্ডরোব তৈরি করেছি। আজ সেটি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ঠিক ভাবে ছবি করতে পারি নি,কারণ তার আগে টিনটিন বাবু নিয়ে একটানে দুই ভাগ করে ফেললো।ওর দুষ্টুমির জন্য আমি কিছুই বানাতে পারি না। ওর দুষ্টুমির কথা শেষ হবে না। তার থেকে চলুন আমরা মূল কাজে ফিরে যাই।

IMG_20211011_121715.jpg

IMG_20211008_101835.jpg
উপকরণ:
১. কার্ডবোর্ড
২. রঙিন কাগজ
৩. কেচি
৪. পেনসিল
৫. স্কেল
৬.গাম
৭. ম্যাজিক টেপ
৮. ছুরি
৯. ম্যাচের খোলা
IMG_20211010_093556.jpg

IMG_20211011_114538.jpg

IMG_20211008_090503.jpg
প্রস্তুত প্রণালী:
১.প্রথমে ম্যাচের খোলার মাপ দিয়ে রঙিন কাগজ কেটে গাম দিয়ে লাগিয়ে নিতে হবে।

IMG_20211008_090822.jpg

IMG_20211008_094653.jpg
২. এবার রঙিন কাগজ ছোটো করে কেটে গোল করে পাকিয়ে নিয়ে ৪ টি লাঠির মত বানাতে হবে। এরপর একটা ম্যাচের খোলায় কাগজের লাঠির গায় গাম লাগিয়ে নিতে হবে।

IMG_20211008_101431.jpg
৩.এভাবে ম্যাচের খোলার চার পাশে কাগজের লাঠি গাম দিয়ে লাগিয়ে নিতে হবে। ঠিক একই ভাবে আরও দুইটি ম্যাচের খোলা মাঝ বরাবর গাম দিয়ে লাগিয়ে নিতে হবে।এবং নিচের দিকে আর একটা ম্যাচের খোলা লাগিয়ে নিতে হবে।

IMG_20211008_101713.jpg
তৈরি হয়ে গেল আমাদের খালি ম্যাচের খোলার রেক।

IMG_20211008_101837.jpg
৪. এবার ওয়ার্ডরোব তৈরি করার জন্য কয়েকটি কার্ডবোর্ড নিয়ে স্কেল দিয়ে মাপ দিয়ে ছুরি দিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়া কার্ডবোর্ড এ রঙিন কাগজ কেটে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

IMG_20211011_113723.jpg
৫.ঠিক একই ভাবে সব কয়েকটি কার্ডবোর্ড রঙিন কাগজ দিয়ে লাগিয়ে নিতে হবে।

IMG_20211011_114113.jpg
৬.এবার একটি কার্ডবোর্ড নিয়ে তার চার পাশে কার্ডবোর্ড গাম দিয়ে লাগিয়ে নিতে হবে।

IMG_20211011_104201.jpg

IMG_20211011_104441.jpg

IMG_20211011_104756.jpg
৭. এরপর ওয়ার্ডরোব। এর ভিতরে নিজের মতো করে খোপ বানিয়ে নিতে পারেন। এবার ছোটো ছোটো কেটে নেওয়া রঙিন কার্ডবোর্ড গাম দিয়ে ওয়ার্ডরোবের ভিতর লাগিয়ে নিতে হবে।

IMG_20211011_112839.jpg
৮. এবার ওয়ার্ডরোবের দরজা বানাতে হবে। দুটিই দরজার পাশে ম্যাজিক টেপ লাগিয়ে নিতে হবে। সেই দরজা দুটি ওয়ার্ডরোব এর মুখে লাগিয়ে দিতে হবে।

IMG_20211011_114753.jpg
৯. ওয়ার্ডরোব এর দরজায় ডিজাইন করার জন্য কাগজ দিয়ে ফুল কেটে নিলাম।

IMG_20211011_120155.jpg
১০. দরজার গায় গাম দিয়ে ফুল লাগিয়ে দিলাম।

IMG_20211011_121448.jpg

IMG_20211011_121359.jpg

IMG_20211011_121645.jpg

IMG_20211011_121633.jpg

IMG_20211011_121456.jpg
তৈরি হয়ে গেল কাগজের ওয়ার্ডরোব।আশা করি, আপনাদের ভালো লাগবে।

Sort:  
 3 years ago (edited)

খুব সুন্দর হয়েছে দিদি।আপনার তো ভালোই অভিজ্ঞতা আছে দেখছি।রেক ও ওয়ার্ডরোবে অনেক কিছু রাখা যাবে। সাবধানে রাখবেন টিনটিন বাবু দেখলে আবার ভেঙে ফেলবে।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

টিনটিন বাবুর জন্য আপনি রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে চমৎকারভাবে রেক ও ওয়ার্ডরোব তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে বৌদি। আমার অনেক ভালো লেগেছে। টিনটিন বাবু এবং আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা রইলো। সেই সাথে আপনাকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা।

 3 years ago 

দিদি আপনাকেউ শারদীয় শুভেচ্ছা।

রেক এবং ওয়ারড্রব বেশ সুন্দ ভাবে বানিয়েছেন।আপনি শুধু রেসিপিতেই পারদর্শী না ডাই প্রজেক্ট টাতেই অনেক পারদর্শী। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

কি সুন্দর রেক এবং ওয়ার্ডরোব। আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট ছোট ড্রয়ার গুলো খুব সুন্দর হয়েছে।আপনি খুব দক্ষতার সাথে নিপুণভাবে এই কাজটি করেছেন। সত্যি বৌদি আপনার অনেক গুণ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

বৌদি আপনি সর্ব গুনে গুণান্বিত একজন মানুষ।
আপনার সব কাজ ই যেনো পারফেক্ট, সুন্দর।
র‍্যাকটা বেশি কিউট হয়েছে। একদম ছোট্ট খাট্টো ।আর কালার কম্বিনেশন তো জাস্ট মারাত্মক হয়েছে।

 3 years ago 

আপনাকে ও শারদীয়ার শুভেচ্ছা বৌদি।অসম্ভব সুন্দর হয়েছে আপনার তৈরী করা diy টি।টিনটিন বাবু নিশ্চয়ই খুব খুশি হয়েছে।টিনটিন বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।ধন্যবাদ বৌদি।

 3 years ago 

আপনার বানানো ওয়ারড্রব টি খুবই সুন্দর হয়েছে বিশেষ করে কালার কম্বিনেশন টা।লাল কালারের সাথে হলুদ।

 3 years ago 

বৌদি আপনার রেক আর ওয়ার্ডরোব টি অসাধারণ সুন্দর হয়েছে।আপনার এত গুন কি আর বলবো।রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বানিয়েছেন।টিনটিন বাবু খুশি হয়েছিল খুব তাই না।ওহ আমি তো ভুলেই গিয়েছিলাম টিনটিন বাবু তো ছিঁড়ে ফেলেছে।যাই হোক খুবই সুন্দর বানিয়েছেন বৌদি।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

দিদি আপনার রেক ও ওয়ারড্রব টি অনেক সুন্দর হয়েছে। আপনার হাতের কাজ অনেক সুন্দর। যা বলে বোঝানো যাবেনা। এত সুন্দর একটি রেক ও ওয়ারড্রব তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

বেশ সুন্দর ওয়ারড্রব বানিয়েছেন বৌদি। আবার ডিজাইন হিসাবে সামনে দুটো ফুল ও লাগিয়েছেন। আপনি দেখছি সব বিষয়ে সমান পারদর্শী। আপনার জন্য শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51