স্বরচিত নতুন একটি কবিতা " বেশি হাসি"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নতুন আর একটি কবিতা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220219_165520.jpg

বেশি হাসি

হাসতে হাসতে অন্ধ,
মুখটা তার বন্ধ
চোখটা কেন বুঝে,
বেশি হাসে অকাজে।
হাসলে হাসি, বারে বেশি,
হাসতে নেই মানা।
জীবন যদি থেমে ও যায়,
হাসি যাবে না থামা,
তাইতো ভাই হাসতে হবে।
থাকতে হবে ভালো।
অন্ধকারে একা হলে,
দেখবে তুমি আলো।
দুঃখগুলো যাবে ঢেকে,
সব হাসির আড়ালে।
দেখবে তুমি আছো ভাল
সব পরিস্থিতি সামলে।

Sort:  

হাসির যদি রকমফের
নখে গোনা যেতো,
হাসতে হাসতে অনেকে যে
মায়াই পেতো।

হা হা হাসি,হি হি হাসি
শুনি মুচকি হাসির নাম,
দাঁত ভাঙা, গলা ভাঙা
এত হাসির কি কাম।

 2 years ago 

বৌদি অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। মাঝরাতে আপনার কবিতাটি পড়ে অনেক আনন্দ পেলাম। হাসি নিয়ে এত সুন্দর একটি কবিতা লেখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দুঃখগুলো যাবে ঢেকে,
সব হাসির আড়ালে।
দেখবে তুমি আছো ভাল
সব পরিস্থিতি সামলে।

ভালো ভাবে বেচে থাকতে হলে হাসির বিকল্প নেই। সব পরিস্থিতি হাসিমুখে মোকাবেলা করতে হবে, তাহলেই জীবন সুন্দর। খুব ভালো লিখেছেন বৌদি। ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

হাসি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি ।আমার কাছে আপনার লেখা হাসি কবিতা ছন্দময় কথাগুলো খুব ভালো লাগলো ।আসলেই আপনার প্রতিভা প্রশংসা পাওয়ার যোগ্য। আমাদের সাথে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কবিতা সব সময় সুন্দর হয়। আপনার লেখার ভাষা অনেক সুন্দর। আজকের কবিতা পড়ে মুগ্ধ হলাম। এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। বৌদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

 2 years ago 

আশাকরি প্রিয় বৌদি ভালো আছেন? আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো আপনি খুব সুন্দর করে কবিতাটি লিখেছেন। আসলে হাসির মাঝে আনন্দ খুঁজে পাওয়া যায়।

তাইতো ভাই হাসতে হবে।
থাকতে হবে ভালো।
অন্ধকারে একা হলে,
দেখবে তুমি আলো।
দুঃখগুলো যাবে ঢেকে,
সব হাসির আড়ালে।
দেখবে তুমি আছো ভাল
সব পরিস্থিতি সামলে।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের স্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন বৌদি। আপনার এই কবিতাটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আপনার এই কবিতার মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন হাসি বন্ধ করা যাবে না। মুখে হাসি রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

অন্ধকারে একা হলে,
দেখবে তুমি আলো।
দুঃখগুলো যাবে ঢেকে,
সব হাসির আড়ালে।

অনেক দিন পর বৌদির নিকট হতে ভিন্ন ধরনের একটা কবিতা পড়লাম, বেশ লিখেছেন এটা বলতেই হবে। দারুণ ছন্দে, হাসির মিষ্টিতে খুব সুন্দরভাবে গভীর কিছু কথা উপস্থাপন করেছেন। ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া কবিতাটি পড়ার জন্য। ভাইয়া কাল একটু খুব বেশি ফাঁকি দিয়ে ফেলেছি। ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাইয়া।

 2 years ago 

বৌদি হাসি নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে বৌদি।

হাসলে হাসি, বারে বেশি,
হাসতে নেই মানা।
জীবন যদি থেমে ও যায়,
হাসি যাবে না থামা,
তাইতো ভাই হাসতে হবে।

বৌদি একদম ঠিক বলেছেন,জীবনে যা কিছুই হোক বৌদি হাসি থামানো যাবে না। হাসলে মন ও শরীল ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইল বৌদি।

অসাধারণ কবিতা ছিলে বৌ।পড়তে অনেক ভালো লাগলো। তাছাড়াও জীবন অন্ধকার নেমে আসলে অনেক মুখে হাসি থাকলে কষ্টকে কষ্ট মনে হয় না। অনেক ধন্যবাদ এতে সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74