Diy ( এসো নিজে করি ) "রং পেনসিল দিয়ে সমুদ্রের জলে ডলফিন উঠার দৃশ্য"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডলফিন উঠার দৃশ্য। গতকাল সন্ধ্যায় চা
খাওয়ার পর খাতা আর পেনসিল নিয়ে বসলাম। ভাবছি কিছু একটা আঁকানো যায় কি না। কিন্তু আসলে কি আঁকবো বুঝতে পারছিলাম না। কারণ আমি কোনো প্রফেশনাল আর্টিষ্ট না। তাই আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়।এদিকে টিনটিন বাবু তার দীদার সাথে আমাদের ফ্ল্যাটের নিচে ঘুরতে গিয়েছিলো তাই হাতে বেশি সময় ও নেই। তাই ১৫ মিনিটে আঁকা শেষ করতে হবে। হটাৎ মাথায় আসলো একটি ডলফিনের দৃশ্য আঁকি। আমাকে অনেক দ্রুত আঁকতে হয়েছে তাই খুব একটা ভালো হয়নি। জানিনা আপনাদের কেমন লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার আঁকা সার্থক। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211216_023411.jpg
উপকরণ:
১. পেনসিল
২. ছবি আঁকার খাতা
৩.রবার
৪. রং পেনসিল
৫. স্কেল
IMG_20211215_183435.jpg
ছবি আঁকার ধাপ:
১. খাতার মাঝা মাঝি পেনসিল দিয়ে স্কেল মেপে দাগ কেটে নিতে হবে।

IMG_20211215_184023.jpg
২. এবার ওই দাগের উপর দুটি ডলফিন আঁকতে হবে।

IMG_20211215_184339.jpg

IMG_20211215_185350.jpg

IMG_20211215_185700.jpg

IMG_20211215_190532.jpg
৩. ডলফিন মাছের মাথার উপরে একটি সূর্য এঁকে দিলাম। এরপর সূর্যের চারপাশে মেঘের মতো রং করে দিলাম।

IMG_20211215_191328.jpg

IMG_20211216_012040.jpg

IMG_20211216_013041.jpg
৪.এবার হলুদ রং দিয়ে সূর্যের চারপাশে রশ্মি ও ভিতরে রং করে দিতে হবে।

IMG_20211216_014021.jpg

IMG_20211216_014922.jpg
৫. এবার ডলফিন মাছে রং করে দিলাম।

IMG_20211216_015221.jpg

IMG_20211216_015655.jpg
৬. এরপর এক পাশে ছোটো দ্বীপের এঁকে দিতে হবে। এবং দ্বীপের কয়েকটি গাছ এঁকে দিলাম। ডলফিন মাছের নীচে সমুদ্রের নীল জল এঁকে দিলাম।

IMG_20211216_020835.jpg

IMG_20211216_021436.jpg

IMG_20211216_022004.jpg

IMG_20211216_022626.jpg

IMG_20211216_023136.jpg

IMG_20211216_023411.jpg

ডলফিন মাছের দৃশ্য আঁকা শেষ। আশা করি আপনাদের ভালো ভালো লাগবে।

Sort:  
 3 years ago 

বৌদি আজকে তো আপনি আমাদের সবারকে অনেক সুন্দর একটা আর্টটের উপহার দিয়েছেন। বিশেষ করে ডলফিন দুটোকে অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আমিতো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার ছবিটা আঁকা দেখে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল বৌদি যাতে আপনি আরো সুন্দর কিছু আমাদের সবারকে উপহার দিতে পারেন।

আপু, অনেক সুন্দর হয়েছে ড্রইংটা। বিশেষ করে ডলফিন মাছ দুইটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার কাছে। কালারটাও অনেক সুন্দর হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য শুভ কামনা রইল।
 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

রং পেনসিল দিয়ে সমুদ্রের জলে ডলফিন উঠার দৃশ্য অসাধারণ হয়েছে বৌদি। আপনি অনেক সুন্দর করে ডলফিন মাছ অংকন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষ হাতে সুন্দর একটি চিত্র অংকন করেছেন। আপনার অঙ্কিত এই চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে বৌদি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

মাত্র ১৫ মিনিটে অনেক সুন্দর স্কেচ করে আবার রং ও করেছেন।আমার কাছে আপনার অঙ্কন করা চিত্রটি অনেক সুন্দর লেগেছে।চিত্রটি অঙ্কন করার পদ্ধতিও ধাপ আকারে খুব সুন্দর ভাবে দেখিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য ও শুভকামনা রইলো

 3 years ago 

সত্যি বলতে বৌদি আপনার ড্রয়িং এ একটা মৌলিক বিষয় থাকে, কোন কিছু ড্রয়িং করার ক্ষেত্রে কোথা হতে শুরু করা উচিত এবং প্রতিটি ধাপ কিভাবে সম্পন্ন করা উচিত। আমি জানি না সাধারণ ইউজাররা এই বিষয়গুলো লক্ষ্য করে কিনা? তবে আমি এটা লক্ষ্য করেছি বেশ গভীরভাবে। মাঝে মাঝে মনে চায় আমিও ড্রয়িং করা শুরু করে দেই, হে হে হে ।

খুব সুন্দর ড্রয়িং করেছেন আজও, বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনি ও ড্রইং করেন। আপনার ড্রইং দেখার খুব ইচ্ছা আছে।

 3 years ago 

অনেক চমৎকার হয়েছে আপনার দৃশ্য অংকন টি আমার অনেক ভালো লেগেছে প্রত্যেকটা স্টেপ আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন দিদি। ডলপিনগুলো খুব সুন্দর করে একেছেন। দেখতে অনেকটা বাস্তব মনে হচ্ছে। রংপেন্সিল দিয়ে অনেক সুন্দর করে আপনি এটি অংকন করেছেন। অনেক ভালো লাগতেছে দেখতে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি খুব ভাল আঁকেছেন এবং পদক্ষেপগুলি খুব ঝরঝরে, আমার কাছে অনেক জ্ঞান আছে যা আমি আপনার পোস্টে পেয়েছি, আমি খুব কৃতজ্ঞ

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে স্বাগতম, আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

দিদি অনেক দিন পরে আপনার অংকিত দারুন একটি চিত্র দেখতে পেলাম খুবই সুন্দর হয়েছে।টিনটিন বাবা নিশ্চয় এটা অনেক পছন্দ করেছে আর পছন্দ করবার ই কথা আসলেই দারুন হয়েছে।বেশ গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন শুভ কামনা।

 3 years ago 

খুবই সুন্দর এঁকেছে ব্যাপক আপনার অংঙ্কনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ডলফিনগুলো দেখতে বেশি ভালো লাগছে। প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে দেখিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74