বাঙালি রেসিপি " ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি। ইলিশ মাছ একটি সুস্বাদু মাছ। তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি " ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল"। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210726_210026.jpg
উপকরণ:
১. ইলিশ মাছ - ২ টি
২.আলু - ২ টি
৩. বেগুন - ২ টি
৪. কাচা মরিচ - ৬ টি
৫. গোটা জিরা - ১ চামচ
৬. লবণ - ২ চামচ
৭. হলুদ - ২ চামচ
৮. জিরা গুঁড়া - ১ চামচ
৯. ধনে গুঁড়া - এক চামচ এর অর্ধেক
১০. তেল - ১ কাপ
১১. শুকনো মরিচ গুঁড়া - এক চামচ এর অর্ধেক

IMG_20210727_093835.jpg
ইলিশ মাছ

IMG_20210803_190433.jpg
আলু ও বেগুন

IMG_20210713_111023.jpg
লবণ, হলুদ, জিরা গুঁড়া , ধনে গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া , তেল ও কাচা
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে মাছ কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে

IMG_20210726_200104.jpg
২. এরপর আলু বেগুন ছোটো করে কেটে নিতে হবে। কাটার পরে জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।

IMG_20210726_200409.jpg
৩. এবার মাছে সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মেখে ৫ মিনিট রেখে দিতে হবে।

IMG_20210726_200333.jpg
৪. চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। তেল গরম হলে লবণ ও হলুদ মাখানো মাছ দিয়ে দিতে হবে।

IMG_20210726_200805.jpg
৫. এভাবে ৫ মিনিট ধরে বাদামী রং করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না।আমি ইলিশ মাছে পেঁয়াজ রসুন দেই না।

IMG_20210726_204853.jpg
৬. ওই একই তেলে জিরা দিয়ে একটু ভেজে নিতে হবে

IMG_20210726_201057.jpg
৭. জিরা ভাজা হলে আলু ও বেগুন দিয়ে একটু ভেজে জল দিয়ে দিতে । ঝোল ফুটতে শুরু করলে কাচা মরিচ চিরে দিতে হবে। এরপর পরিমান মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে। এবং চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।

IMG_20210726_202313.jpg
৮. এভাবে আরো ২০ মিনিট ধরে রান্না করতে হবে। ঝোল যখন কমে গারো হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে।

IMG_20210726_204830.jpg
৯. এরপর একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20210726_210026.jpg

তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

Sort:  
 3 years ago 

মোটামোটি বড় সাইজের ইলিশ এগুলো, তাই মাছের টুকরোগুলো একটু বড় হয়েছে। হ্যা, ইলিশ মাছ যতগুলো সবজির সাথে খাওয়া হয়, তার মাঝে বেগুন বেশী জনপ্রিয়। দারুন রান্না করেছেন। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ, তবে বেশি ভালো লাগে বাংলাদেশের ইলিশ হলে।

 3 years ago 

খুবই সুস্বাদু একটা রেসিপি। দারুন হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর রেসিপি হয়েছে বৌদি।কোনো কথা হবে না 👍বর্ষাকালে শুধুই ইলিশ মাছ খেতে হবে ।ধন্যবাদ আপনাকে😊

 3 years ago 

তোমাকে ও ধন্যবাদ

 3 years ago 

বেগুন দিয়ে ইলিশ মাছ অনেক বেশী স্বাদের হয়। আমিও প্রায় বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করি।

 3 years ago 

হ্যা, ঠিক বলেছেন।আমাদের বাড়িতে সবাই বেগুন দিয়ে ইলিশ মাছ পছন্দ করে।

 3 years ago (edited)

খালি ছবি দেখি আর হতাশা কাজ করে । ভীষণ খাওয়ার ইচ্ছা জাগে । সুন্দর হয়েছে বৌদি । শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ, আপনি চলে আসুন কোলকাতা।

বৌদি আজ একাদশীর দিন। রেসিপি টা দেখার পর ঠিক কী ইচ্ছে হচ্ছে মনে তা আর আজ নাই বললাম। 🤪😂😂😂 বাকিটা পরেরবার পুষিয়ে নেবো। 😊

 3 years ago 

বাঙালি বলেও তেমন কোনো মাছ খাইনা কিন্তু ইলিশ মাছের প্রতি আমার অনেক লোভ, ইলিশ মাছ খেতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58440.50
ETH 2618.70
USDT 1.00
SBD 2.39