বাঙালি রেসিপি " চিংড়ি মাছ দিয়ে কাঁচ কলার কোফতা "

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কাঁচ কলার কোফতা।
কাল থেকে আজ পর্যন্ত প্রায় সারাদিন বৃষ্টি। আকাশ মেঘলা আর সারাদিন ঝম ঝম করে বৃষ্টি পড়ছে।দুই দিন আগে কয়েকটি কাঁচ কলা কিনেছিলাম।মা বলল অনেক দিন কাঁচ কলার কোফতা খাই নি। ভাবলাম আজ একটু কাঁচ কলার কোফতা বানাই মায়ের জন্য। আর সেটি আপনাদের সাথে শেয়ার করব। এটি খুবই সুস্বাদু একটি খাবার। এটি খুবই মজাদার খাবার। তাহলে চলুন শুরু করা যাক । আশা করি, আপনাদের ভাল লাগবে।

IMG_20210723_230513.jpg
উপকরণ:
১. কাঁচ কলা - ৪ টি
২.. চিংড়ি মাছ - ২০০ গ্রাম
৩. পেয়াঁজ কুচি - ১ কাপ
৪. লবণ - ৩ চামচ
৫. আলু - ১টি
৬. আদা ও রসুন বাটা- ২ চামচ
৭. হলুদ - ৩ চামচ
৮. জিরা গুঁড়া - ২ চামচ
৯. তেজ পাতা - ২ টি
১০. গোটা জিরা - ১ চামচ
১১. তেল - ৪ আমার
১৩. কাচা মরিচ -5৬ টি
১৫. শুকনো মরিচ গুঁড়া - ৩ চামচ
১৬. গরম মসলা - ১ চামচ

IMG_20210723_155851.jpg
কাঁচ কলা

IMG_20210723_222641.jpg
আলু

IMG_20210713_110715.jpg
লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, তেল ও গরম মসলা

IMG_20210816_180333.jpg
চিংড়ি মাছ
IMG_20210730_210248.jpg
পেয়াঁজ কুচি

IMG_20210730_175024.jpg
তেজ পাতা, কাচা মরিচ ও গোটা জিরা

IMG_20210704_203254.jpg
আদা ও রসুন বাটা
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে কলার খোসা ফেলে দিয়ে কেটে জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।

IMG_20210723_162346.jpg

২. তারপর ওই কেটে রাখা কলা সেদ্ধ দিতে হবে। কলা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। কাচা মরিচ কুচি করে কেটে নিতে হবে।

IMG_20210723_210133.jpg

IMG_20210723_210522.jpg

৩. এবার একটা পাত্রে সেদ্ধ কলা নিয়ে তার সাথে একে একে ২ চামচ পেয়াঁজ কুচি, হাপ্ চামচ লবণ, ১ চামচ হলুদ, ও জিরার গুঁড়া ১ চামচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

IMG_20210723_211147.jpg

৪. এবার আলু খোসা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে।

IMG_20210723_222909.jpg

৫. চিংড়ি মাছ গুলো কেটে ধুয়ে পরিস্কার করে নিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে রাখতে হবে।

IMG_20210816_180414.jpg

৬. এরপর চুলার ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে এতে তেল দিয়ে দিতে হবে।
৭. তেল গরম হয়ে গেলে মেখে রাখা কলা থেকে অল্প অল্প নিয়ে ওই গরম তেলে ছেড়ে দিতে হবে। বরার মতো ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।

IMG_20210723_211951.jpg

৮. বরা গুলো বাদামী রং ধারণ করলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20210723_222456.jpg

৯. ওই একই কড়াইতে আরও একটু তেল দিয়ে এতে গোটা জিরা ও তেজ পাতা দিয়ে চিংড়ি মাছ গুলো দিয়ে ১৫ মিনিট ভেজে নিতে হবে।
১০. চিংড়ি মাছ ভাজা হলে কাটা আলু দিয়ে আর একটু ভেজে এতে আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমান মতো জল দিয়ে দিতে হবে।

IMG_20210723_224200.jpg

IMG_20210723_223341.jpg

১১. ঝোল ফুটতে শুরু করলে পরিমান মতো লবণ, হলুদ , জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে। এভাবে ১০ মিনিট ধরে জ্বাল দিতে হবে।
১২. ঝোল হালকা গাঢ় হয়ে গেলে কাঁচ কলার বরা গুলো দিয়ে দিতে হবে। এভাবে আরও ৫ মিনিট ধরে রান্না করতে হবে।

IMG_20210723_230252.jpg

১৩. এবার ঝোল আর ও একটু কমে গেলে গরম
মসলা দিয়ে লবণ টেস্ট করে নামিয়ে নিতে হবে।

IMG_20210723_230513.jpg

তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কাঁচ কলার কোফতা। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

Sort:  
 3 years ago 

দিদি আপনি প্রতিনিয়ত আমাদের সামনে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছেন। আজকের রেসিপি অসম্ভব সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল দিদি।

 3 years ago 

পদ্ধতিটাতো বেশ দারুন, আগে কাচ কলার বড়া তৈরী করা হয়েছে তারপর চিংড়ি আলু দিয়ে রান্না। দেখেই বুঝা যাচ্ছে বেশ স্বাদের হয়েছে রান্নাটি। না আমি এখনো এই ধরনের কোফতা খাওয়ার সুযোগ পাই নাই, তবে আপনার রেসিপি দেখে পেয়ে যাবো, হি হি হি। ধন্যবাদ

Lezatnya. Saya suka.

 3 years ago 

খুবই স্পেশাল একটি রেসিপি, কখনোই খাওয়া হয়নি, দেখে মনে হচ্ছে একটু খেয়ে দেখি। অনেক অনেক ধন্যবাদ বৌদি এমন সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর আনকমন কিছু রেসিপি শেয়ার করেন আমাদের মাঝে। খুবজ লোভনীয় হয়েছে চিংড়ি মাছ দিয়ে কাঁচ কলার কোফতার রেসিপি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

প্রতিদিন এমন সুন্দর সুন্দর রেসিপি কিভাবে মাথায় আসে আমি বুঝিনা দিদি?? সত্যিই অনেক পরিশ্রমী আপনি। প্রতিনিয়তঃ সুন্দর সুন্দর রেসিপি গুলো শেয়ার করেন আমাদের মাঝে।
আজকের রেসিপি টা অন্যদিনের থেকে একটু আলাদা। বিশেষ করে আজকের রেসিপি টা একটু বেশি স্বাস্থ্যসম্মত।

ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য

 3 years ago 

খুবই সুন্দর একটি রেসিপি যা আগে আমি এভাবে কখনো দেখি নাই। আজ প্রথম দেখলাম দিদি আপনার মাধ্যমে। চিংড়ি মাছ দিয়ে কাঁচ কলার কোফতা।
দেখতে বেশ লোভনীয় হয়েছে। এই রেসিপিটা আমিও আমার বাসায় করব আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

কাচ কলা আমার বাসায় ডিমের সাথে রান্না করা হয় কিন্তু কখুনো চিংড়ি দিয়ে করে নায়।দুটোই বেশ সুস্বাদু খাবার। অনেক ধন্যবাদ দিদি রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে কাঁচ কলার কোফতা আমি আগে কখনো খাইনি তবে আপার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। অনেক ধন্যবাদ বৌদি এমন সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

এটি খুবই পুষ্টিকর খাবার।খুব সুন্দরভাবে তৈরী করেছেন বৌদি।আমি ও মাঝে মাঝে এটি খেয়ে থাকি।খুবই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57020.43
ETH 3081.72
USDT 1.00
SBD 2.41