আমার প্রথম করা "চিকেন তেহারি"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন। আশা করি, সবাই ভালো আছেন।আজ অসাধারন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগে কখনও আমি এটা খাইনি রান্না ও করিনি। তবে নাম শুনে ছিলাম। আমার কাছে এটা নতুন খাবার। তবে আমি যে খাবার কোনোদিন রান্না করিনি আমি একবার হলে ও সেই খাবার বাড়ীতে রান্না করে দেখি। তাই আজ দুপুরে রান্না করলাম " চিকেন তেহারি" । এই প্রথম রান্না করলাম। আপনারা অনেকে হয়তো এটা খেয়েছেন, রান্না ও করেছেন। তাই আমি একটু আজ চেষ্টা করলাম । ভাবলাম আজ আপনাদের সাথে " চিকেন তেহারি" শেয়ার করি।

IMG_20210714_232407.jpg

উপকরণ:
১. মুরগির মাংস - ১ কিলো
২. পোলাও চাল - ১ কিলো
৩. পেঁয়াজ কুচি - ২ কাপ
৪. রসুন বাটা - দেড় চামচ
৫. আদা বাটা - দেড় চামচ
৬. তেজ পাতা - ৫ টি
৭. লবণ - ২ চামচ
৮. হলুদ - ২ চামচ
৯. জিরা গুঁড়া - ১ চামচ
১০. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ
১১.গোল মরিচ গুঁড়া - ১ চামচ
১২. দারচিনি - ৪ টি
১৩. লবঙ্গ - ৪ টি
১৪. এলাচ - ৫ টি
১৫. তেহারি মশলা - ১ প্যাকেট
১৬. টক দই - ১ কাপ
১৭. গুঁড়া দুধ - ২ চামচ
১৮. কাচা মরিচ - ৫ টি
১৯.গরম দুধ - ১ কাপ
২০. তেল - ২ কাপ
২১. জিরা - ১ চামচ
২২. কেওড়া জল - ১ চামচ

IMG_20210714_213037.jpg
মুরগির মাংস

IMG_20210714_221533.jpg
পোলাও চাল

IMG_20210714_201756.jpg
পেঁয়াজ কুচি

IMG_20210714_220059.jpg
তেজ পাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ , টক দই ও গুঁড়া দুধ

IMG_20210710_095816.jpg
দুধ

IMG_20210713_110929.jpg
লবণ, হলুদ, তেল, জিরার গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও কাচা মরিচ

IMG_20210708_081455.jpg
জিরা
প্রস্তুত প্রণালী:
১. মুরগির মাংস জল দিয়ে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।

IMG_20210714_213037.jpg

২.চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হলে জিরা, তেজ পাতা ২ টি, দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ২ মিনিট ভাজতে হবে।

IMG_20210714_213717.jpg

৩.পেঁয়াজ কুচি নরম হয়ে এলে একে একে লবণ পরিমাণ মতো, হলুদ ২ চামচ, শুকনো মরিচ গুঁড়া ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ ও তেহারি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এক কাপের মতো জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো না হলে কাচা গন্ধ থাকে।

IMG_20210714_214503.jpg

৪. পেঁয়াজ কষানো হলে মাংস দিয়ে দিতে হবে। এবার কষানো মশলার সাথে মাংস নেড়ে দিতে হবে। কিছুক্ষন পরে দেখা যাবে মাংসের ভিতর থেকে জল বের হবে। এই জলে মাংস কষিয়ে নিতে হবে

IMG_20210714_215225.jpg

৫. মাংস কষানো হলে ফেটানো টক দই দিয়ে ২ মিনিট রান্না করতে হবে। এবার ২ চামচ গুঁড়া দুধ দিয়ে আবার রান্না করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাংসের উপরে তেল উঠে আসবে ততক্ষন রান্না করতে হবে। তেল উঠে আসলে নামিয়ে নিতে হবে।

IMG_20210714_221902.jpg

৬.এবার পোলাও চাল ধুয়ে পরিস্কার করে নিতে হবে।
৭. আবার চুলায় কড়াই বসিয়ে মাংসের উপরে উঠে আসা তেল দিতে হবে। সেই তেলের ভিতর এক চামচ তেল দিতে হবে। তেল গরম হলে বাকি তেজ পাতা ও বাকি মশলা দিয়ে একটু নেড়ে দিতে হবে।এবার ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দুই মিনিট ভেজে নিতে হবে।

IMG_20210714_222633.jpg

৮. চাল ভাজা হলে জল দিতে হবে। মনে রাখতে হবে এক কাপ জলে ২ কাপ জল দিতে হবে। সেই জলের ভিতর ১ কাপ দুধ দিয়ে দিতে হবে।(এখানে আর একটা জিনিস আছে সেটা হলো ভেজানো চাল হলে জল কম লাগবে।আর ভাজা চাল হলে জল একটু বেশি লাগবে।)

IMG_20210714_222941.jpg

৯. চালের জল ফুটতে শুরু করলে সেই জলের ভিতর কাচা মরিচ ও লবন দিয়ে দিতে হবে। জল একটু কমে আসলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আঁচ কমানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

IMG_20210714_225403.jpg

১০. কিছুক্ষন পর ঢাকনা খুলে দেখতে হবে ভাত ফুটছে কি না। ভাত হয়ে গেলে মাংস দিয়ে দিতে হবে।।
১১.মাংস দেওয়ার পর কেওড়া জল দিয়ে ভাতের সঙ্গে মাংস মিশিয়ে দিতে হবে।

IMG_20210714_225326.jpg

১২. মাংস মেশানোর পর ৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। চুলার আঁচ কমিয়ে দিতে হবে। ৫ মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে, গরম গরম পরিবেশন করতে হবে।
IMG_20210714_232407.jpg

Sort:  
 3 years ago 

রান্নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে খাবারটা খুব মজা হয়েছি। আমিও একদিন রান্নাটা করার চেষ্টা করবো।

 3 years ago 

বাহ্ দিদি বাহ্
চিকেন তেহেরি টা
রান্না করলে তুমি
মজা করে খেয়ে নিলে
দাদা আর তুমি।

 3 years ago 

হ্যা, আপনি চলে আসুন।

 3 years ago 

চলে আসতে বললে কি আর
চলে আসা যায়,
তার কাঁটা টা বাঁধা হয়ে
আছে সীমানায়।
শুভেচ্ছা ও অভিন্দন
রান্না হয়েছে দারুণ
ওপার বাংলা থেকে দিদি
এপার বাংলায় আসুন।

 3 years ago 

লা-জাবাব বৌদি। সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

Thank you.

 3 years ago 

Well done বৌদি! আপনি করে ফেলেছেন। দেখে তো মনে হচ্ছে মজা হয়েছে।

 3 years ago 

হ্যা, অনেক মজা হয়েছে।

 3 years ago 

দেখে তো মনে হচ্ছে খুব স্বাদ হয়েছে দিদি।

 3 years ago 

অন্যতম একটি প্রিয় খাবার এটি আমার, কারন আপনার ভাবী খুব ভালো রান্না করে। তবে আমিও একদিন এই রেসিপিটি শেয়ার করবো, হি হি হি

রান্না পারি না, শুধু খেতে পারি। 😅

চিকেন তেহারি খাওয়া হয় নি কখনো, ট্রাই করতে হবে। দেখে টেস্টি মনে হচ্ছে।

 3 years ago 

ট্রাই করে দেখুন খুব মজার একটি খাবার।আমি ও প্রথম বার খেয়েছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57679.84
ETH 2442.12
USDT 1.00
SBD 2.34