DIY (এসো নিজে করি )" জল রং দিয়ে একটি মেয়ে ক্রিসমাসের উপহার নিয়ে যাওয়ার পেইন্টিং"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি একটি পুরানো পেইন্টিং শেয়ার করবো। এটি আমি অনেক দিন আগে করেছিলাম। এই পেইন্টিং টি আমি ২৫ শে ডিসেম্বর এটি করেছিলাম কিন্তু আমি অসুস্থতার কারণে আমি এতদিন শেয়ার করতে পারি নি। তাই ভাবলাম আজ শেয়ার করি। কিছুদিন ব্যাস্ততার কারনে আর্ট করতে পারছি না। তাই আজ পুরানো একটি পেইন্টিং শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা

IMG_20211229_042706.jpg

IMG_20211229_041419.jpg
উপকরণ:
১. পেইন্টিং কাগজ
২. রং তুলি
৩. জল রং
৪. টেপ
৫. জল
৬. পেনসিল

IMG_20211229_012903.jpg
প্রস্তুত কারক:
১. প্রথমে কাগজের চারপাশে টেপ লাগিয়ে নিতে হবে। এরপর কাগজের ওপর পেনসিল দিয়ে একটি মেয়ের ছবি এঁকে দিলাম।

IMG_20211229_014535.jpg

IMG_20211229_014546.jpg

IMG_20211229_015706.jpg
২. এবার আকাশী রং করতে হবে কাগজের উপরের দিকে।এরপর নিচের দিকে ও আকাশী রং করে নিতে হবে।

IMG_20211229_020156.jpg

IMG_20211229_020657.jpg

IMG_20211229_021208.jpg
৩. এবার পেনসিল দিয়ে আঁকা ছবির উপর লাল রং করতে হবে। মুখ বাদ দিয়ে।

IMG_20211229_021717.jpg

IMG_20211229_022029.jpg

IMG_20211229_022902.jpg
৪. এবার মেয়েটির ছবির উপর সাদা রং ছিটিয়ে দিতে হবে।

IMG_20211229_023744.jpg
৫. এবার মেয়েটির ছবির পাশে কয়েকটি ক্রিসমাস ট্রি এঁকে দিলাম।

IMG_20211229_024038.jpg

IMG_20211229_024346.jpg

IMG_20211229_025155.jpg

৬.এবার ক্রিসমাস ট্রি র উপরে সবুজ রং দিয়ে গাছের ডাল ও ছোটো ছোটো পাতা এঁকে দিতে হবে।

IMG_20211229_025715.jpg

IMG_20211229_030337.jpg

IMG_20211229_030820.jpg
৭. এবার মেয়েটির মুখ এঁকে নিতে হবে।সাথে কালো রং দিয়ে চুল এঁকে দিলাম।

IMG_20211229_031144.jpg

IMG_20211229_031459.jpg
৮. এবার মেয়েটির জামার হাতায় ও নিচের দিকে সাদা রং করে দিতে হবে।

IMG_20211229_032022.jpg

IMG_20211229_032517.jpg
৯. এবার নিচে সাদা রং দিয়ে কিছু বরফ এঁকে দিলাম। এরপর একটা গাড়ি এঁকে দিতে হবে। গাড়ির উপর কিছু উপহারের বক্স এঁকে দিলাম।

IMG_20211229_033227.jpg

IMG_20211229_041148.jpg

IMG_20211229_041238.jpg
১০. এবার কাগজের চারপাশ দিয়ে টেপ তুলে দিতে হবে।

IMG_20211229_041421.jpg
এই তো শেষ হলো আমার একটি মেয়ের ক্রিসমাসের উপহার নিয়ে যাওয়ার দৃশ্য। এরপর নতুন কোনো দৃশ্য এর পেইন্টিং নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

বৌদি অসাধারণ আর্ট করেছেন। ক্রিসমাসের উপহার নিয়ে যাওয়া আর্ট অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক বেশি গর্জিয়াস হয়েছে আর্ট টি। আর প্রতিটি জায়গা অনেক বেশি সুন্দর লাগছে। দারুন। ধন্যবাদ বৌদি।

 3 years ago 

দিদি মেয়েটার জামার রং টা কিন্তু দারুন লাগছে আমার কাছে। এরকম গাউন টাইপস জামা আমার সবচেয়ে বেশি পছন্দের 🥰। আর তোমার কাজ নিয়ে কি বলি বলো তো,, তুমি তো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী ❤️

 3 years ago 

একটি মেয়ে ক্রিসমাসের উপহার নিয়ে চলে যাচ্ছেন পেইন্টিংটা সত্যি খুবই ভালো হয়েছে বৌদি। ক্রিসমাস মানেই গিফট। এবং মেয়েটার এতোই গিফট হয়েছে যে টেনে নিয়ে যাওয়া লাগছে😂। পেইন্টিং এর উপস্থাপনা টাও ভালো করেছেন।

 3 years ago 

বৌদি আপনার রান্নার হাত যেমন সুন্দর, তেমনি আঁকার হাত ও।চমৎকার হয়েছে👌👌, জঙ্গলের মধ্যে দিয়ে একটি মেয়ের উপহার নিয়ে যাওয়ার দৃশ্যটি।উপহারে ভর্তি গাড়িটি,দারুণ আইডিয়া।ধন্যবাদ বৌদি।

একটি মেয়ের ক্রিসমাসের উপহার নিয়ে যাওয়ার দৃশ্য অনেক সুন্দর করে আঁকিয়েছন বৌদি। পেইন্টিং করা মেয়ের জামার ডিজাইন ও গাছ গুলো আমার কাছে খুবই অসাধারণ লাগছে। আপনার হাতের ছবি সহ খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার এতো সুন্দর আট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে বৌদি আপনার অঙ্কিত ক্রিসমাসের উপহার টেনে নিয়ে যাওয়ার মেয়েটি দৃশ্য। আমিও আর্ট করার চেষ্টা করি জানি কতটা সময় ব্যয় হয় এর পিছনে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সব সময় বৌদি আপনার সুস্থতা কামনা করছি। একটি মেয়ের ক্রিসমাসের উপহার নিয়ে যাওয়ার চিত্রটি খুবই চমৎকার হয়েছে বৌদি । বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে লাল রং এর ড্রেসটা লাল রং আমার অনেক পছন্দ তাই আর বেশি ভালো লাগছে।হাতের লাল রঙের ব্যাগটি কি কিউট লাগছে অপূর্ব লাগছে। আর গিফট বক্স গুলো দেখে মনে হচ্ছে সত্যি সত্যি এটি গিফট বক্স আঁকা নয় সত্যি অসাধারণ এঁকেছেন বৌদি।

 3 years ago 

পেইন্টিংটি দেখেই বোঝা যাচ্ছে যে ক্রিসমাস উপলক্ষ্যে আঁকা হয়েছে। খুব সুন্দর করে আপনি জল রং দিয়ে পেইন্টিং তৈরি করেছেন দিদি। আমার কাছেতো খুবই ভালো লেগেছে। আপনার জলরঙে করা পেইন্টিং গুলো খুবই সুন্দর হয়। আরো আরো চাই, সময় করে আমাদের জন্য আরও কিছু পেইন্টিং করে দেখাবেন আশা করি।

 3 years ago 

বৌদি আপনি তো ভালোই আর্ট করতে পারেন
এই কমিউনিটির প্রায় সবাই কমবেশি ছবি আঁকতে পারে। শুধু পারিনা আমি। ইচ্ছা আছে শীঘ্রই রং-তুলি নিয়ে শেখা শুরু করব। শুভকামনা আপনার জন্য। সবসময় সুস্থ থাকবেন এই কামনা করি।

 3 years ago 

বৌদি আপনি অলরাউন্ডার । যেমন রাঁধেন, তেমন ছবিও আঁকেন। সুন্দর ছিল আপনার উপস্থাপনা ।শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59993.26
ETH 2312.53
USDT 1.00
SBD 2.49