"বিকালে ছাদে ঘুরতে যাওয়ার কিছু মুহুর্ত"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের দিনের শুরুটা হয়েছে বৃষ্টি দিয়ে। পুরো আকাশ মেঘলা সারাদিন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে।কিন্তু দুফুর গোড়াতেই মেঘ কেটে রোদ্র উঠতে শুরু করছিল। বর্ষাকালে প্রকৃতি এত সুন্দর সেজে ওঠে দেখলে মন পুলোকিত হয়ে ওঠে।সারাদিনের কর্ম ব্যাস্ততার কারনে প্রাই ছাদে ঘুরতে যাওয়া হয় না। অনেক ভাবি ছাদে ঘুরতে যাব কিন্তু সময় হয়ে উঠে না। প্রতিদিনের মতো আজও ঘরের কাজ করে টিনটিন বাবুকে নিয়ে ছাদে ঘুরতে গেলাম। বাবু মাঝে মাঝে ওর ঠাম্মি আর দাদার সাথে ছাদে যায়। অনেক দিন পর আজ আমিও গেলাম।

IMG_20210810_174129.jpg
অনেক দিন পর ছাদে গিয়ে খুব ভালো লাগছিল। আমার ছেলবেলার কথা খুব মনে পড়ছিল।আর টিনটিন বাবু ও খুব মজা পেয়েছিল। আমার ছাদে তেমন কোনো গাছ নেই।কারণ আমি ফ্ল্যাটে থাকি ।এখানে ছাদ ফ্ল্যাটের সবাই এটা ব্যাবহার করে।আর ছাদে গাছ লাগালে অন্যান্যরা সে গুলো দুষ্টুমি করে নষ্ট করে ফেলে। তাই আমার ছাদে দু - একটা গাছ আছে।ছাদে গিয়ে টিনটিন বাবু পাখি আর হেলিকপ্টার দেখে সে কি খুশি। টিনটিন বাইরে ঘুরতে যেতে খুব পছন্দ করে।

আজ ছাদে গিয়ে চারপাশের পরিবেশ আজ ভিন্ন রকম মনে হচ্ছছিল। চারপাশের পরিবেশ বর্ষার জলে ভিজে একটা অন্যরকম সেজে ওঠেছে।আমাদের ছাদের পাশে আম গাছের ডালে ডালে পাতায় ভরে ওঠেছে । আমাদের ছাদের পাশে অনেক বড় একটি খেলার মাঠ রয়েছে।সেখানে সকালে এবং বিকালে ছেলেমেয়েরা খেলা করে। এই মাঠের পাশে একটা মায়ের মন্দির আছে। সেখানে প্রতি বছর পূজা হয়। এবং এই মাঠে পূজার সময় বিভিন্ন ধরনের উৎসব হয়।ধীরে ধীরে আকাশে আবার মেঘ করে আসছে। চারদিকে অন্ধকার হয়ে আসছে।

IMG_20210810_174802.jpg

IMG_20210810_174551.jpg

IMG_20210728_183300.jpg

IMG_20210728_183245.jpg

IMG_20210728_183218.jpg

Sort:  

বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার পোস্টটি। ছাঁদে বসে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। ফটোগ্রাফিতে বোঝা যাচ্ছে আপনার এরিয়া অনেক পরিপাটি 🙂

 3 years ago 

বাহ আপনার এলাকার পরিবেশের সৌন্দর্যের পরিবেশ সত্যিই অসাধারণ, এবং এটি আপনার জন্য একটি খুব আনন্দদায়ক দিন নিশ্চিত। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ..

😊😊

 3 years ago 

বর্ষাকালের এই প্রকৃতি টা আমার কাছে খুব ভালো লাগে। কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো রোদ। অনেক সুন্দর লিখেছেন।

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন আপু, ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে

 3 years ago 

সুন্দর মূহুর্ত ফ্রেম বন্দি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।তাছাড়াও আপনার লেখাটিও সুন্দর ছিলো।

 3 years ago 

ছবিগুলো অনেক চমৎকার হয়েছে একেবারে স্পষ্ট বিশেষ করে ফুটবল মাঠের ছবিটি। ছাদে বিকেলবেলা ঘুরতে যাওয়ার অনুভূতি গুলো অনেক আনন্দঘন বিশেষ করে যখন আমি আমার ছোটদের বছরের মেয়েকে নিয়ে ছাদে যাই। সে এই সময়টাকে খুব বেশি ইনজয় করে এবং আমি মনে করি আপনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় কারণ আমরা যখন ঘর থেকে বের হয়ে উন্মুক্ত পরিবেশে যায় তখন সেই সময়টাকে সবাই খুব ইনজয় করতে চাই এবং বাচ্চারা অনেক বেশি।

 3 years ago 

আসলেই,বিকেলবেলাটা নিজের পছন্দের মানুষের সাথে কিংবা একাকি ছাদে কাটানোর স্বস্তিটাই আলাদা।😍

 3 years ago 

চমৎকার ফটোগ্রাফির সাথে দারুন প্রকৃতির ছবিগুলি। অনেক সুন্দর মুহূর্ত ।অনেক ধন্যবাদ বৌদি ।

 3 years ago 

কত দিন বিকেল বেলা ছাদে যাইতে পারিনি। আসলে বিকেলবেলায় গোধূলি বাতাসে এবং সুন্দর মিষ্টি বিকালটা উপভোগ করাটাই একটা সৌভাগ্যের ব্যাপার।

আপনি সেই সৌভাগ্যবান একজন। আসলে বিকেলে টাইম থাকে না ছাদে যাওয়ার।

সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

ফটোগ্রাফিগুলো দারুণ।তাছাড়া খোলা হওয়ায় প্রকৃতির মাঝে মেলে ধরতে কার না ভালো লাগে!শীতল হালকা বাতাসের সাথে নিরিবিলি কাটানো বেশ মজার।ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64159.10
ETH 2771.78
USDT 1.00
SBD 2.66