Diy ( এসো নিজে করি ) "পুরনো দিনের গ্রামোফোনের ম্যান্ডেলা আর্ট "

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা ভালো আছেন। আজ অতি ভারাক্রান্ত মন হাজির হয়েছি। আপনারা সকলে জানেন গতকাল প্রয়াত হয়েছেন সুরের সম্রাজ্ঞি লতা মঙ্গেশকর। আজ সুরের সম্রাজ্য সম্রাজ্ঞী হীন হয়ে পড়েছে। আজ তার ই স্মরণে আমি একটি গ্রামোফোনের মিউজিক টোন এর ম্যান্ডেলা আর্ট করেছি। আজ সেটি আপনাদের সাথে শেয়ার করবো।

সরস্বতী বন্দনার পরেরদিন চলে গেলেন ভারতরত্ন সুরের সম্রাজ্ঞী না ফেরার দেশে।কোটি কোটি মানুষকে চলে গেলেন সুরের সরস্বতি হয়ে গেলেন ধ্রুবতারা। ঈশ্বর যেনো নিজে হাতে তাকে তৈরি করেছিলেন। তিনি চলে গিয়েও মানুষের মনের মণিকোঠায় বেঁচে থাকবেন সারাজীবন।তিনি ছিলেন সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। লতা মঙ্গেশকর ভারতের এক স্বনামধন্য ও এক সর্বশ্রেষ্ঠ গায়িকা। তিনি ১৯২৯ সালের ২৮ সে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের ইন্দরে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম দীননাথ মঙ্গেশকর ও মাতা সেমন্তী মঙ্গেশকর। তিনি ছিলেন মা বাবার বড় সন্তান। তিনি প্রায় ১০০০ এর বেশি বাংলা ছবিতে গান করেছেন।এছাড়া ও ভারতের ২০ টি আঞ্চলিক ভাষাতে গান করেছেন। তিনি বাংলায় ১৮৫ টির বেশি গান গেয়েছেন। এবং বিদেশী ভাষাতে গান করেছেন।তিনি একজন ভারতরত্ন খেতাব পাওয়া সঙ্গীত শিল্পী।

আমি ছোটো বেলা থেকে লতা মঙ্গেশকর, মান্না দে ও হেমন্ত মুখোপাধ্যায় এবং আরো অনেকের গান গুলো আমার খুব ভালো লাগে। আমি এখন পর্যন্ত যখনই সময় পাই তখনই সেই সব পুরনো দিনের গান শুনে থাকি। আমি যতই শুনি ততই যেনো নতুন লাগে। সত্যি সেই সব গান গুলো কোনোদিন পুরনো হবে না। তাই আজ আমি সেই পুরোনো দিনের কথা মনে করে গ্রামোফোন বা কলের গানের ম্যান্ডেলা আর্ট করেছিলাম। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

IMG_20220207_095334.jpg

IMG_20220207_094504.jpg

উপকরণ:
১.ছবি আঁকার খাতা
২. পেনসিল
৩. রবার
৪.কলম

IMG_20220207_075703.jpg
প্রস্তুত কারক:
১.প্রথমে খাতায় পেনসিল দিয়ে গোল বৃত্তের মতো এঁকে নিতে হবে।

IMG_20220207_081610.jpg

IMG_20220207_081719.jpg
২.এবার পাশ দিয়ে লম্বা মাইকের মতো এঁকে নিতে হবে।

IMG_20220207_081918.jpg

IMG_20220207_081918.jpg

IMG_20220207_081944.jpg
৩.এবার একটা টেপ রেকর্ডার এঁকে নিতে হবে।এবং একটা বক্স আঁকতে হবে।

IMG_20220207_082208.jpg

IMG_20220207_082633.jpg

IMG_20220207_082411.jpg
৪. এবার পেনসিল এর উপর দিয়ে কলমের দাগ দিয়ে দিতে।

IMG_20220207_083227.jpg
৫. এরপর ছোটো ছোটো দাগ কেটে দিতে হবে। এবং কিছু ছোট ফুলের ডিজাইন করে নিতে হবে।

IMG_20220207_083314.jpg

IMG_20220207_083335.jpg

IMG_20220207_083450.jpg

IMG_20220207_083859.jpg
৬. এবার ছোটো ঘরের ভিতরে ছোটো ছোটো ফুলের ডিজাইন করে দিতে হবে।

IMG_20220207_084016.jpg

IMG_20220207_084226.jpg

IMG_20220207_085023.jpg

IMG_20220207_084621.jpg

IMG_20220207_085259.jpg
৭. এবার টেপ রেকর্ডার ও বক্স এর উপর ও ছোটো ছোটো ফুলের ডিজাইন করতে হবে।

IMG_20220207_085911.jpg

IMG_20220207_090742.jpg

IMG_20220207_093618.jpg

IMG_20220207_093621.jpg
৮. এবার ওই মুখের কাছে ছোট ও বড় কিছু মিউজিক টোন এঁকে দিলাম।এবং পেনসিল দিয়ে ডিজাইনের উপর হালকা স্কেস করে দিলাম।

IMG_20220207_094013.jpg

IMG_20220207_094345.jpg

IMG_20220207_094504.jpg
এবার আমার গ্রামোফোনের ম্যান্ডেলা আর্ট কমপ্লিট হল। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20220207_095336.jpg

Sort:  
 2 years ago 

পুরনো দিনের গ্রামোফোনের ম্যান্ডেলার সত্যিই অসাধারণ হয়েছে দিদি ।আমি আগে কখনো এই ধরনের ফোনের সাথে পরিচিত নেই বা দেখা হয়নি। খুবই ভালো লাগলো আপনার মাধ্যমে দেখতে পেলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আগে এর মাধ্যমে গান শুনা হতো। আমি প্রথম দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ীতে।

 2 years ago 

দিদি রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে কখনো এসেছেন?

 2 years ago 

অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন বৌদি। একটি গ্রামোফোনের এরকম একটি ডিজাইন তার ওপর আবার ম্যান্ডেলা করা সত্যিই একটি অভাবনীয় ব্যাপার। আমার কাছে খুবই ভালো লেগেছে বৌদি, খুব সুন্দর হয়েছে আপনার এই ম্যান্ডেলাটি। অসাধারণ কিছু উপস্থাপন করেছেন আজকেও।

 2 years ago 

ধন্যবাদ আপু। আমার পোস্টটি পড়ার জন্য।

 2 years ago 

পুরনো দিনের গ্রামোফোনের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে, আপনি অনেক দক্ষতার সাথে এই অংকনটি করেছেন। আপনার অংকনটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দরভাবে উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা বৌদি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বৌদি আপনি অনেক সুন্দর করে পুরনো দিনের গ্রামোফোনের ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে । বৌদি আপনার আর্ট টি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। গতকাল প্রয়াত হয়েছেন সুরের সম্রাজ্ঞি লতা মঙ্গেশকর। কিন্তু আমাদের শ্রোতাদের মনে সারা জীবন বেঁচে থাকবে। বৌদি আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া লতাজি সারাজীবন তার সুরের মধ্য দিয়ে বেচেঁ থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে মান্ডালাটি। ধাপে ধাপে আর্টটি দেখছিলাম। মান্ডালা করার ঠিক পূর্বেও এটাকে এত সুন্দর লাগছিল না যতটা মান্ডালা করার পর লাগছে। মান্ডালার সিকুয়েন্সটাও অসাধারণ হয়েছে। আর মিউজিক টোন এড করার পর তো জীবন্ত লাগছে!

 2 years ago 

ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর ড্রইং শেয়ার করেছেন বৌদি। অনেকটা সময় নিয়ে এই ড্রয়িং টি করেছেন। বিশেষ করে মিউজিক সিম্বল গুলো খুব সুন্দর লাগছে দেখতে। অনেক নিখুঁতভাবে সম্পূর্ণ ড্রয়িং টি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল 💕

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বৌদি আপনি ঠিকই বলেছেন। এ ক্ষতি আর কখনো পোষাবার নয়। আমরা হারালাম সুরের জগতের এক উজ্জ্বল নক্ষত্র কে। যারা শত বছরে একবার জন্ম নেন। আশাকরি সৃষ্টিকর্তা তাকে শান্তিতে রাখবেন। তার স্মরণে আঁকা গ্রামোফোনের এই আটটি সত্যি অনেক সুন্দর হয়েছে। যদিও অনেক পরিশ্রমের কাজ কিন্তু সবশেষে ভালো কিছু তৈরি করতে পেরেছেন। শুভেচ্ছা রইল

 2 years ago 

গ্রামোফোনের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে বৌদি। আপনার অংকনের দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। সত্যি বৌদি আপনি দারুন অংকন করেন। অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সকলের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বৌদি। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

মনে হলো ড্রয়িংটি দেখতে দেখতে সেই অতীতের মাঝে হারিয়ে গেলাম। সত্যি আমি নিজেও একটা সময় এটা নিয়ে চিন্তা করতাম, মাঝে মাঝে মন চাইতো একটু ছুয়ে দেখি, কোথা হতে গান বেরিয়ে আসে, হা হা হা হা। না সত্যি বৌদি খুব সুন্দর ড্রয়িং করেছেন। ধন্যবাদ

 2 years ago 

খুবই চমৎকার হয়েছে আপনার গ্রামোফোনের মান্ডালা চিত্রটি বৌদি। খুবই চমৎকার ভাবে নকশাগুলো এঁকেছেন আপনি। এত নিখুত একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45