"আমার বাংলা ব্লগ" জাতীয় শিক্ষক দিবস

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

school-teacher-education-asia-1782427
image source: copyright freepixabay || image credit: sasint

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আজ জাতীয় শিক্ষক দিবস, সবাইকে জাতীয় শিক্ষক দিবসের শুভেচ্ছা।আজ এই দিনে সমস্ত শিক্ষকদের প্রতি রইলো আমার শ্রদ্ধা ও সম্মান।৫ ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
ও স্মরণীয় দিন। ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। এই দিনে ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

প্রাচীন গ্রীক দার্শনিক অ্যারিস্টোটল বলেন - যারা শিক্ষাদান করে তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয়। পিতা-মাতা আমাদের জীবন দান করেন। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে।

শিক্ষক হলো আমাদের মানুষ গড়ার কারিগর। একজন সফল মানুষের পিছনে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।শিক্ষা ছাড়া মানব জীবন অচল। শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রে থাকতে হবে তা নয়। শিক্ষক থাকতে পারেন জীবনের যে কোন ক্ষেত্রে। শিক্ষকদের শুধু পড়াশোনা শিখায় তা নয় তিনি জীবন চলার পথে ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। একজন শিক্ষককে মোমবাতির সঙ্গে তুলনা করা যায়। মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ আলোকিত করেন। শিক্ষক তেমনি সারা জীবন ধরে তার শিক্ষার মাধ্যমে অন্যের পত আলোকিত করেন। শিক্ষকতা তার পেশা সম্মানের একটি পেশা। কারণ শিক্ষকরাই পৃথিবীর সমস্ত পেশার লোকদের তৈরি করেন। তাই সমাজের মেরুদন্ড হলেন শিক্ষক। একমাত্র শিক্ষকরাই পারেন এই সমাজকে সঠিক পথে চালাতে। তাই একজন সফল মানুষের পিছনে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু শুধু এই একটি দিনে ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে কি সম্মান করা যায়? শিক্ষক হচ্ছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রতিটা দিনে আমাদের শিক্ষক দিবস হিসেবে পালন করা উচিত। এবং প্রতিদিনই প্রত্যেক শিক্ষককে সম্মান ও শ্রদ্ধা করা উচিত।

                    শিক্ষাগুরু
তোমরা পড়াও , তোমরা শিখাও
তোমরা বুঝাও কেমন করে
মনের মাঝে যত্ন করে
তোমরা ছরাও জ্ঞানের আলো
কেমন করে কথায় কথায়
দাও  চিনিয়ে   মন্ড   ভালো।।
তোমরা আলোর স্বপ্ন দেখাও
তোমরা হলে পরম পূজনীয়।
আছে   যত আমার শিক্ষাগুরু
সবাই আমার প্রণাম নিও।।
Sort:  
 3 years ago 

শিক্ষক দিবসের শুভেচ্ছা রইলো বৌদি।আমাদের জীবনের অর্ধেক জীবন কাটে শিক্ষকদের হাত ধরেই এবং তাদের অফুরন্ত ভালোবাসাতে ও তাদের দেওয়া শিক্ষার মাধ্যমেই।সকল শিক্ষকদের প্রতি আমার রইলো সম্মান,শ্রদ্ধা ও প্রণাম।

শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা দিদি।অনেক সুন্দর লিখেছেন আপনি।

যারা শিক্ষাদান করে তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয়। পিতা-মাতা আমাদের জীবন দান করেন। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে।

কথাটা অ্যারিস্টোটল এর হলেও কথাটা চিরন্তন সত্য কথা।

শুভ কামনা রইলো দিদি।❤️

 3 years ago 

আপনাকেও শিক্ষক দিবসের শুভেচ্ছা।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা দিয়ে থাকলে একজন আর্দশ শিক্ষক। শিক্ষককে জাতির কারিগর বলা হয়।একজন আর্দশ শিক্ষক পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা জাতিকে স্বপ্ন দেখায়। তারাই সফলতার মুল চাবিকাঠি। শিক্ষক দিবসে সকল স্যারদের সম্মান ও শ্রদ্ধা জানাই।অনেক সুন্দর একটি পোস্ট করেছেন দিদি খুবই ভালো লেগেছে পোস্টি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। মা - বাবার পরে হলেন শিক্ষক। শিক্ষক হলেন আমাদের পথপ্রদর্শক। আমার পোস্ট টি মন দিয়ে পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শিক্ষকরা হল আমাদের গুরুজন।তাদের স্থান সবার উপরে।শিক্ষকদের নিয়ে সুন্দর একটি কনটেন্ট লেখার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শিক্ষকরা হলেন জ্ঞানের আলোর ভান্ডার। শিক্ষকরা নিঃস্বার্থভাবে তাদের শিক্ষার আলো ছড়িয়ে যায় আজীবন। শিক্ষকদের প্রতি রয়েছে সবসময় সম্মান ও ভালোবাসা। বাবা মা যেমন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ তেমনি বাবা-মার পরে শিক্ষকই একমাত্র ব্যক্তি যিনি জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করেছেন।

 3 years ago 

হ্যা ঠিক বলেছেন।ধন্যবাদ

 3 years ago 

শিক্ষা জাতির মেরুদণ্ড। এবং একজন ছাএকে সঠিকভাবে পথ দেখাতে প্রয়োজন একজন আদর্শ নীতিবান শিক্ষক। শিক্ষকদের উদ্দেশ্যে কবিতা টা অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

একজন ছাত্র হলো নরম মাটি। যেটি দিয়ে শিক্ষক যেকোন আকার আকৃতি প্রদান করতে পারে। যার শিক্ষক যত ভালো তার ভবিষ্যৎ ততো ভালো।
শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি।
আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ

এ পৃথিবীতে বাবা মায়ের পরে যার স্থান তিনি হলেন শিক্ষক। শিক্ষকরা এ জাতিকে গড়ে তোলার জন্য সবচাইতে বেশি পরিশ্রম করে। তাই এই শিক্ষক দিবসে প্রত্যেকটি শিক্ষককে জানাই অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং সম্মান। আপনাকে অনেক ধন্যবাদ দিদি আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন।

 3 years ago 

শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। অনেক সুন্দর করে লিখেছেন। আমি আপনার এই লেখা গুলোর অপেক্ষায় থাকি। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আসলেই দিদি শিক্ষকেরা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন। একজন ভালো শিক্ষক এর সংস্পর্শে আসলে মানুষের জীবনটাই পাল্টে যায়। যদিও আমাদের সমাজে শিক্ষকেরা অনেকটাই অবহেলিত। আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63042.11
ETH 3047.49
USDT 1.00
SBD 3.91