বাঙালির উৎসব " রাখী বন্ধন"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আজ "রাখী পূর্ণিমা" বাঙালিদের একটি জনপ্রিয় উৎসব।"আমার বাংলা ব্লগ" কমিউনিটির সকল সদস্য দের জানাই রাখী পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। আজ বাঙালির একটি জনপ্রিয় উৎসব রাখী পূর্ণিমা, এই দিনে বোনেরা তাদের ভাই বা দাদাদের হতে রাখী পরিয়ে দেন।এটি অনেক প্রাচীন কাল থেকে এই রাখী বন্ধন চলে আসছে।এই রাখী বন্ধন রাখী পূর্ণিমার উৎসব।এটি শ্রাবণী পূর্ণিমা নামেও পরিচিত। ভারতীয় দের কাছে একটি পবিত্র উৎসব।

এই উৎসব ভাই - বোনের ভালোবাসার উৎসব। ভারতে এই উৎসব সেই পৌরাণিক কাল থেকে হিন্দুদের বিশ্বাস অনুসারে বোনেরা তার ভাই বা দাদার মঙ্গল কামনা ও দীর্ঘায়ুর জন্য তাদের হাতে রাখী নামক একটি সুতো বেধে দেয়। আর অন্য দিকে ভাইয়েরা তার বোন বা দিদিকে সারাজীবন বিপদ আপদের হাত থেকে রক্ষা করে। এটি ভাই বোনের একটি পবিত্র উৎসব।

IMG_20210822_144926.jpg

IMG_20210822_144610.jpg
রাখী বন্ধন সেই পৌরাণিক কাল থেকেই চলে আসছে। রাখী বন্ধন প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর চালু করে ছিলেন। দেশে যখন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদ হয় তখন লর্ড কার্জন বঙ্গ ভঙ্গ ঘোষনা করেন। ১৬ ই অক্টোবর থেকে বঙ্গ ভঙ্গ সরকারি ভাবে কার্যকর হবে। তার ঘোষণার পর থেকে সারা বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এর প্রতিবাদ জানায়।তখন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন এটা আইনের জোরে বাংলা বিভক্ত করা হচ্ছে।কিন্তু ঈশ্বর মানুষকে বিভক্ত করেন নি। তার এই কথা প্রকাশে তুলে ধরার মাধ্যমে দিনটিকে রাখী বন্ধন দিন হিসেবে পালন করার ডাক দেন। এই ভাবে ধীরে ধীরে বাঙালিরা "রাখী বন্ধন " উৎসব পালন করে।

প্রথম দিকে অফিস আদালতে যারা কাজ করতেন তাদের আইন করেন কর্ম ক্ষেত্রে সকল মহিলারা সব পুরুষদের রাখী বন্দনের দিন রাখী পড়াতে হবে। এতে বাঙালিরা আন্দোলন শুরু করেন। সেই থেকে শুরু হয় শুধু বোনেরা ভাইদের রাখী পরাবে।

IMG_20210822_145949.jpg

IMG_20210822_144908.jpg

আজ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি,
পৃথিবী জুড়ে বাজে মধুর গীতি,
ভাইয়ের হাতে পরাবে সুতা বোন
উৎসবে মুখরিত আজ বিশ্ব ধরণী।
চন্দনের টিকা রেশমি সুতো।
বর্ষায় এই মনোরম সৌন্দর্য
ভাইয়ের আশা বোনের ভালোবাসা।
রাখী বন্ধন উৎসবের শুভেচ্ছা।।

Sort:  

ভালোবাসা টিকে থাকুক হাজার বছর পৃথিবীতে ভাই এবং বোনের মধ্যকার। এবং দীর্ঘায়ু কামনা করছি সকল ভাই-বোনদের জন্য

রাখি বন্ধন বই আনুক সবার জীবনে আনন্দ উল্লাস এবং দীর্ঘময় প্রশান্তির হাওয়া

রাখি বন্ধন এর শুভেচ্ছা অবিরাম সবার জন্য

 3 years ago 

হাজার বছর বেঁচে থাকুক ভাই-বোনের ভালবাসা।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

প্রথমেই বৌদিকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা।বৌদি খুব সুন্দর ভাবে রাখি বন্ধনের বাখ্যা দিয়েছেন। সাথে রাখি পড়ানোর দারুন মুহূর্ত আমাদের মাঝে ভাগ করে নেবার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

 3 years ago 

আপনাকেও রাখী বন্ধনের শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। রাখি বন্ধনের মতোই অটুট থাকুক আপনাদের ভাই বোনের সম্পর্ক।

 3 years ago 

আপনাকেও রাখী বন্ধনের শুভেচ্ছা। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

🙂

 3 years ago 

আপনাদের বন্ধন চির অটুট থাকুক এই প্রার্থনাই করি। শুভেচ্ছা রইলো আপনার ভাই ও পরিবারের জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

রাখি বন্ধনের শুভেচ্ছা সবাইকে

 3 years ago 

আপনাকেও রাখী বন্ধনের শুভেচ্ছা। ধন্যবাদ

 3 years ago 

রাখি-বন্ধন চমৎকার একটা নাটকের সিরিয়াল ছিলো, আমি প্রায় সবগুলো পর্বই দেখেছিলাম, বেশ ভালো লাগতো। আজকের লেখাটি দেখে সেই নাটকের কথা স্মরন হয়ে গেলো।

কবিতাটি অসম্ভব ভালো ছিলো। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে রাখী বন্ধনের শুভেচ্ছা।রাখী বন্ধন সিরিয়ালটা আমি প্রথমে দেখতাম পরে আর দেখতাম না। কিন্তু আমার ও লাগতো।আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ, রাখী বন্ধনের এই বন্ধন টিকে থাকুক যুগের পর যুগ।

 3 years ago 

রাখি বন্ধন এর ইতিহাস আমার পূর্বে জানা ছিল না, জেনে খুব ভালো লাগলো। অটুট থাকুক পৃথিবীর সকল ভাই ও বোনের মধ্যকার এই ভালোবাসা।

কবিতাটি আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে সুন্দর এই পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপু, আমার পোস্টটি মন দিয়ে পড়ার জন্য।

 3 years ago (edited)

বেচেঁ থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক এই রাখি বন্ধনের মাধ্যমেই❤️

 3 years ago 

এই রাখি বন্ধনটা আমার কাছে খুবই ভালো লাগে।ধন্যবাদ বৌদি সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66753.89
ETH 3256.47
USDT 1.00
SBD 4.34