Diy ( এসো নিজে করি ) "জল রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য সবুজের মাঝে একটি গাছের পেইন্টিং"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন।আজ অনেক দিন পর নিজের করা পেইন্টিং নিয়ে আসছি। আমার আঁকতে খুব ভালো লাগে। কিন্তু এখন আর হয়ে ওঠে না কিছু করার। তাই অনেকদিন পর কাল আবার একটু আঁকি বুকি করতে বসলাম। কিন্তু কি আঁকবো মাথায় আসছে না। রং ও তুলি নিয়ে বসে দেখি আমি কিছু মনে আসছে না । তাই অনেক ভাবতে ভাবতে হটাৎ একটি প্রাকৃতিক দৃশ্য এর মনে পড়লো। এটি আঁকানোর চেষ্টা করলাম। কিন্তু অনেক দিন না আঁকানোর জন্য তেমন সুন্দর হয়নি। আপনারা জানেন আমি কোনোদিন আগে আঁকানোর চেষ্টা করিনি। এখন একটু শত ব্যাস্ততার মাঝে আঁকনোর চেষ্টা করি। কিন্তু দীর্ঘদিন ছেড়ে দেওয়ার জন্য হয়তো সব ভুলে গেছি। তাই একটু ট্রাই করছিলাম। কিন্তু আঁকতে গিয়ে সত্যি সব ভুলে গেছি। তারপর অনেক চেষ্টা করে এইটুকু আঁকলাম। আপনাদের দাদা দেখে তাই খুব একটা ভালো হয়নি। তুমি সব ভুলে গেছো। আর আমি নিজের দেখে হাসি পাচ্ছিলো। যে কতটা খারাপ হইছে।ভাবলাম আজ একটু খারাপ পেইন্টিং শেয়ার করি।জানি সবাই দেখে হাসবেন। অনেক পঁচা একটা পেইন্টিং করছি।আপনাদের কার ও ভালো লাগবে না। তাহলে চলুন পঁচা পেয়েন্টিংটি শুরু করি।

IMG_20220624_032228.jpg

উপকরণ:
১.সাদা কাগজ
২. রঙের তুলি
৩. রং
৪. জল

IMG_20220624_015345.jpg
প্রস্তুত কারক:
১. প্রথমে কাগজের চারপাশে টেপ মারতে হবে। এবার উপরে নীল রঙ করে নিতে হবে।

IMG_20220624_015456.jpg

IMG_20220624_015905.jpg
২. কাগজের অর্ধেক নীল রঙ করা হলে নীচের বাকি অংশে সবুজ রঙ করে নিতে হবে।

IMG_20220624_020022.jpg

IMG_20220624_020408.jpg

৩. এবার গাঢ় নীল রঙ দিয়ে দূরের আকাশ এঁকে নিলাম।এরপর সাদা রঙ দিয়ে আকাশের মেঘ এঁকে দিলাম।

IMG_20220624_020710.jpg

IMG_20220624_020826.jpg

IMG_20220624_020903.jpg

IMG_20220624_021455.jpg

IMG_20220624_021800.jpg

IMG_20220624_022150.jpg

IMG_20220624_022409.jpg
৪. এবার একটি গাছ এঁকে নিলাম। এবং ছোট ছোট ফুল এঁকে নিলাম।এরপর গাছের নীচে গাঢ় সবুজ রঙ ও কয়েকটি ঝরা ফুল এঁকে নিলাম।

IMG_20220624_023139.jpg

IMG_20220624_023237.jpg

IMG_20220624_023704.jpg

IMG_20220624_024633.jpg

IMG_20220624_025039.jpg

IMG_20220624_025435.jpg

IMG_20220624_030156.jpg

৫.গাছের এক কোণে সবুজ ঘাসের মাঝে সরু সরু ঘাস ও ছোট ছোট হলুদ ফুল এঁকে নিলাম।

IMG_20220624_030649.jpg

IMG_20220624_030804.jpg

IMG_20220624_031253.jpg

IMG_20220624_031648.jpg

IMG_20220624_032007.jpg
৬. এবার চারপাশের টেপ তুলে ফেলতে হবে।

IMG_20220624_032210.jpg
তৈরি হয়ে গেল সবুজের মাঝে একটি গাছের পেইন্টিং।

Sort:  
 2 years ago 

অনেকদিন পরে আপনার আজকে একটি খুব সুন্দর পেইন্টিং দেখতে পেলাম বৌদি। এটা ঠিক বলেছেন অনেকদিন না আঁকলে একটু অন্যরকম লাগে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও যে এত সুন্দর একটি পেইন্টিং করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। তাছাড়া অনেকদিন করে আসলেও কিন্তু অনেক সুন্দর এই এঁকেছেন।

 2 years ago 

আপনার আর্ট দেখে সত্যি মুগ্ধ হলাম বৌদি। আপনি খুবই দক্ষতার সাথে পুরো আর্টের কাজ সম্পূর্ণ করেছেন। কালার কম্বিনেশন অসারণ ছিলো। আশা করি সামনে আরো এমন ক্রিয়েটিভ কাজ দেখতে পারবো। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি পেইন্টিং আপনি আমাদের উপহার দিলেন বৌদি। অনেকদিন পর আপনার পেইন্টিং দেখতে পেলাম। অনেক সুন্দর ভাবে পেন্টিং টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার জল রঙে প্রাকৃতিক দৃশ্য দেখতে অসম্ভব ভালো লাগতেছে। দেখে মনে হচ্ছে অনেকটা বাস্তবের ছবির মত। বৌদি অসাধারণ এঁকেছেন আপনি। আর অনেক নিখুঁতভাবে যে চিত্রটি অঙ্কন করেছেন দেখে বোঝা যাচ্ছে। সেইসাথে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন বৌদি আমরা যারা নতুন নতুন আঁকা শিখছি তারা অনেক দিন পর পর আর্ট করলে আসলে ভাল হয় না। কিন্তু আমার কাছে তো আপনার ছবিটাতো ভালোই লাগছে কালার কম্বিনেশনও খুব সুন্দর দিয়েছেন আকাশের মেঘ গুলো অনেক সুন্দর হয়েছে ।দাদা যে কেন বলল ভাল হয়নি। হাসাহাসি করার তো প্রশ্নই আসে না ।নিচের ফুলগুলো কত সুন্দর লাগছে এবারের সত্যিকারের ফুল মনে হচ্ছে। সত্যি বৌদি খুব সুন্দর এঁকেছেন প্রাকৃতিক দৃশ্যটি।

 2 years ago 

রং তুলির ছোয়ায় দারুন একটি চিত্র অংকন করেছেন বৌদিভাই। বিশেষ করে আকাশে শরৎতের মেঘের মতন ব্যাকগ্রাউন্ড আবার বসন্তের একটা ছাপ গাছের দৃশ্যে ফুটিয়ে তুলেছেন। সবথেকে চোখে পড়ার মতন বিষয় হচ্ছে গাছের নীচে ছায়া । সব মিলিয়ে দারুন। ধন্যবাদ বৌদিভাই আপনাকে। শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে জল রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য অংকন করে শেয়ার করেছেন। আসলে আপনার দৃশ্য অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার হাতের কাজ দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছে বৌদি। এত সুন্দর ভাবে দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বৌদি অনেকদিন পর আপনার পেইন্টিং দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আপনি জল রং দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। গাছটিকে বেশ সুন্দর লাগছে। এবং ঘাসফুল গুলো বেশ ফুটে উঠেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল। ভালোবাসা রইলো।

 2 years ago 

আসলেই বৌদি অনেকদিন ধরে ড্রয়িং না করলে সেটা ভুলে যাই আমরা। কারণ ড্রয়িং হচ্ছে প্র্যাকটিস এর বিষয়। যত বেশি প্রাকটিস করা হবে ততো বেশি সুন্দর হবে। তবে পেইন্টিংটি অতটাও খারাপ লাগেনি বৌদি। আমার কাছে তো আকাশ এবং ছোট হলুদ ফুল গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। আশা করছি এই কয়েকদিনের মধ্যে আরও কিছু ড্রইং দেখতে পারবো। আপনার জন্য শুভকামনা রইলো বৌদি।

 2 years ago 

কি বলেন আপু আপনার পেন্টিং অনেক সুন্দর হয়েছে। এখানে হাসার মত কিছুই নেই।‌ আমার কাছে একটু বেশি ভালো লেগেছে সবুজ মাঠ ও নীল আকাশে সাদা মেঘের ভেলা।
আপনার থেকে এমন সুন্দর সুন্দর পেইন্টিং আরো চাই আপু। অনুবাদ আপনাকে সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60164.54
ETH 2420.67
USDT 1.00
SBD 2.43